ETV Bharat / briefs

একদিনে সর্বোচ্চ, দুর্গাপেুরে কোরোনায় আক্রান্ত আরও 8

author img

By

Published : Jul 10, 2020, 6:52 PM IST

দুর্গাপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 8 জন । প্রত্যেককেই কাঁকসার মলানদিঘির COVID হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

COVID-19
COVID-19

দুর্গাপুর, 10 জুলাই : লকডাউন শিথিল হতেই দ্রুত হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত হল আরও 8 জন । আক্রান্তদের মধ্যে দু'জন মহিলাও রয়েছে ।

জেলায় প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আক্রান্তদের কাঁকসার মলানদিঘির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি নতুন পল্লি, ঝাণ্ডাবাগ, বি-জ়োন বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউ, সিটি সেন্টার অম্বুজা হাউজ়িং এলাকার চারজন ছাড়াও কোকওভেন থানা এলাকায় দু'জন এবং নিউ টাউনশিপ থানা এলাকার দু'জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

দুর্গাপুরে কোরোনার সংক্রমণ বাড়ছে । এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে একাধিক জেলায় যে কনটেনমেন্ট জ়োনের কথা বলা হয়েছে তাতে দুর্গাপুরের নাম নেই । কিন্তু যেভাবে সংক্রমণ প্রতিদিন বাড়ছে তাতে দুর্গাপুরের বেশ কিছু এলাকাকে আবার লকডাউনের আওতায় আনার আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । বিশেষত, বেনাচিতি বাজার, চণ্ডীদাস বাজার সহ জনবহুল বাজারগুলিতে কড়া নজরদারির প্রয়োজন বলেও দাবি এলাকার বাসিন্দাদের ।

দুর্গাপুর, 10 জুলাই : লকডাউন শিথিল হতেই দ্রুত হারে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত হল আরও 8 জন । আক্রান্তদের মধ্যে দু'জন মহিলাও রয়েছে ।

জেলায় প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আক্রান্তদের কাঁকসার মলানদিঘির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি নতুন পল্লি, ঝাণ্ডাবাগ, বি-জ়োন বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউ, সিটি সেন্টার অম্বুজা হাউজ়িং এলাকার চারজন ছাড়াও কোকওভেন থানা এলাকায় দু'জন এবং নিউ টাউনশিপ থানা এলাকার দু'জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

দুর্গাপুরে কোরোনার সংক্রমণ বাড়ছে । এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে একাধিক জেলায় যে কনটেনমেন্ট জ়োনের কথা বলা হয়েছে তাতে দুর্গাপুরের নাম নেই । কিন্তু যেভাবে সংক্রমণ প্রতিদিন বাড়ছে তাতে দুর্গাপুরের বেশ কিছু এলাকাকে আবার লকডাউনের আওতায় আনার আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । বিশেষত, বেনাচিতি বাজার, চণ্ডীদাস বাজার সহ জনবহুল বাজারগুলিতে কড়া নজরদারির প্রয়োজন বলেও দাবি এলাকার বাসিন্দাদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.