ETV Bharat / bharat

বর্ষবরণের রাতে ঝগড়া, যুবককে কুপিয়ে হত্যা মদ্যপ বন্ধুদের ! - কুপিয়ে হত্যা

Youth Stabbed to Death in Bengaluru: বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে খুন যুবক ৷ কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মদ্যপ বন্ধুদের বিরুদ্ধে ৷

Youth Stabbed to Death
বেঙ্গালুরুতে যুবককে কুপিয়ে হত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 1:36 PM IST

বেঙ্গালুরু, 1 জানুয়ারি: ইংরেজি বর্ষবরণের রাতে যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল মদ্যপ বন্ধুদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হনুমন্তনগর থানা এলাকার শ্রীনিবাস নগর বাসস্ট্যান্ডের কাছে । নিহতের নাম বিজয় (21) ।

পুলিশ সূত্রে খবর, বিজয় তাঁর বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করেন । তারপরে তিনি অটোতে করে বাড়ি ফিরছিলেন ৷ পথে অটোতে বিজয় ও তাঁর বন্ধুদের মধ্যে ঝগড়া হয় । অভিযোগ, এরপরেই ছুরি দিয়ে বিজয়ের বুকে আঘাত করেন তাঁর বন্ধুরা । পরে অভিযুক্তরা বিজয়কে শ্রীনিবাসনগর বাসস্ট্যান্ডের কাছে অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান । প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয় । বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ হনুমন্তনগর থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করেছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।

অন্যদিকে, আরেকটি ঘটনায় রবিবার নববর্ষের জন্য কেক কিনতে যাওয়া দুই যুবকের উপর হামলা চালানো হয় । ধারালো ছুরি দিয়ে তাঁদের উপর হামলা করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় এবং অপরজন আহত হয়েছেন । নিহতের নাম সৈয়দুল্লাহ (24), তিনি আরকে কলোনির বাসিন্দা । আহত যুবক হলেন বাপুজি নগরের বাসিন্দা রাজাক ওয়ালি (26) ৷ তিনি ভিআইএমএসে চিকিৎসাধীন । রাত সাড়ে আটটার দিকে সৈয়দুল্লাহ ও ওয়ালি কেকের দোকানে যাওয়ার পথে হামলাকারীরা তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের এখনও শনাক্ত করা যায়নি । এ ব্যাপারে ব্রুস টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷

আরও পড়ুন:

  1. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নার্সিং পড়ুয়াকে 'খুন', আত্মহত্যা অভিযুক্ত যুবকের
  2. বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, বারুইপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 12
  3. ভাইকে মারধরের বদলা, নয়াদিল্লিতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ

বেঙ্গালুরু, 1 জানুয়ারি: ইংরেজি বর্ষবরণের রাতে যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল মদ্যপ বন্ধুদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হনুমন্তনগর থানা এলাকার শ্রীনিবাস নগর বাসস্ট্যান্ডের কাছে । নিহতের নাম বিজয় (21) ।

পুলিশ সূত্রে খবর, বিজয় তাঁর বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করেন । তারপরে তিনি অটোতে করে বাড়ি ফিরছিলেন ৷ পথে অটোতে বিজয় ও তাঁর বন্ধুদের মধ্যে ঝগড়া হয় । অভিযোগ, এরপরেই ছুরি দিয়ে বিজয়ের বুকে আঘাত করেন তাঁর বন্ধুরা । পরে অভিযুক্তরা বিজয়কে শ্রীনিবাসনগর বাসস্ট্যান্ডের কাছে অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান । প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয় । বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ হনুমন্তনগর থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করেছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।

অন্যদিকে, আরেকটি ঘটনায় রবিবার নববর্ষের জন্য কেক কিনতে যাওয়া দুই যুবকের উপর হামলা চালানো হয় । ধারালো ছুরি দিয়ে তাঁদের উপর হামলা করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় এবং অপরজন আহত হয়েছেন । নিহতের নাম সৈয়দুল্লাহ (24), তিনি আরকে কলোনির বাসিন্দা । আহত যুবক হলেন বাপুজি নগরের বাসিন্দা রাজাক ওয়ালি (26) ৷ তিনি ভিআইএমএসে চিকিৎসাধীন । রাত সাড়ে আটটার দিকে সৈয়দুল্লাহ ও ওয়ালি কেকের দোকানে যাওয়ার পথে হামলাকারীরা তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের এখনও শনাক্ত করা যায়নি । এ ব্যাপারে ব্রুস টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷

আরও পড়ুন:

  1. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নার্সিং পড়ুয়াকে 'খুন', আত্মহত্যা অভিযুক্ত যুবকের
  2. বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, বারুইপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 12
  3. ভাইকে মারধরের বদলা, নয়াদিল্লিতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.