হলদোয়ানি (উত্তরাখণ্ড), 13 এপ্রিল: কিশোরীর উপর বারবার যৌন নির্যাতন এবং সেই অত্যাচারের মুহূর্ত 'ভিডিয়ো রেকর্ডিং' করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি ! 2019 সালের এমনই একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে 20 বছরের কারাদণ্ড পেল এক যুবক ৷ সেইসঙ্গে, তাকে 15 হাজার টাকা জরিমানাও করা হয়েছে ৷ অনাদায়ে আরও 6 মাস হাজতবাস করতে হবে তাকে ৷ উত্তরাখণ্ডের হরদোয়ানির ঘটনা ৷
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতা অষ্টম শ্রেণিতে পড়ত ৷ অভিযুক্তও তখন নাবালক ৷ তার বয়স ছিল 17 বছর ৷ কিশোরীর পরিবারের দাবি ছিল, অভিযুক্ত প্রথমে কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় ৷ তারপর সেই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে রাখে ৷ এরপর সেই ভিডিয়ো দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই কিশোর ৷ হুমকি দেয়, কিশোরী যদি তার সঙ্গে হোটেলে না যায়, তাহলে ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেবে সে ! এতে কিশোরী ভয় পেয়ে যায় ৷ এরপরই শুরু হয় পৈশাচিক নির্যাতনের পর্ব ৷ কিশোরীকে বারবার হোটেলে নিয়ে যায় কিশোর ৷ সেখানে বহুবার ওই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালায় সে ৷
আরও পড়ুন: রাজস্থানে দলিত মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ
এদিকে, কিশোরীর আচরণ দেখে সন্দেহ হয় তার পরিবারের সদস্যদের ৷ তাঁরা মেয়েটির কাছ জানতে চান, তার কী হয়েছে ৷ প্রথমে মুখে কুলুপ এঁটে থাকলেও শেষমেশ ধৈর্য্যের বাঁধ ভাঙে ওই ছাত্রীর ৷ সে জানায়, তার সঙ্গে দিনের পর দিন কী ঘটে চলেছে ৷ এরপরই কিশোরীর পরিবার কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় ৷ পুলিশের তদন্ত এবং আদালতের শুনানি প্রক্রিয়ায় কিশোর দোষী প্রমাণিত হয় ৷ বিশেষ পকসো আদালতের বিচারক দোষীকে 20 বছরের সাজা দেন ৷ মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, দোষী ব্যক্তি ঘটনার সময় নাবালক হলেও এখন প্রাপ্তবয়স্ক ৷ দোষ প্রমাণ হতেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে আদালত ৷