নয়াদিল্লি, 4 ডিসেম্বর: মিজোরামে সরকার গঠন করতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম ৷ উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের বিধানসভায় 40টি আসন ৷ বেলা 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, 27টি আসনে এগিয়ে রয়েছে ছয় দলের এই জোট ৷ 10টি আসনে এগিয়ে রয়েছে এমএনএফ ও 3টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা ৷
জেডিপিএম যে 27টি আসনে এগিয়ে ছিল, তার মধ্যে সাতটি আসনে জয় পেয়েছে তারা ৷ ওই আসনগুলি হল - কোলাসিব, তাওয়ি, আইজল ওয়েস্ট-1, আইজল ওয়েস্ট-2, টুইচ্যাং, হরাংতুর্জো ও দক্ষিণ তুইপুই ৷ এখনও পর্যন্ত ওই জোটের জয়ী প্রার্থীদের নাম লাল ফামিকিমা (কোলাসিব), প্রফেসর ড. লালনিলাউমা (তাওয়ি), টিবিসি লালভেনচুঙ্গা (আইজল ওয়েস্ট-1), লালনহিঙ্গলোভা হামার (আইজল ওয়েস্ট-2), ডব্লিউ চুয়ানাওমা (টুইচ্যাং), লালমুয়ানপুইয়া পুন্টে (হরাংতুর্জো) ও জেজে লালপেখলুয়া (দক্ষিণ তুইপুই) ।
জেডিপিএমের প্রতি মিজোরামের মানুষের এই সমর্থনের জেরে ওই রাজ্যে এতদিন ক্ষমতায় থাকা মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-এর উপ-মুখ্যমন্ত্রী টাউনলুইয়া এবং অন্য এক মন্ত্রী লালরুয়াতকিমা হেরেছেন ৷ টাউনলুইয়াকে তাইচুং কেন্দ্রে হারিয়েছেন জেডপিএম-এর ডব্লিউ চুয়ানাওমা ৷ আর আর আইজল ওয়েস্ট-2 কেন্দ্রের জেডপিএম প্রার্থী লালনহিঙ্গলোভা হামার হারিয়েছেন এমএনএফ-এর মন্ত্রী লালরুয়াতকিমা-কে ৷
আইজল ওয়েস্ট-2 বিধানসভা আসন থেকে জেডপিএম-এর লালনহিঙ্গলোভা হামার জোটের দ্বিতীয় জয় আনে । তিনি 10 হাজার 398 ভোট পেয়েছেন এবং 4 হাজার 819 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন । এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন লালডুহোমা ৷ তিনি আগামিকাল, মঙ্গলবার মিজোরামের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সেখানে তিনি সরকার গঠনের দাবি জানাবেন ৷ তিনি জানিয়েছেন, চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷
তিনি আরও বলেন, "মিজোরাম আর্থিক সংকটের সম্মুখীন... এটাই আমরা বিদায়ী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে যাচ্ছি... আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব... আর্থিক সংস্কার প্রয়োজন ৷ আর এর জন্য আমরা একটি সম্পদশালী সংঘবদ্ধ দল তৈরি করব ৷"
নির্বাচন কমিশন সূত্রে খবর, মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পিছিয়ে রয়েছেন ৷ প্রায় দু’হাজার ভোটে তিনি পিছিয়ে রয়েছেন ৷ তিনি আইজল ইস্ট-1 কেন্দ্রের প্রার্থী ছিলেন ৷ সেখানে এগিয়ে রয়েছেন জেডপিএম লালথানসাঙ্গা ৷
উল্লেখ্য, 1987 সালে মিজোরাম পূর্ণরাজ্যের মর্যাদা পায় ৷ তার পর থেকে ওই রাজ্যে কংগ্রেস ও এমএনএফ-এর দাপট দেখা গিয়েছে ৷ এই প্রথম সেখানে অন্য কোনও জোট ক্ষমতায় আসতে চলেছে ৷
সংবাদসংস্থা - এএনআই
আরও পড়ুন: