ETV Bharat / briefs

70 কম্পানির বেশি বাহিনী রেখে ভোট ব্যারাকপুরে, গ্রামীন হুগলিতে মোতায়েন 154 কম্পানি - Madan Mitra

পঞ্চম দফায় রাজ্যের সাতটি লোকসভা আসনে ভোট হলেও কমিশনের মাথাব্যথা মূলত ব্যারাকপুরকে ঘিরেই ।

বাহিনী
author img

By

Published : May 4, 2019, 5:55 PM IST

Updated : May 4, 2019, 6:09 PM IST

কলকাতা, 4 মে : পঞ্চম দফায় রাজ্যের সাতটি লোকসভা আসনে ভোট হলেও কমিশনের মাথাব্যথা মূলত ব্যারাকপুরকে ঘিরেই । সম্প্রতি সেখানে একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে । তাই ভোটের দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারাকপুরের নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি না রাখতে চায় না কমিশন । সেজন্য 70 কম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ।

গত লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী । সেই কেন্দ্রের মধ্যে রয়েছে ভাটপাড়া । সম্প্রতি অর্জুন সিং তৃণমূলের সঙ্গ ছেড়ে BJP-তে যোগ দেন । তারপরই অর্জুনের খাসতালুকে BJP-তৃণমূলের মধ্যে রেষারেষি বেড়েছে । দিনকয়েক আগে দু'দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে আঙুল তোলে । পাশাপাশি, আমডাঙাও ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত । সেখানে রাজনৈতিক সংঘর্ষের অতীত ইতিহাস দীর্ঘদিনের । বিষয়গুলি মাথায় রেখে ব্যারাকপুরের উপর বিশেষ নজর দিচ্ছে কমিশন ।

অপরদিকে, বাকি 6টি কেন্দ্রেও যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে । কমিশন সূত্রে খবর,
বারাসত পুলিশ জেলায় 55 কম্পানি ও বসিরহাট পুলিশ জেলায় 12 কম্পানি ফোর্স মোতায়েন করা হবে । অপরদিকে, ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটে যথাক্রমে 50 ও 52 কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে । হুগলি রুরালে 154 কম্পানি , নদিয়ায় (কল্যাণী ও হরিনঘাটা) 21 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 17 কম্পানি ফোর্স মোতায়েন করা হবে । আর হাওড়া রুবালে 119 কম্পানি ও হাওড়া পুলিশ কমিশনারেটে 48 কম্পানি ফোর্সকে ব্যবহার করা হবে ।

কলকাতা, 4 মে : পঞ্চম দফায় রাজ্যের সাতটি লোকসভা আসনে ভোট হলেও কমিশনের মাথাব্যথা মূলত ব্যারাকপুরকে ঘিরেই । সম্প্রতি সেখানে একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে । তাই ভোটের দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারাকপুরের নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি না রাখতে চায় না কমিশন । সেজন্য 70 কম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ।

গত লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী । সেই কেন্দ্রের মধ্যে রয়েছে ভাটপাড়া । সম্প্রতি অর্জুন সিং তৃণমূলের সঙ্গ ছেড়ে BJP-তে যোগ দেন । তারপরই অর্জুনের খাসতালুকে BJP-তৃণমূলের মধ্যে রেষারেষি বেড়েছে । দিনকয়েক আগে দু'দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে আঙুল তোলে । পাশাপাশি, আমডাঙাও ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত । সেখানে রাজনৈতিক সংঘর্ষের অতীত ইতিহাস দীর্ঘদিনের । বিষয়গুলি মাথায় রেখে ব্যারাকপুরের উপর বিশেষ নজর দিচ্ছে কমিশন ।

অপরদিকে, বাকি 6টি কেন্দ্রেও যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে । কমিশন সূত্রে খবর,
বারাসত পুলিশ জেলায় 55 কম্পানি ও বসিরহাট পুলিশ জেলায় 12 কম্পানি ফোর্স মোতায়েন করা হবে । অপরদিকে, ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটে যথাক্রমে 50 ও 52 কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে । হুগলি রুরালে 154 কম্পানি , নদিয়ায় (কল্যাণী ও হরিনঘাটা) 21 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 17 কম্পানি ফোর্স মোতায়েন করা হবে । আর হাওড়া রুবালে 119 কম্পানি ও হাওড়া পুলিশ কমিশনারেটে 48 কম্পানি ফোর্সকে ব্যবহার করা হবে ।

Intro:কলকাতা, ৪ মে: পঞ্চম দফায় সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। নির্বাচন হবে বনগাঁ, ব্যারাকপুর হাওড়া, আরামবাগ, শ্রীরামপুর, উলুবেরিয়া এবং হুগলি কেন্দ্রে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ মে অর্থাৎ সোমবার। তবে কমিশনের সব মাথা ব্যাথা যেন ব্যারাকপুরকে নিয়েই। একান্ত আলাপচারিতায় বিবেক দুবেও স্বীকার করে নিয়েছিলেন সে কথা। আর তাই 70 কম্পানীর বেশি বাহিনী মোতায়েন হচ্ছে শুধু ব্যারাকপুরেই।
Body:কমিশন সূত্রে জানা গেছে পঞ্চম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে
বারাসাত পুলিশ জেলায়(PD) ৫৫ কম্পানি, বারাকপুর পুলিশ কমিশনারেটে(PC) ৫০ কম্পানি, বসিরহাট PD ১২ কম্পানি, চন্দননগর PC ৫২ কোম্পানি, হুগলি রুরাল ১৫৪ কম্পানি
হাওড়া PC ৪৮ কোম্পানি, হাওড়া রুরাল ১১৯ কম্পানি,নদিয়া (কল্যানী ও হরিনঘাটা) ২১ কম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৭ কম্পানি।

লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনের প্রথম থেকেই বিরোধীদের দাবি, সব বুথেই রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দু'দফায় নির্বাচন কমিশন চেয়েও পায়নি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। ওই দুই দফার নির্বাচনে অভিযোগ উঠেছিল বিস্তর। তৃতীয় দফা থেকে 90 শতাংশের বেশি বুথে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তার পরেও অভিযোগ কমেনি। চতুর্থ দফার নির্বাচনে 98 শতাংশ ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখার পরেও বিভিন্ন বুথে রিগিং ছাপ্পার অভিযোগ তুলেছে বিরোধীরা। সবকটি বিরোধী দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ঠিক মতো ব্যবহার হচ্ছে না। এমন অভিযোগ থাকলেও রাজ্য পঞ্চম দফার ভোটে 100% বুথেই থাকতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। একথা আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েদিলেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। Conclusion:তবে কমিশনের চিন্তার কারণ, ব্যারাকপুর। দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। জারি করা হয় 144 ধারা ৷ মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনীও ৷ সবমিলিয়ে অঘোষিত বন্ধের চেহারা নেয় ভাটপাড়া এলাকা। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদ্দার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷" BJP-র তরফে পাল্টা অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ। এই ঘটনার পরেই অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি ওঠে। আর গতকাল ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র নির্বাচন কমিশনে জানিয়ে যান একগুচ্ছ অভিযোগ। দাবি তোলেন অর্জুন সিংকে গ্রেপ্তারের। তাছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমডাঙায় সংঘর্ষের অতীত ইতিহাস বড় লম্বা। সেসব মাথায় রেখেই ব্যারাকপুর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Last Updated : May 4, 2019, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.