কলম্বো, 21 এপ্রিল : কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণে মৃতদের মধ্যে তিনজন ভারতীয় রয়েছেন । তাঁরা হলেন লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ । আজ একটি টুইটে একথা জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।
টুইটে বিদেশমন্ত্রী লেখেন, "কলম্বোয় ভারতের হাইকমিশন জানিয়েছে, ন্যাশনাল হাসপাতাল তরফে তিন ভারতীয়র মৃত্যুর খবর জানানো হয়েছে । তাঁদের নাম লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ । আমরা আরও তথ্য জোগাড় করছি । "
-
Indian High Commission in Colombo has conveyed that National Hospital has informed them about the death of three Indian nationals. Their names are Lokashini, Narayan Chandrashekhar and Ramesh. We are ascertaining further details. /3
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Indian High Commission in Colombo has conveyed that National Hospital has informed them about the death of three Indian nationals. Their names are Lokashini, Narayan Chandrashekhar and Ramesh. We are ascertaining further details. /3
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019Indian High Commission in Colombo has conveyed that National Hospital has informed them about the death of three Indian nationals. Their names are Lokashini, Narayan Chandrashekhar and Ramesh. We are ascertaining further details. /3
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019
আজ গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় কমপক্ষে 207 জনের মৃত্যু হয়েছে । জখম হয়েছেন 450-রও বেশি। মৃত ও জখমদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন । তারপর আজ সন্ধ্যায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর জানান সুষমা স্বরাজ ।
এই সংক্রান্ত আরও খবর : শ্রীলঙ্কায় 6 ঘণ্টায় 8টি বিস্ফোরণ, মৃত বেড়ে 207