ETV Bharat / briefs

চোরাশিকারি ধরতে গিয়ে আক্রান্ত বনকর্মীরা, জখম ৮ - kultoli

চোরাশিকারিদের ধরতে গেলে আক্রান্ত হন বনবিভাগের আধিকারিক ও কর্মীরা। মনসাতলা গ্রামের ঘটনা। এই ঘটনায় বন আধিকারিকসহ মোট ৮ কর্মী জখম হন ।

আক্রান্ত বনকর্মী
author img

By

Published : Apr 22, 2019, 5:07 AM IST

Updated : Apr 22, 2019, 6:06 AM IST

কুলতলি, 22 এপ্রিল : গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন বন বিভাগের কর্মী ও আধিকারিকরা । অভিযোগ, যারা হামলা চালিয়েছে, তাদের মধ্যে কয়েকজন চোরাশিকারের সঙ্গে জড়িত । কুলতলির মৈপীঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়ার মনসাতলা গ্রামের ঘটনা । শনিবার রাতে এই ঘটনায় বন বিভাগের আধিকারিক ও কর্মী মিলিয়ে মোট ৮ জন জখম হয়েছেন ।

শনিবার রাতে চোরা শিকারিদের ধরতে বন বিভাগের কয়েকজন আধিকারিক ও কর্মী মনসাতলা গ্রামে যান । তখন তাঁদের উপর হামলা হয়। জখম ৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । বন আধিকারিক সন্তোষ জি আরের কপালে ১০ টা সেলাই পড়েছে । তাঁকে বাঁচাতে গিয়ে কুলতলির বিট অফিসার সহ কয়েকজন বনকর্মী আক্রান্ত হন ।

বন বিভাগ সূত্রে খবর, ৯ এপ্রিল সুন্দরবনে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল । বন বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে । ১১ এপ্রিল দুই চোরাশিকারি ধরা পড়ে । তাদের জেরা করে বনকর্মীরা জানতে পারেন, চোরাশিকারিদের দলে মোট ৮ জন রয়েছে । তারা মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দা । গত শুক্রবার সকালে অশোক মণ্ডল নামে আরও একজন চোরাশিকারি ধরা পড়ে বনকর্মীদের হাতে। তাকে জেরা করেই বনকর্মীরা মনসাতলার দু'জনের নাম জানতে পারে। শনিবার রাতে তাদের ধরতে মনসাতলা গ্রামে গেলে গ্রামের বাসিন্দাদের একাংশ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বন আধিকারিক ও কর্মীদের উপর হামলা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। তারা আক্রান্তদের উদ্ধার করে। সন্তোষ জি আর বলেন, "চোরাশিকারিদের একটা বড় চক্র কাজ করছে । চোরাশিকারিদের ধরতে আমাদের বাধা দেওয়া হয়েছে । কয়েকটি চক্র রয়েছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কুলতলি, 22 এপ্রিল : গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন বন বিভাগের কর্মী ও আধিকারিকরা । অভিযোগ, যারা হামলা চালিয়েছে, তাদের মধ্যে কয়েকজন চোরাশিকারের সঙ্গে জড়িত । কুলতলির মৈপীঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়ার মনসাতলা গ্রামের ঘটনা । শনিবার রাতে এই ঘটনায় বন বিভাগের আধিকারিক ও কর্মী মিলিয়ে মোট ৮ জন জখম হয়েছেন ।

শনিবার রাতে চোরা শিকারিদের ধরতে বন বিভাগের কয়েকজন আধিকারিক ও কর্মী মনসাতলা গ্রামে যান । তখন তাঁদের উপর হামলা হয়। জখম ৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । বন আধিকারিক সন্তোষ জি আরের কপালে ১০ টা সেলাই পড়েছে । তাঁকে বাঁচাতে গিয়ে কুলতলির বিট অফিসার সহ কয়েকজন বনকর্মী আক্রান্ত হন ।

বন বিভাগ সূত্রে খবর, ৯ এপ্রিল সুন্দরবনে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল । বন বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে । ১১ এপ্রিল দুই চোরাশিকারি ধরা পড়ে । তাদের জেরা করে বনকর্মীরা জানতে পারেন, চোরাশিকারিদের দলে মোট ৮ জন রয়েছে । তারা মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দা । গত শুক্রবার সকালে অশোক মণ্ডল নামে আরও একজন চোরাশিকারি ধরা পড়ে বনকর্মীদের হাতে। তাকে জেরা করেই বনকর্মীরা মনসাতলার দু'জনের নাম জানতে পারে। শনিবার রাতে তাদের ধরতে মনসাতলা গ্রামে গেলে গ্রামের বাসিন্দাদের একাংশ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বন আধিকারিক ও কর্মীদের উপর হামলা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। তারা আক্রান্তদের উদ্ধার করে। সন্তোষ জি আর বলেন, "চোরাশিকারিদের একটা বড় চক্র কাজ করছে । চোরাশিকারিদের ধরতে আমাদের বাধা দেওয়া হয়েছে । কয়েকটি চক্র রয়েছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Intro:চোরা শিকারিদের ধরতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন বনদপ্তর এর আধিকারিক। বেধড়ক মারধর করা হয় তাদের। এই ঘটনায় মোট আটজন দপ্তরের আধিকারিক ও কর্মী আহত হয়েছে।Body:সুন্দরবনের চোরা বাঘ শিকারিদের হাতে আক্রান্ত হলেন বন আধিকারিক সহ
বনকর্মীরা। গোটা গ্রামের মানুষ বেরিয়ে এসে তাঁদের আক্রমন করে বলে
অভিযোগ। ঘটনায় আক্রান্ত হয়েছেন বন আধিকারিক সহ মোট ৮ জন বন কর্মী।
তাঁদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার বাইপাশের ধারে একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে
পড়েছে। চোরা শিকারিদের গ্রামের মানুষের হাতে আক্রান্তের শিকার হয়েছেন
স্বয়ং জেলার বন আধিকারিক সন্তোষা জি আর। তাঁর কপালে ধারাল অস্ত্র দিয়ে
আঘাত করা হয়েছে। তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হয়েছেন কুলতলি বিট অফিসার
বিবেকানন্দবাবু সহ আরোও কয়েকজন বন কর্মী। বন আধিকারিকের কপালে ১০ টা
সেলাই পড়েছে। বাকিদের কারুর মাথা ফেটেছে, তো কারুর হাতে চোট লেগেছে।
একজনের কোমরের মাজা লাঠি দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছে বলেও খবর। ঘটনাটি
ঘটেছে শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ কুলতলির মৈপীঠ কোষ্টাল থানার মধ্য
গুড়গুড়িয়ার মনশাতলা গ্রামে। বন দপ্তর সূত্রে খবর, গত ৯ এপ্রিল
সুন্দরবনের আজমলমারি ১ নম্বর জঙ্গলের মধ্যে চোরা শিকারিদের পাতা ফাঁদে
আটকে মৃত এক বাঘের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছিল। হরিণ ধরার ফাঁদে আটকে
ওই বাঘ মারা গিয়েছিল বলে জানা গিয়েছিল। বাঘের ময়না তদন্তের পর বন
দপ্তর এই ঘটনার তদন্ত শুরু আর তাতেই দু দিন পর ১১ এপ্রিল বন কর্মীদের
হাতে ধরা পড়ে প্রবোধ ও সদানন্দ হালদার নামের দুই চোরা শিকারি। তাদের
জেরা করে বন কর্মীরা জানতে পারেন ওই চোরা শিকারিদের দলে মোট ৮ জন রয়েছে।
তারা সকলেই মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দা। গত শুক্রবার সকালে অশোক মণ্ডল
নামের একজন চোরা শিকারি ধরা পড়ে বনকর্মীদের হাতে। তাকে জেরা করেই বন
কর্মীরা মনসাতলার বাসিন্দা দুজনের নাম জানতে পারে। শনিবার রাতে তাদের
ধরতে জেলার বন আধিকারিক সন্তোষা জি আরের নেতৃত্বে কুলতলির বিট অফিসার
বিবেকানন্দবাবু সহ কয়েকজন বনকর্মী মনসাতলা গ্রামে তল্লাশি চালাতে যান।
আর চোরা শিকারিদের গ্রামে ঢুকে ওই দুজনকে ধরতে যেতেই গ্রামের মানুষ লাঠি
ও ধারাল দা নিয়ে বেরিয়ে আসেন। বন আধিকারিক সহ বনকর্মীদের মারধর শুরু
করেন। আক্রমনকারিদের মধ্যে বেশিরভাগ ছিলেন মহিলা বলে জানা গেছে। তাঁরাই
লাঠি ও টাঙ্গি নিয়ে আক্রমন করেন বন আধিকারিক সহ বন কর্মীদের। ধারাল
টাঙ্গির কোপে প্রথমে এসে পড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বন আধিকারিক সন্তোষা
জি আরের কাপালে। কপাল কেটে রক্ত ঝরতে থাকে। তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত
হয়েছেন বিট অফিসার বিবেকানন্দবাবু সহ অন্যরা। খবর পেয়ে মৈপীঠ কোষ্টাল
থানা থেকে বিশাল পুলিশ বাহীনি এসে বন কর্মীদের উদ্ধার করে জামতালা
হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতরদের পাঠানো হয়েছে কলকাতার
হাসপাতালে। জেলার বন আধিকারিক সন্তোষা জি আর বলেন, বাঘের মৃত্যুর ঘটনায়
চোরা শিকারিদের একটা বড় চক্র কাজ করছে তার সন্ধান পেয়ে অভিযান চালাতে
যাওয়া হয়েছিল। সেখানেই গ্রামের মানুষের হাতে আক্রান্ত হতে হয়েছে। চোরা
শিকারিদের ধরতে বাধা দেওয়া হয়েছে। ওখানে বেশ কয়েকটি চক্র রয়েছে। তারা
বনের মধ্যে ফাঁদ পেতে বন্য প্রাণীদের শিকার করে। ‌Conclusion:ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলতলী থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated : Apr 22, 2019, 6:06 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.