নয়াদিল্লি, 1 ডিসেম্বর : আন্তর্জাতিক বিমান পরিষেবা 15 ডিসেম্বর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই ৷ আগে তেমনটাই ঘোষণা করা হলেও বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ 15 ডিসেম্বর থেকে নির্ধারিত আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা স্থগিত করেছে (DGCA postpones resumption of international flights) ৷ তা কার্যকর করার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে ।
নভেম্বরেই কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক বিমান পরিষেবা পরিচালনা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছিল । করোনা প্যানডেমিক শুরুর পর গত বছর অর্থাৎ 2020-এর মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান আসা-যাওয়া স্থগিত রাখা হয় ৷ তারপর তা ফের চালুর পরিকল্পনার কথা ভাবা হলেও ডিজিসিএ এদিন জানাল, করোনার বর্তমান পরিস্থিতি অর্থাৎ ওমিক্রন সংক্রমণের (Omicron scare) কথা ভেবে আগামী 15 ডিসেম্বর থেকে নির্ধারিত আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
গত 26 নভেম্বর বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি সার্কুলারে জানানো হয়েছিল, 15 ডিসেম্বর থেকে নির্ধারিত আন্তর্জাতিক বিমান পরিষেবাগুলি আবার শুরু হবে । তবে ওমিক্রন সংক্রমণ সংক্রান্ত উদ্বেগের মধ্যে তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 27 নভেম্বরই আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনাগুলি পর্যালোচনা করার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দেন ৷ তার পরের দিনই অর্থাৎ 28 নভেম্বর এই সংক্রান্ত সিদ্ধান্তগুলি পর্যালোচনার কথা জানায় কেন্দ্র ৷
29 নভেম্বর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, এই বিষয়ে অন্যান্য মন্ত্রকের সঙ্গেও আলোচনা চলছে ৷ রাজ্যসভাকে লিখিত ভাবে তিনি জানান, 15 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বজুড়ে করোনার টিকাকরণ, সংক্রমণের প্রকৃতির পরিবর্তন এবং স্বাস্থ্যবিধি বিবেচনা করার পরই ৷
তারপরই এদিন একটি সার্কুলার প্রকাশ করে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়েছে জিডিসিএ ৷ সার্কুলারে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শের পর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বলেছেন, "নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবাগুলি পুনরায় চালু করার তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে ৷"