বেঙ্গালুরু, 1 জানুয়ারি: ইংরেজি বর্ষবরণের রাতে যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল মদ্যপ বন্ধুদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হনুমন্তনগর থানা এলাকার শ্রীনিবাস নগর বাসস্ট্যান্ডের কাছে । নিহতের নাম বিজয় (21) ।
পুলিশ সূত্রে খবর, বিজয় তাঁর বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করেন । তারপরে তিনি অটোতে করে বাড়ি ফিরছিলেন ৷ পথে অটোতে বিজয় ও তাঁর বন্ধুদের মধ্যে ঝগড়া হয় । অভিযোগ, এরপরেই ছুরি দিয়ে বিজয়ের বুকে আঘাত করেন তাঁর বন্ধুরা । পরে অভিযুক্তরা বিজয়কে শ্রীনিবাসনগর বাসস্ট্যান্ডের কাছে অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান । প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয় । বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ হনুমন্তনগর থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করেছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।
অন্যদিকে, আরেকটি ঘটনায় রবিবার নববর্ষের জন্য কেক কিনতে যাওয়া দুই যুবকের উপর হামলা চালানো হয় । ধারালো ছুরি দিয়ে তাঁদের উপর হামলা করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় এবং অপরজন আহত হয়েছেন । নিহতের নাম সৈয়দুল্লাহ (24), তিনি আরকে কলোনির বাসিন্দা । আহত যুবক হলেন বাপুজি নগরের বাসিন্দা রাজাক ওয়ালি (26) ৷ তিনি ভিআইএমএসে চিকিৎসাধীন । রাত সাড়ে আটটার দিকে সৈয়দুল্লাহ ও ওয়ালি কেকের দোকানে যাওয়ার পথে হামলাকারীরা তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের এখনও শনাক্ত করা যায়নি । এ ব্যাপারে ব্রুস টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷
আরও পড়ুন: