ETV Bharat / briefs

12 বিধায়কের যোগদান TRS-এ, বিরোধী দলের তকমা হারাল কংগ্রেস - congress mla

TRS-এ যোগ দিলেন তেলাঙ্গানার 12 জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 6, 2019, 4:47 PM IST

Updated : Jun 6, 2019, 9:53 PM IST

হায়দরাবাদ, 6 জুন : তেলাঙ্গানায় কংগ্রেসে জোর ধাক্কা ! স্পিকারের সঙ্গে দেখা করে TRS-এ যোগ দিলেন 12 বিদ্রোহী বিধায়ক ।

120 আসন (1 জন মনোনীত) বিশিষ্ট বিধানসভায় কংগ্রেসের দখলে ছিল 19টি আসন । এরমধ্যে তেলাঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি নালগোন্ডা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন । তাই, আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন । ফলে কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়ায় 18-তে । তারমধ্যে 12 জন বিধায়ক TRS-এ যোগ দেওয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়াল 6 ।

এর আগে তন্দুরের কংগ্রেস বিধায়ক রোহিত রেড্ডি TRS ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কে টি রামা রাওয়ের সঙ্গে দেখা করেন । শাসকদলের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন । মার্চ মাসে 11 জন কংগ্রেস বিধায়ক সম্মিলিতভাবে জানান, তাঁরা TRS-এ যোগ দেবেন ।

বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক গন্দ্রা ভেঙ্কট রামান্না রেড্ডি বলেন, "রাজ্যের উন্নয়নের স্বার্থে 12 বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান ।" আজ সকালে তিনি জানান, স্পিকারের কাছে এবিষয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে । তিনি বলেন, "কংগ্রেস বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয়েছে । সেখানে 12 বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার পক্ষে সওয়াল করেছেন । আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি । TRS-র সঙ্গে কংগ্রেস পরিষদীয় দলকে সংযুক্তিকরণের কথা জানিয়েছি ।"

এরপর বিকেলের দিকে স্পিকার তাঁদের আবেদনপত্র গ্রহণ করেন । ফলে TRS-এ যোগ দিলেন কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা । যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি বলেন, "স্পিকার সুষ্ঠুভাবে বিচার করেননি । আমরা তাঁকে সকাল থেকে খুঁজছিলাম । তাঁর দপ্তর থেকে বলা হয়, তিনি নেই । আমাদের সঙ্গে দেখা করার তাঁর সময় নেই ।" কংগ্রেস বিধায়কদের যোগদান রুখতে দীর্ঘক্ষণ তেলাঙ্গানা বিধানসভার বাইরে ধরনায় বসেছিলেন উত্তম । যদিও লাভের লাভ হয়নি । 12 জন বিধায়ক যোগ দেন TRS-এই ।

এরফলে কংগ্রেস বিরোধী দলের তকমা হারাল । কারণ, তাঁদের বিধায়ক সংখ্যা নেমে এল 6-এ । তেলাঙ্গানায় আসাদউদ্দিন ওয়াইসির AIMIM-র হাতে রয়েছে 7 বিধায়ক । BJP-র দখলে রয়েছে 1টি আসন । TRS-র দখলে রয়েছে 88 টি আসন ।

হায়দরাবাদ, 6 জুন : তেলাঙ্গানায় কংগ্রেসে জোর ধাক্কা ! স্পিকারের সঙ্গে দেখা করে TRS-এ যোগ দিলেন 12 বিদ্রোহী বিধায়ক ।

120 আসন (1 জন মনোনীত) বিশিষ্ট বিধানসভায় কংগ্রেসের দখলে ছিল 19টি আসন । এরমধ্যে তেলাঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি নালগোন্ডা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন । তাই, আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন । ফলে কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়ায় 18-তে । তারমধ্যে 12 জন বিধায়ক TRS-এ যোগ দেওয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়াল 6 ।

এর আগে তন্দুরের কংগ্রেস বিধায়ক রোহিত রেড্ডি TRS ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কে টি রামা রাওয়ের সঙ্গে দেখা করেন । শাসকদলের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন । মার্চ মাসে 11 জন কংগ্রেস বিধায়ক সম্মিলিতভাবে জানান, তাঁরা TRS-এ যোগ দেবেন ।

বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক গন্দ্রা ভেঙ্কট রামান্না রেড্ডি বলেন, "রাজ্যের উন্নয়নের স্বার্থে 12 বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান ।" আজ সকালে তিনি জানান, স্পিকারের কাছে এবিষয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে । তিনি বলেন, "কংগ্রেস বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয়েছে । সেখানে 12 বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার পক্ষে সওয়াল করেছেন । আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি । TRS-র সঙ্গে কংগ্রেস পরিষদীয় দলকে সংযুক্তিকরণের কথা জানিয়েছি ।"

এরপর বিকেলের দিকে স্পিকার তাঁদের আবেদনপত্র গ্রহণ করেন । ফলে TRS-এ যোগ দিলেন কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা । যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি বলেন, "স্পিকার সুষ্ঠুভাবে বিচার করেননি । আমরা তাঁকে সকাল থেকে খুঁজছিলাম । তাঁর দপ্তর থেকে বলা হয়, তিনি নেই । আমাদের সঙ্গে দেখা করার তাঁর সময় নেই ।" কংগ্রেস বিধায়কদের যোগদান রুখতে দীর্ঘক্ষণ তেলাঙ্গানা বিধানসভার বাইরে ধরনায় বসেছিলেন উত্তম । যদিও লাভের লাভ হয়নি । 12 জন বিধায়ক যোগ দেন TRS-এই ।

এরফলে কংগ্রেস বিরোধী দলের তকমা হারাল । কারণ, তাঁদের বিধায়ক সংখ্যা নেমে এল 6-এ । তেলাঙ্গানায় আসাদউদ্দিন ওয়াইসির AIMIM-র হাতে রয়েছে 7 বিধায়ক । BJP-র দখলে রয়েছে 1টি আসন । TRS-র দখলে রয়েছে 88 টি আসন ।

New Delhi, Jun 06 (ANI): While speaking to ANI, Shiv Sena leader Sanjay Raut said that it is Shiv Sena's 'natural claim' and 'right' to get Deputy Speaker post in Lok Sabha. Raut said, "It is not our demand but our 'natural claim' and 'right'. Shiv Sena should get this post. I am hearing that few are advocating of some other party. But Shiv Sena should get.' On strategies of Assembly elections, Sanjay Raut said that we are in alliance with BJP and it will be the same.
Last Updated : Jun 6, 2019, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.