ETV Bharat / bharat

Online Food Order Goes Viral: প্রাক্তন প্রেমিককে খাবার পাঠানো বন্ধ করুন, ভোপালের তরুণীকে অনুরোধ জোম্যাটোর

Bhopal Girl Online Food Order Goes Viral: প্রাক্তন প্রেমিকের ঠিকানায় অনলাইনে খাবার অর্ডার দিয়ে ভাইরাল ভোপালের তরুণী ৷ তাঁকে খাবারের অর্ডার দেওয়া বন্ধ করার অনুরোধ জোম্যাটোর ৷

Online Food Order Goes Viral
Online Food Order Goes Viral
author img

By

Published : Aug 3, 2023, 2:22 PM IST

ভোপাল, 3 অগস্ট: অনলাইনে খাবার অর্ডার করে তা পাঠাচ্ছেন প্রাক্তন প্রেমিকের ঠিকানায় ৷ সেই প্রাক্তন খাবার তো নিচ্ছে, কিন্তু টাকা দিতে রাজি হচ্ছে না ৷ তাই মেয়েটি যাতে আর তার প্রাক্তন প্রেমিকের বাড়িতে খাবার না পাঠায়, সেই অনুরোধ করেছে অনলাইন খাবার ডেলিভারির অ্যাপ জোম্যাটো ৷

তবে সরাসরি নয় ৷ টুইট করে এই অনুরোধ জোম্যাটোর তরফে করা হয় ৷ আর তার পরই সেই টুইট ভাইরাল হয়ে যায় ৷ সেটিকে রিটুইট করে নেটিজেনরা নানা মন্তব্যও করতে শুরু করেন ৷

  • Ankita from Bhopal please stop sending food to your ex on cash on delivery. This is the 3rd time - he is refusing to pay!

    — zomato (@zomato) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোম্যাটোর তরফে প্রথম টুইটটি করা হয় বৃহস্পতিবার সকালে 10টা 51 মিনিটে ৷ সেখানে লেখা হয়, ‘‘ভোপালের অঙ্কিতাকে কেউ বলো যে তিনি যেন তাঁর প্রাক্তনের বাড়িতে ক্যাশ অন ডেলিভারি (খাবার দেওয়ার সময় টাকা দেওয়া)-তে খাবার না পাঠায় ৷ এই তিনবার ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করেছেন ৷’’

  • someone pls tell Ankita COD on her account is blocked – she’s been trying again for 15 minutes 😭

    — zomato (@zomato) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাত 9টা 34 মিনিটে সকালের টুইটটিকে রিটুইট করে জোম্যাটো ৷ সেখানে লেখা হয়, ‘‘অঙ্কিতাকে কেউ তো বলো যে তাঁর অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারির অপশন ব্লক করে দেওয়া হয়েছে ৷ তিনি গত 15 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছেন ৷’’

  • Ankita says keep sending till he pays . Haaaaaa haaaaaa

    — sav’s (@savs92543496) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম টুইটটি এক হাজার বার রিটুইট হয় ৷ সেখানে লাইক দিয়েছিলেন 11 হাজার টুইটার ব্যবহারকারী ৷ ফলে দ্বিতীয় টুইটটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ ওই টুইটটি রিটুইট করে অনেক নেটিজেন নানারকম মন্তব্য করেছেন ৷ কেউ লিখেছেন, ‘‘যতক্ষণ টাকা দিচ্ছে, ততক্ষণ অর্ডার করে যাওয়া অঙ্কিতা ৷’’

আবার কেউ লিখেছেন, ’’প্রাক্তন প্রেমিককে খাবার পাঠিয়ে দেখিয়ে দাও যে আসলে কী হারিয়েছে ৷’’ তবে কাউকে সেভাবে অঙ্কিতার এই কাজের সমালোচনা করতে দেখা যায়নি ৷ বরং সকলেই প্রশংসাই করেছেন ৷

আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার, 10 হাজার টাকা খোয়ালেন যুবতি

কিন্তু কে এই অঙ্কিতা, সেই বিষয়টি স্পষ্ট হয়নি ৷ ফলে এটা সঠিক ঘটনা নাকি, ওই ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার ব্যবসায়িক কৌশল, তা জানা যায়নি ৷

ভোপাল, 3 অগস্ট: অনলাইনে খাবার অর্ডার করে তা পাঠাচ্ছেন প্রাক্তন প্রেমিকের ঠিকানায় ৷ সেই প্রাক্তন খাবার তো নিচ্ছে, কিন্তু টাকা দিতে রাজি হচ্ছে না ৷ তাই মেয়েটি যাতে আর তার প্রাক্তন প্রেমিকের বাড়িতে খাবার না পাঠায়, সেই অনুরোধ করেছে অনলাইন খাবার ডেলিভারির অ্যাপ জোম্যাটো ৷

তবে সরাসরি নয় ৷ টুইট করে এই অনুরোধ জোম্যাটোর তরফে করা হয় ৷ আর তার পরই সেই টুইট ভাইরাল হয়ে যায় ৷ সেটিকে রিটুইট করে নেটিজেনরা নানা মন্তব্যও করতে শুরু করেন ৷

  • Ankita from Bhopal please stop sending food to your ex on cash on delivery. This is the 3rd time - he is refusing to pay!

    — zomato (@zomato) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোম্যাটোর তরফে প্রথম টুইটটি করা হয় বৃহস্পতিবার সকালে 10টা 51 মিনিটে ৷ সেখানে লেখা হয়, ‘‘ভোপালের অঙ্কিতাকে কেউ বলো যে তিনি যেন তাঁর প্রাক্তনের বাড়িতে ক্যাশ অন ডেলিভারি (খাবার দেওয়ার সময় টাকা দেওয়া)-তে খাবার না পাঠায় ৷ এই তিনবার ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করেছেন ৷’’

  • someone pls tell Ankita COD on her account is blocked – she’s been trying again for 15 minutes 😭

    — zomato (@zomato) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাত 9টা 34 মিনিটে সকালের টুইটটিকে রিটুইট করে জোম্যাটো ৷ সেখানে লেখা হয়, ‘‘অঙ্কিতাকে কেউ তো বলো যে তাঁর অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারির অপশন ব্লক করে দেওয়া হয়েছে ৷ তিনি গত 15 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছেন ৷’’

  • Ankita says keep sending till he pays . Haaaaaa haaaaaa

    — sav’s (@savs92543496) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম টুইটটি এক হাজার বার রিটুইট হয় ৷ সেখানে লাইক দিয়েছিলেন 11 হাজার টুইটার ব্যবহারকারী ৷ ফলে দ্বিতীয় টুইটটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ ওই টুইটটি রিটুইট করে অনেক নেটিজেন নানারকম মন্তব্য করেছেন ৷ কেউ লিখেছেন, ‘‘যতক্ষণ টাকা দিচ্ছে, ততক্ষণ অর্ডার করে যাওয়া অঙ্কিতা ৷’’

আবার কেউ লিখেছেন, ’’প্রাক্তন প্রেমিককে খাবার পাঠিয়ে দেখিয়ে দাও যে আসলে কী হারিয়েছে ৷’’ তবে কাউকে সেভাবে অঙ্কিতার এই কাজের সমালোচনা করতে দেখা যায়নি ৷ বরং সকলেই প্রশংসাই করেছেন ৷

আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার, 10 হাজার টাকা খোয়ালেন যুবতি

কিন্তু কে এই অঙ্কিতা, সেই বিষয়টি স্পষ্ট হয়নি ৷ ফলে এটা সঠিক ঘটনা নাকি, ওই ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার ব্যবসায়িক কৌশল, তা জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.