ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 22 নভেম্বর: ধর্ম পরিবর্তনে (Religion Conversion) অস্বীকার করায় এক যুবককে হেনস্তা করার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদে ৷ হেনস্তার শিকার হওয়া যুবকের নাম দীপক সোনওয়ারে ৷ তিনি ঔরঙ্গাবাদের বাসিন্দা ৷ পেশায় বিই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৷
ঔরঙ্গাবাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2018 সালে কলেজে পড়ার সময় সংখ্যালঘু একটি মেয়ের প্রেমে পড়েন দীপক ৷ তাঁদের সম্পর্ক শুরু হয় ৷ 2021 সালে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন ৷ বাড়িতে তাঁরা বিষয়টি জানান ৷ কিন্তু মেয়েটির পরিবার জানায় যে দীপক ধর্ম পরিবর্তন না করলে বিয়ে সম্ভব নয় ৷
অভিযোগ, ছেলেটি ধর্ম পরিবর্তনে রাজি হয়নি ৷ তাই তাঁকে ও তাঁর পরিবারের সদস্য়দের হেনস্তা করা হয় ৷ একদিন নয়, দিনের পর দিন এই হেনস্তা চলে ৷ দীপককে অপহরণ (Abduction) করে মারধর করা হয় ৷ মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর থেকে 11 লক্ষ টাকা নিয়ে নেওয়া হয় ৷ ঔরঙ্গাবাদের সাংসদ ইমতিয়াজ জলিলের অনুগামীরাও তাঁকে মারধর করেছে বলে দীপকের দাবি ৷
ঔরঙ্গাবাদের পুলিশ (Aurangabad Police) কমিশনার নিখিল গুপ্তা জানিয়েছেন, এসিপি পদমর্যাদার এক আধিকারিক পুরো বিষয়টার তদন্ত করছে ৷ ঠিক কী হয়েছে, তা তদন্ত রিপোর্ট এলেই বলা সম্ভব ৷ অন্যদিকে মহারাষ্ট্রের মন্ত্রী অতুল সাভে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ৷
আরও পড়ুন: পরিবারের সম্মান রক্ষায় মেয়েকে খুন ! অভিযুক্ত বাবা