ETV Bharat / bharat

Youth Killed in Delhi: ভাইকে মারধরের বদলা, নয়াদিল্লিতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ - Youth Stabbed to Death by Miscreants

Youth Stabbed to Death by Miscreants: দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানার খিজরাবাদ এলাকায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনায় যুবকের আরও 2 বন্ধু আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

Youth Killed in Delhi ETV BHARAT
Youth Killed in Delhi
author img

By

Published : Aug 7, 2023, 1:30 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: ভাইকে মারধরের বদলা নিতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ রবিবার সন্ধ্যায় দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানার খিজরাবাদ এলাকার ঘটনায় হৃতিক নামে 21 বছরের ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনা হৃতিকের আরও দুই বন্ধু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় পলাতক অভিযুক্ত শাহরুখ এবং তাঁর দুই বন্ধু শোয়েব ও মাসুম ৷ পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ হৃতিকের দেহ ময়নাতদন্তের জন্য এইমস হাসপাতালে পাঠানো হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে শাহরুখের ভাইকে মারধরের অভিযোগ উঠেছিল হৃতিকের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় প্রতিশোধ নিতে রবিবার সন্ধ্যায় শাহরুখ, শোয়েব এবং মাসুম হৃতিকের উপর হামলা চালায় ৷ অভিযোগ তাঁদের হাতে ধারাল অস্ত্র ছিল ৷ হৃতিককে প্রথমে এলোপাথাড়িভাবে মারধর করা হয় ৷ হৃতিকের বন্ধুরা তাঁকে বাঁচাতে গেলে তাঁদের উপরেও হামলা করে শাহরুখরা ৷ এর পরেই শাহরুখ ধারাল অস্ত্র দিয়ে হৃতিককে কোপাতে শুরু করে ৷ আহত হন তাঁর বন্ধুরাও ৷ চিৎকারের আওয়াজে স্থানীয়রা সেখানে চলে আসেন ৷

হৃতিক এবং তাঁর বন্ধুদের উদ্ধার করে প্রথমে লায়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে হৃতিককে এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এইমসের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় হৃতিকের মৃত্যু হয় ৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শাহরুখ এবং তাঁর বন্ধুদের খোঁজ শুরু করেছে ৷ ডিসিপি রাজেশ দেব বলেন, ‘‘রবিবার সন্ধ্যায় খুলি পার্ক খিজরাবাদে ধারাল অস্ত্র দিয়ে হামলা ও মারধরের একটি ফোন আসে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে সার্ভেন্ট কোয়ার্টার বি 497 এনএফসি-র বাসিন্দা 21 বছর বয়সী হৃতিক, তাঁর বন্ধু 18 বছরের সোনু এবং 19 বছরের বয়সী প্রশান্তে উপর হামলা হয়েছে ৷’’

আরও পড়ুন: বিয়ের চাপ দেওয়ায় ট্যাংকারের সামনে ধাক্কা, নিজামের শহরে প্রেমিকের হাতে খুন ?যুবতী !

ডিসিপি জানিয়েছেন, তাঁরা বাইকে করে সিভি রমন মার্গে যাচ্ছিলেন ৷ তখন এক অচেনা যুবক এসে তাঁদের থামায় এবং জিজ্ঞাসা করে হৃতিক কেন শাহরুখের ভাইকে মারধর করেছে ? সেই সময় আরও তিনজন সেখানে আসেন ৷ তাঁরা ধারাল অস্ত্র এবং লাঠি দিয়ে তিনজনকে মারতে শুরু করেন ৷ এই ঘটনায় পুলিশ খুনের মামলা রুজু করেছে ৷ ঘটনার পর থেকে শাহরুখ এবং তাঁর বাকি 2 বন্ধু পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: ভাইকে মারধরের বদলা নিতে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ রবিবার সন্ধ্যায় দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানার খিজরাবাদ এলাকার ঘটনায় হৃতিক নামে 21 বছরের ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনা হৃতিকের আরও দুই বন্ধু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় পলাতক অভিযুক্ত শাহরুখ এবং তাঁর দুই বন্ধু শোয়েব ও মাসুম ৷ পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ হৃতিকের দেহ ময়নাতদন্তের জন্য এইমস হাসপাতালে পাঠানো হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে শাহরুখের ভাইকে মারধরের অভিযোগ উঠেছিল হৃতিকের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় প্রতিশোধ নিতে রবিবার সন্ধ্যায় শাহরুখ, শোয়েব এবং মাসুম হৃতিকের উপর হামলা চালায় ৷ অভিযোগ তাঁদের হাতে ধারাল অস্ত্র ছিল ৷ হৃতিককে প্রথমে এলোপাথাড়িভাবে মারধর করা হয় ৷ হৃতিকের বন্ধুরা তাঁকে বাঁচাতে গেলে তাঁদের উপরেও হামলা করে শাহরুখরা ৷ এর পরেই শাহরুখ ধারাল অস্ত্র দিয়ে হৃতিককে কোপাতে শুরু করে ৷ আহত হন তাঁর বন্ধুরাও ৷ চিৎকারের আওয়াজে স্থানীয়রা সেখানে চলে আসেন ৷

হৃতিক এবং তাঁর বন্ধুদের উদ্ধার করে প্রথমে লায়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে হৃতিককে এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এইমসের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় হৃতিকের মৃত্যু হয় ৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শাহরুখ এবং তাঁর বন্ধুদের খোঁজ শুরু করেছে ৷ ডিসিপি রাজেশ দেব বলেন, ‘‘রবিবার সন্ধ্যায় খুলি পার্ক খিজরাবাদে ধারাল অস্ত্র দিয়ে হামলা ও মারধরের একটি ফোন আসে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে সার্ভেন্ট কোয়ার্টার বি 497 এনএফসি-র বাসিন্দা 21 বছর বয়সী হৃতিক, তাঁর বন্ধু 18 বছরের সোনু এবং 19 বছরের বয়সী প্রশান্তে উপর হামলা হয়েছে ৷’’

আরও পড়ুন: বিয়ের চাপ দেওয়ায় ট্যাংকারের সামনে ধাক্কা, নিজামের শহরে প্রেমিকের হাতে খুন ?যুবতী !

ডিসিপি জানিয়েছেন, তাঁরা বাইকে করে সিভি রমন মার্গে যাচ্ছিলেন ৷ তখন এক অচেনা যুবক এসে তাঁদের থামায় এবং জিজ্ঞাসা করে হৃতিক কেন শাহরুখের ভাইকে মারধর করেছে ? সেই সময় আরও তিনজন সেখানে আসেন ৷ তাঁরা ধারাল অস্ত্র এবং লাঠি দিয়ে তিনজনকে মারতে শুরু করেন ৷ এই ঘটনায় পুলিশ খুনের মামলা রুজু করেছে ৷ ঘটনার পর থেকে শাহরুখ এবং তাঁর বাকি 2 বন্ধু পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.