ETV Bharat / briefs

ফের ব্রাউন সুগার-সহ পুলিশের জালে 2 পাচারকারী - ব্রাউন সুগারসহ গ্রেপ্তার মাদক পাচারকারী

গতরাতের অভিযানে 405 গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় পাচারকারীদের থেকে । আজ ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

Drug peddlers
ধৃত মাদক পাচারকারী
author img

By

Published : Sep 17, 2020, 3:57 PM IST

মালদা, 17 সেপ্টেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায় ৷ গতরাতে কালিয়াচক থানার সারদহ গ্রাম থেকে 405 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ৷ ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গেছে, দুই মাদক কারবারিকেই পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে গোলাপগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহার নেতৃত্বে সারদহ গ্রামে হানা দেয় পুলিশ ৷ স্থানীয় বাবুরবোনা GBS মাদ্রাসার পিছন থেকে লোকমান শেখ (25) ও আনিকুল হক (35) নামে দু’জনকে আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে তাদের হেপাজত থেকে 405 গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় ৷ এরপরই গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতদের বিরুদ্ধে 21 (C) ও 29 নম্বর NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, খোলা বাজারে এই ব্রাউন সুগারের দাম লক্ষাধিক টাকা ৷

জালনোট পাচারের হাব হিসাবে মালদা অনেক আগে থেকেই কুখ্যাত ৷ সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই জেলার বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধার হচ্ছে ৷ তার মধ্যে শুধু ব্রাউন সুগার নয়, হেরোইন, গাঁজা, আফিম-সহ নেশা করার কাফ সিরাপও রয়েছে ৷ এসব মাদক পাচারের দায়ে গ্রেপ্তারও করা হয়েছে কারবারিদের ৷ কিন্তু তাতে কোনও কাজ হচ্ছে না ৷

আরও পড়ুন : ইংরেজবাজারে 305 গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 2

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, জেলা থেকে মাদকচক্রের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর তাঁরা ৷ তার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

পুলিশ জানাচ্ছে, এসব মাদক মূলত উত্তর-পূর্ব ভারত থেকে জেলায় আসছে ৷ বাংলাদেশ থেকেও কিছু মাদক এদেশে ঢোকানো হচ্ছে ৷ এখান থেকে সেই মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অংশে ৷ এই জেলায় মাদকাসক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে স্কুল পড়ুয়ারাও ৷ সবচেয়ে বড় বিষয়, শুধু ছেলেরাই নয়, মেয়েদের মধ্যেও এই নেশা ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ৷ মূলত উচ্চবিত্তদের মধ্যেই এই প্রবণতা দেখা যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : পুরাতন মালদায় উদ্ধার ব্রাউন সুগার ও ফেনসিডিল, ধৃত 3

এর আগেও চলতি মাসের 8 তারিখে 305 গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায় । ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মধুঘাট এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করেছিল মাদক কারবারিদের । 30 অগাস্টও পুরাতন মালদার সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । ধৃতদের থেকে ফেনসিডিল ও ব্রাউন সুগার পাওয়া গেছিল ।

মালদা, 17 সেপ্টেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায় ৷ গতরাতে কালিয়াচক থানার সারদহ গ্রাম থেকে 405 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ৷ ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গেছে, দুই মাদক কারবারিকেই পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে গোলাপগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহার নেতৃত্বে সারদহ গ্রামে হানা দেয় পুলিশ ৷ স্থানীয় বাবুরবোনা GBS মাদ্রাসার পিছন থেকে লোকমান শেখ (25) ও আনিকুল হক (35) নামে দু’জনকে আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে তাদের হেপাজত থেকে 405 গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় ৷ এরপরই গ্রেপ্তার করা হয় তাদের ৷ ধৃতদের বিরুদ্ধে 21 (C) ও 29 নম্বর NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, খোলা বাজারে এই ব্রাউন সুগারের দাম লক্ষাধিক টাকা ৷

জালনোট পাচারের হাব হিসাবে মালদা অনেক আগে থেকেই কুখ্যাত ৷ সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই জেলার বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধার হচ্ছে ৷ তার মধ্যে শুধু ব্রাউন সুগার নয়, হেরোইন, গাঁজা, আফিম-সহ নেশা করার কাফ সিরাপও রয়েছে ৷ এসব মাদক পাচারের দায়ে গ্রেপ্তারও করা হয়েছে কারবারিদের ৷ কিন্তু তাতে কোনও কাজ হচ্ছে না ৷

আরও পড়ুন : ইংরেজবাজারে 305 গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 2

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, জেলা থেকে মাদকচক্রের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর তাঁরা ৷ তার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

পুলিশ জানাচ্ছে, এসব মাদক মূলত উত্তর-পূর্ব ভারত থেকে জেলায় আসছে ৷ বাংলাদেশ থেকেও কিছু মাদক এদেশে ঢোকানো হচ্ছে ৷ এখান থেকে সেই মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অংশে ৷ এই জেলায় মাদকাসক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে স্কুল পড়ুয়ারাও ৷ সবচেয়ে বড় বিষয়, শুধু ছেলেরাই নয়, মেয়েদের মধ্যেও এই নেশা ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ৷ মূলত উচ্চবিত্তদের মধ্যেই এই প্রবণতা দেখা যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : পুরাতন মালদায় উদ্ধার ব্রাউন সুগার ও ফেনসিডিল, ধৃত 3

এর আগেও চলতি মাসের 8 তারিখে 305 গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায় । ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মধুঘাট এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করেছিল মাদক কারবারিদের । 30 অগাস্টও পুরাতন মালদার সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । ধৃতদের থেকে ফেনসিডিল ও ব্রাউন সুগার পাওয়া গেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.