ETV Bharat / bharat

মিজোরামে সরকার গঠনের পথে জেডপিএম, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন লালডুহোমা - জোরাম পিপলস মুভমেন্ট

Mizoram Poll Results 2023: 40 আসনের মিজোরাম বিধানসভায় এবার ক্ষমতায় আসতে চলেছে ছয় দলের জোট জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম ৷ ইতিমধ্যে তারা 26টি আসনে এগিয়ে রয়েছে ৷

Mizoram Poll Results 2023
Mizoram Poll Results 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 12:44 PM IST

Updated : Dec 4, 2023, 2:40 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: মিজোরামে সরকার গঠন করতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম ৷ উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের বিধানসভায় 40টি আসন ৷ বেলা 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, 27টি আসনে এগিয়ে রয়েছে ছয় দলের এই জোট ৷ 10টি আসনে এগিয়ে রয়েছে এমএনএফ ও 3টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা ৷

জেডিপিএম যে 27টি আসনে এগিয়ে ছিল, তার মধ্যে সাতটি আসনে জয় পেয়েছে তারা ৷ ওই আসনগুলি হল - কোলাসিব, তাওয়ি, আইজল ওয়েস্ট-1, আইজল ওয়েস্ট-2, টুইচ্যাং, হরাংতুর্জো ও দক্ষিণ তুইপুই ৷ এখনও পর্যন্ত ওই জোটের জয়ী প্রার্থীদের নাম লাল ফামিকিমা (কোলাসিব), প্রফেসর ড. লালনিলাউমা (তাওয়ি), টিবিসি লালভেনচুঙ্গা (আইজল ওয়েস্ট-1), লালনহিঙ্গলোভা হামার (আইজল ওয়েস্ট-2), ডব্লিউ চুয়ানাওমা (টুইচ্যাং), লালমুয়ানপুইয়া পুন্টে (হরাংতুর্জো) ও জেজে লালপেখলুয়া (দক্ষিণ তুইপুই) ।

জেডিপিএমের প্রতি মিজোরামের মানুষের এই সমর্থনের জেরে ওই রাজ্যে এতদিন ক্ষমতায় থাকা মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-এর উপ-মুখ্যমন্ত্রী টাউনলুইয়া এবং অন্য এক মন্ত্রী লালরুয়াতকিমা হেরেছেন ৷ টাউনলুইয়াকে তাইচুং কেন্দ্রে হারিয়েছেন জেডপিএম-এর ডব্লিউ চুয়ানাওমা ৷ আর আর আইজল ওয়েস্ট-2 কেন্দ্রের জেডপিএম প্রার্থী লালনহিঙ্গলোভা হামার হারিয়েছেন এমএনএফ-এর মন্ত্রী লালরুয়াতকিমা-কে ৷

আইজল ওয়েস্ট-2 বিধানসভা আসন থেকে জেডপিএম-এর লালনহিঙ্গলোভা হামার জোটের দ্বিতীয় জয় আনে । তিনি 10 হাজার 398 ভোট পেয়েছেন এবং 4 হাজার 819 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন । এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন লালডুহোমা ৷ তিনি আগামিকাল, মঙ্গলবার মিজোরামের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সেখানে তিনি সরকার গঠনের দাবি জানাবেন ৷ তিনি জানিয়েছেন, চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

তিনি আরও বলেন, "মিজোরাম আর্থিক সংকটের সম্মুখীন... এটাই আমরা বিদায়ী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে যাচ্ছি... আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব... আর্থিক সংস্কার প্রয়োজন ৷ আর এর জন্য আমরা একটি সম্পদশালী সংঘবদ্ধ দল তৈরি করব ৷"

নির্বাচন কমিশন সূত্রে খবর, মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পিছিয়ে রয়েছেন ৷ প্রায় দু’হাজার ভোটে তিনি পিছিয়ে রয়েছেন ৷ তিনি আইজল ইস্ট-1 কেন্দ্রের প্রার্থী ছিলেন ৷ সেখানে এগিয়ে রয়েছেন জেডপিএম লালথানসাঙ্গা ৷

