ETV Bharat / bharat

Youth Beaten Up in Rajasthan: হাত বেঁধে বেল্ট দিয়ে যুবককে বেধড়ক মারধর রাজস্থানে, গ্রেফতার 4 - যুবককে বেল্ট দিয়ে বেধড়ক মারধর

বিকানেরের মহাজন থানা এলাকায় এক যুবককে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করার একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

Youth Beaten Up in Rajasthan
হাত বেঁধে বেল্ট দিয়ে যুবককে বেধড়ক মারধর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 12:27 PM IST

বিকানের(রাজস্থান), 3 সেপ্টেম্বর: রাজস্থানে এক যুবককে হাত বেঁধে বিবস্ত্র করে বেল্ট দিয়ে বেধড়ক মারধর অন্য যুবকদের ৷ ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি ঘটেছে বিকানেরের মহাজন থানা এলাকায় ৷ নির্যাতিতর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চার যুবককে ৷

ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মহাজন এলাকায় কিছু যুবক মিলে একটি ঘরে চামড়ার বেল্ট দিয়ে অন্য এক যুবককে বেধড়ক মারধর করছে । বিবস্ত্র করে হাতে বেঁধে নির্মমভাবে ওই যুবকের উপর অত্যাচার চালানো হচ্ছে ৷ যুবক তাঁকে ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানাতে থাকে ৷ তবে এতে মন গলে না ওই অভিযুক্তদের ৷ তারা তাও যুবককে মারধর করতে থাকে ৷ এমনকী এক যুবক নির্যাতিতর বুকের উপর পা দিয়ে চেপে ধরে এবং বাকিদের তাঁকে বেল্ট দিয়ে মারতে বলে ৷

তাদের মধ্যেই এক যুবক এই পুরো ঘটনার ভিডিয়োটিও তৈরি করে ৷ পরে মারধরের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই শনিবার সন্ধ্যায় চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । মহাজন থানার আধিকারিক গণেশ বিষ্ণোই জানিয়েছেন, নির্যাতিত এক বন্ধুর সঙ্গে মহাজন এলাকায় এসেছিল এবং সেখানে অভিযুক্তরা তাঁকে মারধর করে । তবে ওই যুবক ও অভিযুক্তরা একে অপরের পরিচিত বলে জানা গিয়েছে ।

গণেশ বিষ্ণোই বলেন,"নির্যাতিতর ভাই এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন । নির্যাতিত যুবক ছত্তরগড়ের 525 আরডির বাসিন্দা । সে তাঁর বন্ধুকে নিয়ে মহাজনে এসেছিল । যেখানে মহাজনের বাসিন্দা দিনু, বাবুলাল, সোনু ও রোশন নামে চার যুবক তাঁর হাত বেঁধে বেল্ট দিয়ে মারধর করে ।" তবে কী কারণে যুবককে মারধর করা হল, নির্যাতিতর বয়ান এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা যাবে । এমনটাই জানিয়ছেন গণেশ বিষ্ণোই ৷

আরও পড়ুন: রাজস্থানে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

রাজস্থানের প্রতাপগড়ে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে হাটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ তারপরে বিকানেরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে ৷

বিকানের(রাজস্থান), 3 সেপ্টেম্বর: রাজস্থানে এক যুবককে হাত বেঁধে বিবস্ত্র করে বেল্ট দিয়ে বেধড়ক মারধর অন্য যুবকদের ৷ ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি ঘটেছে বিকানেরের মহাজন থানা এলাকায় ৷ নির্যাতিতর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চার যুবককে ৷

ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মহাজন এলাকায় কিছু যুবক মিলে একটি ঘরে চামড়ার বেল্ট দিয়ে অন্য এক যুবককে বেধড়ক মারধর করছে । বিবস্ত্র করে হাতে বেঁধে নির্মমভাবে ওই যুবকের উপর অত্যাচার চালানো হচ্ছে ৷ যুবক তাঁকে ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানাতে থাকে ৷ তবে এতে মন গলে না ওই অভিযুক্তদের ৷ তারা তাও যুবককে মারধর করতে থাকে ৷ এমনকী এক যুবক নির্যাতিতর বুকের উপর পা দিয়ে চেপে ধরে এবং বাকিদের তাঁকে বেল্ট দিয়ে মারতে বলে ৷

তাদের মধ্যেই এক যুবক এই পুরো ঘটনার ভিডিয়োটিও তৈরি করে ৷ পরে মারধরের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই শনিবার সন্ধ্যায় চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । মহাজন থানার আধিকারিক গণেশ বিষ্ণোই জানিয়েছেন, নির্যাতিত এক বন্ধুর সঙ্গে মহাজন এলাকায় এসেছিল এবং সেখানে অভিযুক্তরা তাঁকে মারধর করে । তবে ওই যুবক ও অভিযুক্তরা একে অপরের পরিচিত বলে জানা গিয়েছে ।

গণেশ বিষ্ণোই বলেন,"নির্যাতিতর ভাই এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন । নির্যাতিত যুবক ছত্তরগড়ের 525 আরডির বাসিন্দা । সে তাঁর বন্ধুকে নিয়ে মহাজনে এসেছিল । যেখানে মহাজনের বাসিন্দা দিনু, বাবুলাল, সোনু ও রোশন নামে চার যুবক তাঁর হাত বেঁধে বেল্ট দিয়ে মারধর করে ।" তবে কী কারণে যুবককে মারধর করা হল, নির্যাতিতর বয়ান এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা যাবে । এমনটাই জানিয়ছেন গণেশ বিষ্ণোই ৷

আরও পড়ুন: রাজস্থানে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

রাজস্থানের প্রতাপগড়ে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে হাটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ তারপরে বিকানেরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.