কলকাতা, 18 মে : QRT-র গাড়িগুলিতে নজরদারি চালানোর জন্য বানানো হয়েছে একটি অ্যাপ । GPS পদ্ধতির সাহায্যে এই অ্যাপ কাজ করবে । সূত্রের খবর, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনর কাছে এই প্রস্তাবটি রেখেছিলেন । এই অ্যাপে কমিশনের উচ্চপদস্থ কর্তারা কুইক রেসপন্স টিমকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন ।
ষষ্ঠ দফায় QRT নিয়ে বিতর্ক হয়েছিল । রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টরা QRT পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন । ফলে তাঁরা রাস্তা চিনতে অসুবিধায় পড়েন । এরপর রাজনৈতিক দলগুলি QRT-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সপ্তম দফায় QRT-তে একজন করে রাজ্য পুলিশের কনস্টেবল রাখা হচ্ছে । তবে এই দফাতেও টিম পরিচালনার দায়িত্বে থাকছেন কম্পানি কমান্ডান্টরা । প্রতিটি কুইক রেসপন্স টিমকে নতুন অ্যাপে একটি মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে । নম্বর রেজিস্টারের সঙ্গে সঙ্গে মোবাইলে একটি OTP যাবে । সেই OTP দিলেই অ্যাপটি কাজ শুরু করে দেবে । সাধারণভাবে এই অ্যাপে কুইক রেসপন্স টিমের অবস্থান নীল রঙে দেখানো হবে । QRT মুভ করলে রং হলুদ হয়ে যাবে । অশান্তির খবর QRT টিমের কাছে পৌঁছালে অ্যাপে লাল রং দেখাবে ।
আগামীকাল 9 টি লোকসভা ও 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে । এই নির্বাচনের জন্য 444 টি QRT-র কাজ করার কথা ছিল । আজ সেই সংখ্যা বাড়িয়ে 461 করা হয়েছে । কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা 178 । বিবেক দুবে ETV ভারতকে জানিয়েছেন, আগামীকাল কলকাতা পুলিশও সক্রিয় থাকবে । আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । কলকাতা পুলিশের সক্রিয় বাহিনী ও ফ্লাইং স্কয়্যাড সক্রিয় থাকবে । সপ্তম দফায় রাজ্যে অশান্তির খবর পেলে 5-7 মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিমকে পৌঁছাতে হবে । QRT যাতে 15 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিবেক দুবে ।