বালুরঘাট, 14 জুলাই: কোরোনা আক্রান্তের সংখ্যা যতদিন যাচ্ছে ততই বাড়ছে । আজ নতুন করে আরও 40 জনের শরীরে মিলল কোরোনার হদিস। এর ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 400 ছুঁয়ে ফেলল। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী একজন গতকাল বুলেটিন থেকে বাদ পড়ায় আক্রান্তের বিষয়ে সংখ্যা হল 399 জন। এখন পর্যন্ত জেলায় 260 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে চিকিৎসার জন্য আনা হচ্ছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন একাধিক সরকারি কর্মীও ।
জানা গেছে, গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন করে 40 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কুমারগঞ্জের 15, বালুরঘাটের 5, হরিরামপুরের 2,বংশীহারী ও বুনিয়াদপুরে 9, গঙ্গারামপুরে 7, তপন ও কুশমণ্ডিতে 1 জন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন। বালুরঘাটে আক্রান্তদের মধ্যে নামাবঙ্গী, হোসেনপুর ড্রাইভার কলোনি, বুড়ীকালি বাড়ি, চকভবানী এলাকায় একজন করে রয়েছে। নতুন আক্রান্তদের গত 1০ ও 11 জুলাই সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হয়েছিল বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর। গতকাল জেলায় 45 জনের রিপোর্ট পজ়িটিভ আসে। আজ আবার আরও 40 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। হু হু করে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় আতঙ্কিত জেলাবাসী। এদিকে বালুরঘাট হাসপাতালের এক চিকিৎসক ও রোগীর কোরোনা পজ়িটিভ ট্রুনাটে আসায় হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। রোগীদের অন্য ঘরে শিফট করা হচ্ছে। যদিও ICMR -র গাইডলাইন অনুযায়ী ট্রুনাটের পজ়িটিভ রিপোর্ট সংশ্লিষ্ট সাইডে আপলোড না হওয়া পর্যন্ত পজ়িটিভ বলা যায় না।
যদিও নতুন আক্রান্তদের বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের।
নতুন করে কোরোনা আক্রান্ত 40,মোট আক্রান্ত সংখ্যা 400 - কোরোনা
নতুন করে কোরোনা আক্রান্ত 40, জেলায় আক্রান্ত বেড়ে 400 ।
বালুরঘাট, 14 জুলাই: কোরোনা আক্রান্তের সংখ্যা যতদিন যাচ্ছে ততই বাড়ছে । আজ নতুন করে আরও 40 জনের শরীরে মিলল কোরোনার হদিস। এর ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 400 ছুঁয়ে ফেলল। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী একজন গতকাল বুলেটিন থেকে বাদ পড়ায় আক্রান্তের বিষয়ে সংখ্যা হল 399 জন। এখন পর্যন্ত জেলায় 260 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে চিকিৎসার জন্য আনা হচ্ছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন একাধিক সরকারি কর্মীও ।
জানা গেছে, গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন করে 40 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কুমারগঞ্জের 15, বালুরঘাটের 5, হরিরামপুরের 2,বংশীহারী ও বুনিয়াদপুরে 9, গঙ্গারামপুরে 7, তপন ও কুশমণ্ডিতে 1 জন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন। বালুরঘাটে আক্রান্তদের মধ্যে নামাবঙ্গী, হোসেনপুর ড্রাইভার কলোনি, বুড়ীকালি বাড়ি, চকভবানী এলাকায় একজন করে রয়েছে। নতুন আক্রান্তদের গত 1০ ও 11 জুলাই সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হয়েছিল বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর। গতকাল জেলায় 45 জনের রিপোর্ট পজ়িটিভ আসে। আজ আবার আরও 40 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। হু হু করে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় আতঙ্কিত জেলাবাসী। এদিকে বালুরঘাট হাসপাতালের এক চিকিৎসক ও রোগীর কোরোনা পজ়িটিভ ট্রুনাটে আসায় হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। রোগীদের অন্য ঘরে শিফট করা হচ্ছে। যদিও ICMR -র গাইডলাইন অনুযায়ী ট্রুনাটের পজ়িটিভ রিপোর্ট সংশ্লিষ্ট সাইডে আপলোড না হওয়া পর্যন্ত পজ়িটিভ বলা যায় না।
যদিও নতুন আক্রান্তদের বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের।