ETV Bharat / briefs

ঝাড়খণ্ড থেকে আসছে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী - CRPF

প্রথম দফায় মোটি 49 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

কেন্দ্রীয় বাহিনী
author img

By

Published : Apr 6, 2019, 11:13 AM IST

Updated : Apr 6, 2019, 11:20 AM IST

কলকাতা, 6 এপ্রিল : প্রথম দফার নির্বাচনের জন্য ঝাড়খণ্ড থেকে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ফলে কোচবিহার ও আলিপুরদুয়ারে মোট 49 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। পরে রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও জঙ্গলমহল থেকে 29 কম্পানি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হয়। তাদের ইতিমধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। তারপর ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। কীভাবে ও কোথায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজ়ারভার সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সূত্রের খবর, কোচবিহারের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। কোচবিহারে আন্তর্জাতিক ও রাজ্য সীমান্ত থাকায় তা অনেক বেশি স্পর্শকাতর। পাশাপাশি, গত কয়েকটি নির্বাচনে কোচবিহারে একাধিক ঝামেলা হয়েছে। তাই এবার কোনওরকম গন্ডগোল এড়াতে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কলকাতা, 6 এপ্রিল : প্রথম দফার নির্বাচনের জন্য ঝাড়খণ্ড থেকে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ফলে কোচবিহার ও আলিপুরদুয়ারে মোট 49 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। পরে রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও জঙ্গলমহল থেকে 29 কম্পানি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হয়। তাদের ইতিমধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। তারপর ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। কীভাবে ও কোথায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজ়ারভার সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সূত্রের খবর, কোচবিহারের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। কোচবিহারে আন্তর্জাতিক ও রাজ্য সীমান্ত থাকায় তা অনেক বেশি স্পর্শকাতর। পাশাপাশি, গত কয়েকটি নির্বাচনে কোচবিহারে একাধিক ঝামেলা হয়েছে। তাই এবার কোনওরকম গন্ডগোল এড়াতে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Last Updated : Apr 6, 2019, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.