ETV Bharat / briefs

নেশায় বাধা দেওয়ায় পরিবারের সদস্যদের উপর চড়াও যুবক - jalpaiguri

মন্তেশ্বর বর্মণ গাঁজার নেশা করে । তার বাবা গাঁজা লুকিয়ে রেখেছিল । মন্তেশ্বর নেশার সামগ্রী না পেয়ে বাবার উপর চড়াও হয় ।

মন্তেশ্বর বর্মণ
author img

By

Published : May 4, 2019, 9:25 AM IST

Updated : May 4, 2019, 11:20 AM IST

জলপাইগুড়ি, 4 মে : গাঁজা খেতে বাধা দেওয়ায় বাবার উপর চড়াও হল যুবক । গতকাল ঘোকসাডাঙা ট্যাংড়ামারি এলাকার ঘটনা । বাধা দিতে গিয়ে ওই যুবকের স্ত্রী ও বৌদি আহত হয়েছেন । গুরুতর জখম অবস্থায় তাঁদের ধুপগুড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অভিযোগ, মন্তেশ্বর বর্মণ গাঁজার নেশা করে । তার বাবা গাঁজা লুকিয়ে রেখেছিল । গতকাল রাতে মন্তেশ্বর তার নেশার সামগ্রী না পেয়ে বাবার উপর চড়াও হয় । তাকে বাধা দিতে গিয়ে স্ত্রী ভারতী বর্মণ ও বৌদি অনিতা বর্মণ গুরুতর জখম হয়েছেন । ধস্তাধস্তিতে সে নিজেও আঘাত পায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দুই মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে । হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবজ়ারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

জলপাইগুড়ি, 4 মে : গাঁজা খেতে বাধা দেওয়ায় বাবার উপর চড়াও হল যুবক । গতকাল ঘোকসাডাঙা ট্যাংড়ামারি এলাকার ঘটনা । বাধা দিতে গিয়ে ওই যুবকের স্ত্রী ও বৌদি আহত হয়েছেন । গুরুতর জখম অবস্থায় তাঁদের ধুপগুড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অভিযোগ, মন্তেশ্বর বর্মণ গাঁজার নেশা করে । তার বাবা গাঁজা লুকিয়ে রেখেছিল । গতকাল রাতে মন্তেশ্বর তার নেশার সামগ্রী না পেয়ে বাবার উপর চড়াও হয় । তাকে বাধা দিতে গিয়ে স্ত্রী ভারতী বর্মণ ও বৌদি অনিতা বর্মণ গুরুতর জখম হয়েছেন । ধস্তাধস্তিতে সে নিজেও আঘাত পায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দুই মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে । হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবজ়ারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

Intro:nullBody:Gaja visConclusion:null
Last Updated : May 4, 2019, 11:20 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.