জলপাইগুড়ি, 4 মে : গাঁজা খেতে বাধা দেওয়ায় বাবার উপর চড়াও হল যুবক । গতকাল ঘোকসাডাঙা ট্যাংড়ামারি এলাকার ঘটনা । বাধা দিতে গিয়ে ওই যুবকের স্ত্রী ও বৌদি আহত হয়েছেন । গুরুতর জখম অবস্থায় তাঁদের ধুপগুড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
অভিযোগ, মন্তেশ্বর বর্মণ গাঁজার নেশা করে । তার বাবা গাঁজা লুকিয়ে রেখেছিল । গতকাল রাতে মন্তেশ্বর তার নেশার সামগ্রী না পেয়ে বাবার উপর চড়াও হয় । তাকে বাধা দিতে গিয়ে স্ত্রী ভারতী বর্মণ ও বৌদি অনিতা বর্মণ গুরুতর জখম হয়েছেন । ধস্তাধস্তিতে সে নিজেও আঘাত পায় ।
দুই মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে । হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবজ়ারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।