ETV Bharat / bharat

Girl kidnapped in Hyderabad: প্রেমের প্রস্তাবে না ! হায়দরাবাদে বাড়িতে ঢুকে বাগদানের দিন অপহরণ যুবতীকে - যুবতীকে অপহরণ

বাগদানের দিন বাড়িতে ঢুকে এক যুবতীকে অপহরণ করল কয়েকজন যুবক (Girl kidnapped in Hyderabad) ৷ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই ঘটনা বলে অভিযোগ পরিবারের ৷

Girl kidnapped in Hyderabad
Girl kidnapped in Hyderabad
author img

By

Published : Dec 10, 2022, 11:45 AM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাগদানের দিন বাড়িতে ঢুকে এক যুবতীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি (Youngsters Kidnapped girl entering home) ৷ এমনটাই অভিযোগ দায়ের করেছেন ওই যুবতীর বাবা-মা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার হায়দরাবাদের আদিভাতলা থানা এলাকায় ৷

জানা গিয়েছে, যুবতীর বাগদান চলছিল সেসময় লাঠি হাতে সেজেগুজে কয়েকজন যুবক বাড়িতে প্রবেশ করেন ৷ তারপর জোর করে যুবতীকে ধরে নিয়ে যায় তাঁরা ৷ যাওয়ার আগে বাড়িতে লুঠপাঠ চালায় বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী তাঁদেরকে বাধা দিলে যুবতীর আত্মীয় এবং প্রতিবেশীদের উপরও হামলা চালানো হয় বলেও অভিযোগ । সিসিটিভিতে ধরা পড়েছে যে যুবতীকে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীদের দলটি সেখানে রাখা কিছু গাড়িরও ক্ষতি করেছে ।

যুবতীর মা অভিযোগ করেন, প্রায় 50 জন যুবক দোতলায় গিয়ে তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় । একজন তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ৷ সেই এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ যুবতীর পরিবারের । যুবতীর মা আরও অভিযোগ করেন যে পুলিশ সময়মতো তাদের কাজ শুরু করেনি ।

আরও পড়ুন: খাবারে অতিরিক্ত নুন দেওয়ার 'অপরাধে' খুন কর্মী, ধৃত রেস্তোরাঁ মালিক-সহ 2

তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । দুষ্কৃতীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাগদানের দিন বাড়িতে ঢুকে এক যুবতীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি (Youngsters Kidnapped girl entering home) ৷ এমনটাই অভিযোগ দায়ের করেছেন ওই যুবতীর বাবা-মা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার হায়দরাবাদের আদিভাতলা থানা এলাকায় ৷

জানা গিয়েছে, যুবতীর বাগদান চলছিল সেসময় লাঠি হাতে সেজেগুজে কয়েকজন যুবক বাড়িতে প্রবেশ করেন ৷ তারপর জোর করে যুবতীকে ধরে নিয়ে যায় তাঁরা ৷ যাওয়ার আগে বাড়িতে লুঠপাঠ চালায় বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী তাঁদেরকে বাধা দিলে যুবতীর আত্মীয় এবং প্রতিবেশীদের উপরও হামলা চালানো হয় বলেও অভিযোগ । সিসিটিভিতে ধরা পড়েছে যে যুবতীকে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীদের দলটি সেখানে রাখা কিছু গাড়িরও ক্ষতি করেছে ।

যুবতীর মা অভিযোগ করেন, প্রায় 50 জন যুবক দোতলায় গিয়ে তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় । একজন তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ৷ সেই এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ যুবতীর পরিবারের । যুবতীর মা আরও অভিযোগ করেন যে পুলিশ সময়মতো তাদের কাজ শুরু করেনি ।

আরও পড়ুন: খাবারে অতিরিক্ত নুন দেওয়ার 'অপরাধে' খুন কর্মী, ধৃত রেস্তোরাঁ মালিক-সহ 2

তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । দুষ্কৃতীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.