বংশীহারি, 16 জুন : বুনিয়াদপুর-মালদা রাজ্য সড়কে আগ্নেয়াস্ত্রসহ চার যুবককে আজ গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ । ধৃতরা আজ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে জড়ো হয় । সেইসময় তাদের পুলিশ গ্রেপ্তার করে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একটি আগ্নেয়াস্ত্রসহ প্রাইভেট গাড়ি উদ্ধার করেছে পুলিশ । পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা । আগামীকাল তাদের গঙ্গারামপুর আদালতে তোলা হবে ।
ধৃতদের কাছ থেকে থেকে 6 এম এম পিস্তলসহ কার্তুজ, একটি ম্যাগাজ়িন, চারটি মোবাইল ও বেশ কিছু ATM কার্ড উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, একজনের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর এলাকায় । বাকি তিনজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায় । ধৃতরা কৌস্তভ সরকার , মোশারফ আলি, মৃগাঙ্ক দত্ত এবং সাদ্দাম হোসেন । ঘটনার তদন্ত শুরু করছে বংশীহারী থানার পুলিশ । স্থানীয় বাসিন্দা বকতিয়ার হোসেন বলেন, “একটি প্রাইভেট গাড়িতে চারজন যুবক আসে । কিছুক্ষণ পর বংশীহারী থানার পুলিশ এসে ওই চারজন যুবককে গাড়িসহ আটক করে থানায় নিয়ে যায় । আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি । কারণ বিভিন্ন কাজে আমাদের ব্যাঙ্কে আসতে হয় ।”
দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, "প্রাথমিকভাবে মনে হচ্ছে চার যুবক ডাকাতির উদ্দেশে জমায়েত হয়েছিল । তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতদের একজন স্থানীয় এবং বাকি তিনজন উত্তর দিনাজপুরের বাসিন্দা । ধৃতদের জেরা করা হচ্ছে । ওই চারজনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা চলছে ।