কুলতলি, 22 এপ্রিল : গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন বন বিভাগের কর্মী ও আধিকারিকরা । অভিযোগ, যারা হামলা চালিয়েছে, তাদের মধ্যে কয়েকজন চোরাশিকারের সঙ্গে জড়িত । কুলতলির মৈপীঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়ার মনসাতলা গ্রামের ঘটনা । শনিবার রাতে এই ঘটনায় বন বিভাগের আধিকারিক ও কর্মী মিলিয়ে মোট ৮ জন জখম হয়েছেন ।
শনিবার রাতে চোরা শিকারিদের ধরতে বন বিভাগের কয়েকজন আধিকারিক ও কর্মী মনসাতলা গ্রামে যান । তখন তাঁদের উপর হামলা হয়। জখম ৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । বন আধিকারিক সন্তোষ জি আরের কপালে ১০ টা সেলাই পড়েছে । তাঁকে বাঁচাতে গিয়ে কুলতলির বিট অফিসার সহ কয়েকজন বনকর্মী আক্রান্ত হন ।
বন বিভাগ সূত্রে খবর, ৯ এপ্রিল সুন্দরবনে একটি বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল । বন বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে । ১১ এপ্রিল দুই চোরাশিকারি ধরা পড়ে । তাদের জেরা করে বনকর্মীরা জানতে পারেন, চোরাশিকারিদের দলে মোট ৮ জন রয়েছে । তারা মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দা । গত শুক্রবার সকালে অশোক মণ্ডল নামে আরও একজন চোরাশিকারি ধরা পড়ে বনকর্মীদের হাতে। তাকে জেরা করেই বনকর্মীরা মনসাতলার দু'জনের নাম জানতে পারে। শনিবার রাতে তাদের ধরতে মনসাতলা গ্রামে গেলে গ্রামের বাসিন্দাদের একাংশ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বন আধিকারিক ও কর্মীদের উপর হামলা চালায়।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। তারা আক্রান্তদের উদ্ধার করে। সন্তোষ জি আর বলেন, "চোরাশিকারিদের একটা বড় চক্র কাজ করছে । চোরাশিকারিদের ধরতে আমাদের বাধা দেওয়া হয়েছে । কয়েকটি চক্র রয়েছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।