ETV Bharat / briefs

কোরোনায় আক্রান্ত বিন্নাগুড়ি সেনা ছাউনির আরও 19 জওয়ান - কোরোনা সংক্রমণ

জলপাইগুড়ি জেলায় কোরোনায় আক্রান্ত আরও 56 । তাঁদের মধ্যে বিন্নাগুড়ি সেনা ছাউনির 19 জন জওয়ানও রয়েছেন ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 13, 2020, 3:19 PM IST

জলপাইগুড়ি, 13 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন বিন্নাগুড়ি সেনা ছাউনির আরও 19 জওয়ান । এই নিয়ে জলপাইগুড়ি জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও 56 জন । এপর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 564 ।

এখনও পর্যন্ত বিন্নাগুড়ি সেনা ছাউনির মোট 39 জন জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন । প্রত্যেকেই সম্প্রতি ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন । তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । কোরোনায় সংক্রমিতদের আইসোলেশনে রাখা হয়েছে ।

প্রশাসনের তরফে সেনা ছাউনির চারপাশে ব্যারিকেড করতে বলা হয়েছে । জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি বলেন, “কয়েকদিন ধরেই বিন্নাগুড়ি সেনা ছাউনির জওয়ানদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসছে । সেনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে । আক্রান্ত জওয়ানদের চিকিৎসা চলছে । যদিও আক্রান্তদের অধিকাংশেরই উপসর্গ ছিল না ।"

জলপাইগুড়ি, 13 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন বিন্নাগুড়ি সেনা ছাউনির আরও 19 জওয়ান । এই নিয়ে জলপাইগুড়ি জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও 56 জন । এপর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 564 ।

এখনও পর্যন্ত বিন্নাগুড়ি সেনা ছাউনির মোট 39 জন জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন । প্রত্যেকেই সম্প্রতি ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন । তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । কোরোনায় সংক্রমিতদের আইসোলেশনে রাখা হয়েছে ।

প্রশাসনের তরফে সেনা ছাউনির চারপাশে ব্যারিকেড করতে বলা হয়েছে । জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি বলেন, “কয়েকদিন ধরেই বিন্নাগুড়ি সেনা ছাউনির জওয়ানদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসছে । সেনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে । আক্রান্ত জওয়ানদের চিকিৎসা চলছে । যদিও আক্রান্তদের অধিকাংশেরই উপসর্গ ছিল না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.