ETV Bharat / briefs

সালানপুরে দুর্ঘটনায় মৃত একই পরিবারের তিনসহ 4 - accident

মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের । সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকার ঘটনা । ট্রাক্টরের চালক পলাতক । স্থানীয়রা আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড়ে অবরোধ শুরু করে ।

সালানপুরে দুর্ঘটনায় মৃত একই পরিবারের তিনসহ 4
author img

By

Published : May 29, 2019, 11:11 AM IST

সালানপুর, 29 মে : ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের । মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের । সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকার ঘটনা । ট্রাক্টরের চালক পলাতক । দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় ।

আজ সকালে শেখ রিয়াজ তাঁর ছেলে ও ভাইয়ের মেয়েকে বাইকে করে স্কুলে পৌঁছাতে যাচ্ছিলেন । সেই সময় উলটো দিক থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে । এরপর ট্রাক্টরটি উলটে যায় । ঘটনাস্থানেই শেখ রিয়াজ ও তাঁর ছেলের মৃত্যু হয় । এই দুর্ঘটনায় ট্রাক্টরের এক খালাসিরও মৃত্যু হয়েছে । গুরুতর আহত অবস্থায় আয়েশা খাতুনকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় । স্থানীয়রা আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড়ে অবরোধ শুরু করে । এরপর সালানপুর থানার পুলিশ এসে অবরোধ তোলে ।

সালানপুর, 29 মে : ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের । মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের । সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকার ঘটনা । ট্রাক্টরের চালক পলাতক । দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় ।

আজ সকালে শেখ রিয়াজ তাঁর ছেলে ও ভাইয়ের মেয়েকে বাইকে করে স্কুলে পৌঁছাতে যাচ্ছিলেন । সেই সময় উলটো দিক থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে । এরপর ট্রাক্টরটি উলটে যায় । ঘটনাস্থানেই শেখ রিয়াজ ও তাঁর ছেলের মৃত্যু হয় । এই দুর্ঘটনায় ট্রাক্টরের এক খালাসিরও মৃত্যু হয়েছে । গুরুতর আহত অবস্থায় আয়েশা খাতুনকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় । স্থানীয়রা আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড়ে অবরোধ শুরু করে । এরপর সালানপুর থানার পুলিশ এসে অবরোধ তোলে ।

Intro:বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাবা ও ছেলে সহ তিনজনের মৃত্যু হল। আজ সকালে সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকার ঘটনাটি ঘটে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বাসিন্দারা ঘাতক ট্রাক্ট্ররটিকে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন রোড অবরোধ করে।Body:জানা গেছে আজ সকালে নিজের ছেলে ও মেয়ে অলিফ শেখ ও আয়েশা খাতুনকে মোটর সাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন শেখ রিয়াজ নামে এক বাসিন্দা। হরিষাড্ডি গ্রানে উলটো দিক থেকে একটি বালি বোঝাই ট্রাক্ট্রর দ্রুত গতিতে আসছিল। ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি ধাক্কা মারে মোটর সাইকেলটিকে। এরপর ট্রাক্টরটি উলটে যায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় বাবা সেখ রিয়াজ,ছেলে অলিফ সেখের। পাশাপাশি ট্রাক্টরের এক খালাসীও এই ঘটনায় মারা যায়। গুরুতর আহত হয় আয়েশা খাতুন। তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল চিত্তরঞ্জন রোডে জেমারি মোড়ে অবরোধ স্থানীয়দের। উত্তেজিত জনতা ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে যায় সালানপুর থানার বিরাট পুলিশ বাহিনী । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.