উল্লেখ্য, 1987 সালে মিজোরাম পূর্ণরাজ্যের মর্যাদা পায় ৷ তার পর থেকে ওই রাজ্যে কংগ্রেস ও এমএনএফ-এর দাপট দেখা গিয়েছে ৷ এই প্রথম সেখানে অন্য কোনও জোট ক্ষমতায় আসতে চলেছে ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. 'নেতিবাচক ভাবমূর্তি ঝেড়ে ফেলুন, বুদ্ধিমত্তার পরিচয় দিন', অধিবেশনের আগে বিরোধীদের বার্তা মোদির
  2. আজই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ রেভান্থ রেড্ডির! সিএলপি বৈঠকের দিকে নজর সকলের
  3. 'মোদি মানেই গ্যারান্টি', বার্তা খোদ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: মিজোরামে সরকার গঠন করতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম ৷ উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের বিধানসভায় 40টি আসন ৷ বেলা 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, 27টি আসনে এগিয়ে রয়েছে ছয় দলের এই জোট ৷ 10টি আসনে এগিয়ে রয়েছে এমএনএফ ও 3টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা ৷

জেডিপিএম যে 27টি আসনে এগিয়ে ছিল, তার মধ্যে সাতটি আসনে জয় পেয়েছে তারা ৷ ওই আসনগুলি হল - কোলাসিব, তাওয়ি, আইজল ওয়েস্ট-1, আইজল ওয়েস্ট-2, টুইচ্যাং, হরাংতুর্জো ও দক্ষিণ তুইপুই ৷ এখনও পর্যন্ত ওই জোটের জয়ী প্রার্থীদের নাম লাল ফামিকিমা (কোলাসিব), প্রফেসর ড. লালনিলাউমা (তাওয়ি), টিবিসি লালভেনচুঙ্গা (আইজল ওয়েস্ট-1), লালনহিঙ্গলোভা হামার (আইজল ওয়েস্ট-2), ডব্লিউ চুয়ানাওমা (টুইচ্যাং), লালমুয়ানপুইয়া পুন্টে (হরাংতুর্জো) ও জেজে লালপেখলুয়া (দক্ষিণ তুইপুই) ।

জেডিপিএমের প্রতি মিজোরামের মানুষের এই সমর্থনের জেরে ওই রাজ্যে এতদিন ক্ষমতায় থাকা মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-এর উপ-মুখ্যমন্ত্রী টাউনলুইয়া এবং অন্য এক মন্ত্রী লালরুয়াতকিমা হেরেছেন ৷ টাউনলুইয়াকে তাইচুং কেন্দ্রে হারিয়েছেন জেডপিএম-এর ডব্লিউ চুয়ানাওমা ৷ আর আর আইজল ওয়েস্ট-2 কেন্দ্রের জেডপিএম প্রার্থী লালনহিঙ্গলোভা হামার হারিয়েছেন এমএনএফ-এর মন্ত্রী লালরুয়াতকিমা-কে ৷

আইজল ওয়েস্ট-2 বিধানসভা আসন থেকে জেডপিএম-এর লালনহিঙ্গলোভা হামার জোটের দ্বিতীয় জয় আনে । তিনি 10 হাজার 398 ভোট পেয়েছেন এবং 4 হাজার 819 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন । এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন লালডুহোমা ৷ তিনি আগামিকাল, মঙ্গলবার মিজোরামের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সেখানে তিনি সরকার গঠনের দাবি জানাবেন ৷ তিনি জানিয়েছেন, চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

তিনি আরও বলেন, "মিজোরাম আর্থিক সংকটের সম্মুখীন... এটাই আমরা বিদায়ী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে যাচ্ছি... আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব... আর্থিক সংস্কার প্রয়োজন ৷ আর এর জন্য আমরা একটি সম্পদশালী সংঘবদ্ধ দল তৈরি করব ৷"

নির্বাচন কমিশন সূত্রে খবর, মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পিছিয়ে রয়েছেন ৷ প্রায় দু’হাজার ভোটে তিনি পিছিয়ে রয়েছেন ৷ তিনি আইজল ইস্ট-1 কেন্দ্রের প্রার্থী ছিলেন ৷ সেখানে এগিয়ে রয়েছেন জেডপিএম লালথানসাঙ্গা ৷

উল্লেখ্য, 1987 সালে মিজোরাম পূর্ণরাজ্যের মর্যাদা পায় ৷ তার পর থেকে ওই রাজ্যে কংগ্রেস ও এমএনএফ-এর দাপট দেখা গিয়েছে ৷ এই প্রথম সেখানে অন্য কোনও জোট ক্ষমতায় আসতে চলেছে ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. 'নেতিবাচক ভাবমূর্তি ঝেড়ে ফেলুন, বুদ্ধিমত্তার পরিচয় দিন', অধিবেশনের আগে বিরোধীদের বার্তা মোদির
  2. আজই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ রেভান্থ রেড্ডির! সিএলপি বৈঠকের দিকে নজর সকলের
  3. 'মোদি মানেই গ্যারান্টি', বার্তা খোদ প্রধানমন্ত্রীর
Last Updated : Dec 4, 2023, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.