ETV Bharat / briefs

আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি, নন্দীগ্রামের 25 নেতা-কর্মীকে সাসপেন্ড তৃণমূলের

author img

By

Published : Jul 7, 2020, 3:14 PM IST

শোকজ়ের জবাব সন্তোষজনক নয় । নন্দীগ্রামের 25 জন নেতা-কর্মীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস ।

Tmc leaders suspended

নন্দীগ্রাম, 7 জুলাই : আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামের 200 জন তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের একাধিক পদাধিকারীকে আগেই শোকজ় করা হয়েছিল । জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের মধ্যে 25 জনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ব্লক তৃণমূল কংগ্রেস । আজ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পাল ।


নন্দীগ্রামে আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । তালিকা প্রকাশের পর থেকে প্রায় প্রতিনিয়ত একাধিক গ্রাম পঞ্চায়েত অফিস ও পঞ্চায়েত প্রতিনিধিদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো । এরপর প্রায় 200 জন নেতা-কর্মীকে শোকজ় করে তৃণমূল কংগ্রেস । গতকাল সেই শোকজ়ের উত্তর দেওয়ার শেষ দিন ছিল । সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নিজেদের দোষ স্বীকার করে দল থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন । তাঁদের মধ্যে দু'জন পঞ্চায়েত প্রধান , দু'জন পঞ্চায়েত সমিতির সদস্য ও 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন । এছাড়াও তালিকায় রয়েছেন একাধিক অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি থেকে স্থানীয় নেতা । এলাকার জনপ্রতিনিধিদের সেই আবেদন ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গ্রহণ করেছে । তাঁদের BDO-র কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই শোকজ়ের চিঠি পাওয়া নেতাদের মধ্যে 87 জন BDO-র কাছে টাকা ফেরত দিয়েছেন । মঙ্গলবার আরও 50 জন টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন ।

এ বিষয়ে তৃণমূল নেতা মেঘনাথ পাল বলেন, তৃণমূল কংগ্রেস একটি শৃঙ্খলাপরায়ণ দল । এখানে দলীয় নেতা-কর্মীরা অন্যায় করলে তাদের শাস্তি দেওয়ার বিধান রয়েছে। যে সমস্ত নেতাকর্মী দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে 25 জন জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । বাকি যে সমস্ত দলের নেতা ইতিমধ্যেই সরকারি কোষাগারে টাকা ফেরত দিয়েছেন তাঁদের এবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ।

যদিও পুরোটাই নাটক বলে উড়িয়ে দিয়েছে জেলা BJP নেতৃত্ব । এ বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য হাজার কোটি টাকা দিয়েছিলেন । তাতেই তৃণমূলের নেতা-কর্মীরা যেভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করে লুট করেছে, আরও বেশি টাকা দিলে তারা কী করত তা এখন সাধারণ মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে । নেতাদের লুটপাট সাধারণ মানুষ ধরে ফেলে আন্দোলন শুরু করতেই আই ওয়াশের জন্য এইসব নাটক শুরু করছে তৃণমূল নেতারা । মানুষ আর ওদের বিশ্বাস করবে না। পারলে দুর্নীতির দায়ে সব নেতার বিরুদ্ধে FIR করে দেখাক তবেই বুঝব ওদের অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা আছে । এভাবে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে তৃণমূল আর টিকে থাকতে পারবে না।"

নন্দীগ্রাম, 7 জুলাই : আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামের 200 জন তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের একাধিক পদাধিকারীকে আগেই শোকজ় করা হয়েছিল । জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের মধ্যে 25 জনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ব্লক তৃণমূল কংগ্রেস । আজ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পাল ।


নন্দীগ্রামে আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । তালিকা প্রকাশের পর থেকে প্রায় প্রতিনিয়ত একাধিক গ্রাম পঞ্চায়েত অফিস ও পঞ্চায়েত প্রতিনিধিদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো । এরপর প্রায় 200 জন নেতা-কর্মীকে শোকজ় করে তৃণমূল কংগ্রেস । গতকাল সেই শোকজ়ের উত্তর দেওয়ার শেষ দিন ছিল । সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নিজেদের দোষ স্বীকার করে দল থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন । তাঁদের মধ্যে দু'জন পঞ্চায়েত প্রধান , দু'জন পঞ্চায়েত সমিতির সদস্য ও 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন । এছাড়াও তালিকায় রয়েছেন একাধিক অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি থেকে স্থানীয় নেতা । এলাকার জনপ্রতিনিধিদের সেই আবেদন ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গ্রহণ করেছে । তাঁদের BDO-র কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই শোকজ়ের চিঠি পাওয়া নেতাদের মধ্যে 87 জন BDO-র কাছে টাকা ফেরত দিয়েছেন । মঙ্গলবার আরও 50 জন টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন ।

এ বিষয়ে তৃণমূল নেতা মেঘনাথ পাল বলেন, তৃণমূল কংগ্রেস একটি শৃঙ্খলাপরায়ণ দল । এখানে দলীয় নেতা-কর্মীরা অন্যায় করলে তাদের শাস্তি দেওয়ার বিধান রয়েছে। যে সমস্ত নেতাকর্মী দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে 25 জন জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । বাকি যে সমস্ত দলের নেতা ইতিমধ্যেই সরকারি কোষাগারে টাকা ফেরত দিয়েছেন তাঁদের এবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ।

যদিও পুরোটাই নাটক বলে উড়িয়ে দিয়েছে জেলা BJP নেতৃত্ব । এ বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য হাজার কোটি টাকা দিয়েছিলেন । তাতেই তৃণমূলের নেতা-কর্মীরা যেভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করে লুট করেছে, আরও বেশি টাকা দিলে তারা কী করত তা এখন সাধারণ মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে । নেতাদের লুটপাট সাধারণ মানুষ ধরে ফেলে আন্দোলন শুরু করতেই আই ওয়াশের জন্য এইসব নাটক শুরু করছে তৃণমূল নেতারা । মানুষ আর ওদের বিশ্বাস করবে না। পারলে দুর্নীতির দায়ে সব নেতার বিরুদ্ধে FIR করে দেখাক তবেই বুঝব ওদের অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা আছে । এভাবে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে তৃণমূল আর টিকে থাকতে পারবে না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.