তমলুক, 12 জুলাই : পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও 37 জন । আক্রান্তদের মধ্যে সাত মহিলাও রয়েছে । তাদের পাঁশকুড়ার কোরোনা নিরাময় কেন্দ্র ও হলদিয়ার সেফ হোমে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 533 ।
হলদিয়া পৌরসভা এলাকার দু'জন, হলদিয়া ব্লকের আটজন, মহিষাদল ব্লকের ছ'জন, সুতাহাটা ব্লকের তিনজন, কোলাঘাট ব্লকের পাঁচজন, শহিদ মাতঙ্গিনী ব্লকের ছ'জন, ময়না, পাঁশকুড়া ও এগরা ব্লক থেকে দু'জন করে মোট ছ'জন এবং নন্দকুমার ব্লকের একজন কোরোনায় আক্রান্ত হয়েছে ।
আজ থেকে জেলার কোরোনা আক্রান্তদের উপসর্গ অনুযায়ী দু'টি ভাগে ভাগ করা হয়েছে । কোরোনায় সংক্রমিত অথচ উপসর্গহীন এমন আক্রান্তদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে হলদিয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে সরকারি সেফ হোমে । অন্যদিকে, উপসর্গ রয়েছে এমন আক্রান্তদের চিকিৎসা চলছে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ।
এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের ইতিমধ্যেই সেফ হোম ও পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে । আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । তাদের সকলেরই নমুনা পরীক্ষা করা হবে ।