ETV Bharat / bharat

Youth Murdered in Surat: ধারের 100 টাকা ফেরত না পেয়ে সহকর্মীকে 'খুন' করল যুবক

সুরাতে মাত্র 100 টাকার জন্য খুন হলেন ওড়িশার যুবক । অভিযুক্ত ওই যুবককে 100 টাকা ধার দিয়েছিলেন । সেই টাকা ফেরত দিতে না পারায় যুবককে খুন করা হয় বলে অভিযোগ।

Odisha boy murdered in Surat
100 টাকার জন্য খুন
author img

By

Published : Jun 12, 2023, 11:15 AM IST

সুরাত, 12 জুন: ধারের 100 টাকা শোধ দিতে না পারায় যুবককে খুন হতে হল সহকর্মীর হাতে ৷ অভিযুক্তের নাম ভিখা পাঁচু সওয়াই ৷ মৃত যুবকের নাম মুন্না প্রকাশ ৷ বয়স 30 বছর ৷ ওই দুই যুবক একসঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সুরাতের পান্ডেসরা এলাকার সিদ্ধার্থনগর বস্তিতে। এখানেই ভাড়া থাকতেন দুই সহকর্মী ৷ ওই ভাড়া বাড়ির ঘর থেকেই দেহ মিলেছে যুবকের ৷ ঘটনায় পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত ভিখা পাঁচু সওয়াই ও মুন্না প্রকাশ দু'জনেই একসঙ্গে তাঁতের কাজ করতেন । অভিযুক্ত ওই যুবককে 100 টাকা ধার দিয়েছিলেন ৷ তিনি সেই ধারের টাকা শোধ করতে বলেন মুন্নাকে ৷ কিন্তু সেই টাকা ফেরত দিতে পারেননি মুন্না ৷ আর তার জেরেই ভিখা পাঁচু সওয়াই মুন্নাকে হত্যা করে বলে অভিযোগ ৷ সূত্রের খবর, ভিখা শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন । পুলিশের সন্দেহ হওয়ায় তাঁর খোঁজ শুরু করে । শেষ পর্যন্ত তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করায় গোটা ঘটনাটি জানা যায় ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ মৃত মুন্না প্রকাশের পরিবারের এখনও খোঁজ মেলেনি । তিনি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

পুলিশ জানিয়েছে, ভিখা পাঁচু সাওয়াই তাঁর রুম পার্টনার মুন্নাকে কয়েকদিন আগে 100 টাকা ধার দিয়েছিলেন । আর এই টাকা শোধ দেওয়া নিয়ে গত দু'দিন ধরে তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছিল । খুনের আগের রাতেও টাকা নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয় । এরপরে রাতে বাড়ির বাইরে ঘুমিয়ে পড়ে মুন্না ৷ ভোর 4টা থেকে 5টার মধ্যে অভিযুক্ত তাঁকে ঘুমন্ত অবস্থায় খুন করে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, মুন্নাকে 100 টাকা দিয়েছিলেন এবং তিনি তাঁকে তা ফেরত দিচ্ছিলেন না । টাকা না দিলে মুন্নাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন ভিখা ৷ কিন্তু তিনি তা সত্ত্বেও মুন্না টাকা ফেরত দেননি বলে দাবি করেন অভিযুক্ত ৷ এরপরই মুন্নাকে খুন করেন ভিখা ।

সুরাত, 12 জুন: ধারের 100 টাকা শোধ দিতে না পারায় যুবককে খুন হতে হল সহকর্মীর হাতে ৷ অভিযুক্তের নাম ভিখা পাঁচু সওয়াই ৷ মৃত যুবকের নাম মুন্না প্রকাশ ৷ বয়স 30 বছর ৷ ওই দুই যুবক একসঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সুরাতের পান্ডেসরা এলাকার সিদ্ধার্থনগর বস্তিতে। এখানেই ভাড়া থাকতেন দুই সহকর্মী ৷ ওই ভাড়া বাড়ির ঘর থেকেই দেহ মিলেছে যুবকের ৷ ঘটনায় পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত ভিখা পাঁচু সওয়াই ও মুন্না প্রকাশ দু'জনেই একসঙ্গে তাঁতের কাজ করতেন । অভিযুক্ত ওই যুবককে 100 টাকা ধার দিয়েছিলেন ৷ তিনি সেই ধারের টাকা শোধ করতে বলেন মুন্নাকে ৷ কিন্তু সেই টাকা ফেরত দিতে পারেননি মুন্না ৷ আর তার জেরেই ভিখা পাঁচু সওয়াই মুন্নাকে হত্যা করে বলে অভিযোগ ৷ সূত্রের খবর, ভিখা শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন । পুলিশের সন্দেহ হওয়ায় তাঁর খোঁজ শুরু করে । শেষ পর্যন্ত তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করায় গোটা ঘটনাটি জানা যায় ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ মৃত মুন্না প্রকাশের পরিবারের এখনও খোঁজ মেলেনি । তিনি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

পুলিশ জানিয়েছে, ভিখা পাঁচু সাওয়াই তাঁর রুম পার্টনার মুন্নাকে কয়েকদিন আগে 100 টাকা ধার দিয়েছিলেন । আর এই টাকা শোধ দেওয়া নিয়ে গত দু'দিন ধরে তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছিল । খুনের আগের রাতেও টাকা নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয় । এরপরে রাতে বাড়ির বাইরে ঘুমিয়ে পড়ে মুন্না ৷ ভোর 4টা থেকে 5টার মধ্যে অভিযুক্ত তাঁকে ঘুমন্ত অবস্থায় খুন করে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, মুন্নাকে 100 টাকা দিয়েছিলেন এবং তিনি তাঁকে তা ফেরত দিচ্ছিলেন না । টাকা না দিলে মুন্নাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন ভিখা ৷ কিন্তু তিনি তা সত্ত্বেও মুন্না টাকা ফেরত দেননি বলে দাবি করেন অভিযুক্ত ৷ এরপরই মুন্নাকে খুন করেন ভিখা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.