নালন্দা (বিহার), 1 ফেব্রুয়ারি: বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের চোখে ধারাল অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ গ্রাহকের বিরুদ্ধে ৷ ঘটনায় আক্রান্ত হয়েছে বছর 18-র তরুণ জীতেন্দ্র কুমার ৷ সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলায় (Youth Attacked on Shopkeeper With Knife in Bihar) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মুরারি কুমার নামে এক ব্যক্তি জীতেন্দ্রর দোকান থেকে সিগারেট কিনতে গিয়েছিলেন ৷ অভিযোগ মুরারিকে বকেয়া টাকা মেটানোর কথা বললে তিনি ওই তরুণের উপর হামলা করেন ৷
জানা গিয়েছে, জীতেন্দ্র কুমারের দোকানে আগের বেশ কিছু টাকা বাকি ছিল মুরারি কুমারের ৷ সেই টাকা না মেটালে জীতেন্দ্র সিগারেট বা অন্য কোনও জিনিস দেবেন না বলে জানিয়ে দেন ৷ এনিয়ে মুরারি তাঁর সঙ্গে তর্কাতর্কিও শুরু করেন ৷ অভিযোগ, দু’তরফে বাদানুবাদ চলাকালীন দোকানে রাখা ছুরি তুলে নেন মুরারি এবং সেটি নিয়ে জীতেন্দ্রর চোখে আঘাত করেন ৷ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জীতেন্দ্রকে দ্রুত বিহারশরিফ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা করেন ৷
জীতেন্দ্র কুমারের চোখে গুরুতর আঘাত লাগায়, তাঁকে সেখান থেকে স্থানীয় মহাবীর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসক ৷ সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, জীতেন্দ্র কুমার তাঁর চোখের দৃষ্টি হারিয়েছেন ৷ অভিযুক্ত মুরারি কুমারও ওই এক গ্রামের বাসিন্দা ৷ তিনি জীতেন্দ্র কুমারের দোকানে প্রায়ই ধুমপান করার জন্য যেতেন ৷ কিন্তু, অনেক টাকা বাকি থাকায় জীতেন্দ্র তা আগে শোধ করতে বলেন ৷
আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজা
এই ঘটনায় নালন্দা জেলার দীপনগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে আহত জীতেন্দ্রর পরিবার ৷ থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, জীতেন্দ্র কুমারের চিকিৎসা চলছে ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বয়ান রেকর্ড করা হবে ৷ এই ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে ৷ তদন্তের জন্য পুলিশের একটি দল গঠন করা হয়েছে বলে জানান তিনি ৷