বালুরঘাট, 6 জুলাই : দক্ষিণ দিনাজপুরে ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সেখানে কোরোনায় আক্রান্ত আরও ন'জন । এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 237। যদিও এখন পর্যন্ত 199 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে ।
আজ সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন 8 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । সকলেই বালুরঘাটের বাসিন্দা । এছাড়াও আজ বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার এক যুবকের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । ওই যুবক মঙ্গলপুর এলাকার একটি বাইকের শোরুমে কাজ করে । আক্রান্ত যুবক আজও শোরুমে কাজ করতে এসেছিল । এরপর রিপোর্ট জানতে পেরেই শোরুম বন্ধ করে দেওয়া হয় । শোরুমের বাকিদের সোয়াব টেস্টের জন্য উদ্যোগী হয়েছে স্বাস্থ্যদপ্তর । এদিকে বালুরঘাটের আটজনের মধ্যে ডাকরার চারজন ও বুড়াকালী মন্দির এলাকার যুবক সম্প্রতি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন।
যদিও এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । আজ বিকেলে জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ।
দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 237 - corona
দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্ত আরও 9 । আজ বালুরঘাটে এক যুবকের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ।
বালুরঘাট, 6 জুলাই : দক্ষিণ দিনাজপুরে ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সেখানে কোরোনায় আক্রান্ত আরও ন'জন । এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 237। যদিও এখন পর্যন্ত 199 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে ।
আজ সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন 8 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । সকলেই বালুরঘাটের বাসিন্দা । এছাড়াও আজ বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার এক যুবকের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । ওই যুবক মঙ্গলপুর এলাকার একটি বাইকের শোরুমে কাজ করে । আক্রান্ত যুবক আজও শোরুমে কাজ করতে এসেছিল । এরপর রিপোর্ট জানতে পেরেই শোরুম বন্ধ করে দেওয়া হয় । শোরুমের বাকিদের সোয়াব টেস্টের জন্য উদ্যোগী হয়েছে স্বাস্থ্যদপ্তর । এদিকে বালুরঘাটের আটজনের মধ্যে ডাকরার চারজন ও বুড়াকালী মন্দির এলাকার যুবক সম্প্রতি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন।
যদিও এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । আজ বিকেলে জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ।