ব্যারাকপুর, ১৩ এপ্রিল : পলতায় এক BJP নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁর নাম প্রভাস বালা। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বাবনপুর এলাকায় প্রভাসের দোকান রয়েছে। সেখানে গতরাতে তিনি ঘুমোচ্ছিলেন। অভিযোগ, গভীর রাতে তৃণমূলের মদতপুষ্ট একদল দুষ্কৃতী তাঁর দোকানে হামলা চালায়। দোকান থেকে বের করে তাঁকে বেধড়ক মারধর করা হয়। দোকানে রাখা ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের ভোটের প্রচার সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রভাসের বাইকটিও রাস্তার পাশে খালে ফেলে দেওয়া হয়। পরে BJP-র তরফে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়।
BJP-র অভিযোগ, এলাকায় তাদের সংগঠন ক্রমশ মজবুত হচ্ছে। সেজন্য প্রভাসের উপর হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং বলেন, "আমাদের দলের কেউ হামলায় জড়িত নয়। BJP-র লোকজন নিজেরাই এই হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের দিকে আঙুল তুলছে।"