ETV Bharat / bharat

Suicide Attempt: তিরিশেও মেলেনি পাত্রী, অভিমানে গায়ে আগুন দিলেন যুবক ! - কর্ণাটক

কর্ণাটকের (Karnataka) ধারওয়াড় (Dharwad) তালুকের আম্মিনাবভি গ্রামে (Amminabavi Village) আত্মহত্যার চেষ্টা (Suicede Attempt) করলেন এক যুবক ৷ পরিবারের দাবি, বিয়ের জন্য পাত্রী না পেয়েই নাকি এমন পদক্ষেপ করেছেন তিনি !

young man severely burnt after a Suicide Attempt in Dharwad of Karnataka
আহত যুবক ৷
author img

By

Published : Dec 31, 2022, 4:29 PM IST

ধারওয়াড় (কর্ণাটক), 31 ডিসেম্বর: বিয়ের জন্য পাত্রী না-পেয়ে আত্মহত্য়ার চেষ্টা (Suicide Attempt) করলেন এক যুবক ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের (Karnataka) ধারওয়াড় (Dharwad) তালুকের আম্মিনাবভি গ্রামে (Amminabavi Village) ৷ বর্তমানে ওই যুবক ভর্তি রয়েছেন হাসপাতালে ৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম ওই যুবকের নাম সন্তোষ কোরাডি ৷ তাঁর বয়স 30 বছর ৷ পরিচিতদের দাবি, সন্তোষ বেশ কিছু সময় ধরে অবসাদে ভুগছিলেন তিনি ৷ কারণ, বিয়ের জন্য পাত্রী পাচ্ছিলেন না তিনি ৷ অথচ, তাঁর সমবয়সি বন্ধুদের সকলেরই একে একে বিয়ে হয়ে যাচ্ছিল ৷ এই বিষয়টি কিছুতেই নাকি মেনে নিতে পারছিলেন না সন্তোষ ৷ আত্মীয়, পরিচিতরা এ নিয়ে তাঁকে বোঝানোরও অনেক চেষ্টা করেছেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতে ধাক্কা বাস চালকের, মৃত কমপক্ষে 9

সন্তোষ যে গ্রামে থাকেন, সেখানেই রয়েছে একটি কবরস্থান ৷ সূত্রের দাবি, সেই কবরস্থানে গিয়ে নিজের গায়ে আগুন দেন ওই যুবক ! সেই সময় সেখান দিয়েই যাচ্ছিলেন গ্রামের অন্য এক বাসিন্দা ৷ ওই ব্যক্তি এই ঘটনা দেখে ছুটে আসেন ৷ এবং তাঁর প্রচেষ্টাতেই সন্তোষের গায়ের আগুন নেভে ৷ এই ঘটনার পর দ্রুত সন্তোষকে হুবলির কিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, সন্তোষের দেহের অনেকটা অংশ পুড়ে গিয়েছে ৷ তাঁর অবস্থা এখনও যথেষ্ট সঙ্কটজনক ৷ তবে, ওই যুবককে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা ৷

যে কবরস্থানে সন্তোষ এই কাণ্ড ঘটান, সেটি ধারওয়াড় গ্রামীণ থানা এলাকার অন্তর্গত ৷ ঘটনার পর গ্রামবাসী পুলিশকে খবর দেয় ৷ তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ৷ তবে, শুধুমাত্র বিয়ের পাত্রী না পাওয়ার জন্যই সন্তোষ এমন চরম সিদ্ধান্ত নিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা নিয়ে নিশ্চিত নন পুলিশকর্মীরা ৷ তাঁরা এ নিয়ে সন্তোষের সঙ্গে কথা বলতে চান ৷ কিন্তু, এই মুহূর্তে সন্তোষের যা অবস্থা, তাতে তাঁর পক্ষে এখনই পুলিশের সওয়ালের মুখোমুখি হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

এই অবস্থায় পুলিশের কাছে সন্তোষের কিছুটা অন্তত সেরে ওঠা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ পাশাপাশি, যে যুবক সন্তোষকে উদ্ধার করেছিলেন, তাঁর সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্তোষের পরিবারের সদস্যদেরও ৷ সত্যিই যদি চরম হতাশা থেকে সন্তোষ এমন পদক্ষেপ করে থাকেন, সেক্ষেত্রে তাঁর কাউন্সেলিং করানো হবে ৷ তবে, তার আগে আত্মহত্যার চেষ্টা করার জন্য বিস্তর আইনি জটিলতা পোহাতে হবে সন্তোষকে ৷ তাতে তাঁর মানসিক অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আত্মীয় ও বন্ধুরা ৷

ধারওয়াড় (কর্ণাটক), 31 ডিসেম্বর: বিয়ের জন্য পাত্রী না-পেয়ে আত্মহত্য়ার চেষ্টা (Suicide Attempt) করলেন এক যুবক ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের (Karnataka) ধারওয়াড় (Dharwad) তালুকের আম্মিনাবভি গ্রামে (Amminabavi Village) ৷ বর্তমানে ওই যুবক ভর্তি রয়েছেন হাসপাতালে ৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম ওই যুবকের নাম সন্তোষ কোরাডি ৷ তাঁর বয়স 30 বছর ৷ পরিচিতদের দাবি, সন্তোষ বেশ কিছু সময় ধরে অবসাদে ভুগছিলেন তিনি ৷ কারণ, বিয়ের জন্য পাত্রী পাচ্ছিলেন না তিনি ৷ অথচ, তাঁর সমবয়সি বন্ধুদের সকলেরই একে একে বিয়ে হয়ে যাচ্ছিল ৷ এই বিষয়টি কিছুতেই নাকি মেনে নিতে পারছিলেন না সন্তোষ ৷ আত্মীয়, পরিচিতরা এ নিয়ে তাঁকে বোঝানোরও অনেক চেষ্টা করেছেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতে ধাক্কা বাস চালকের, মৃত কমপক্ষে 9

সন্তোষ যে গ্রামে থাকেন, সেখানেই রয়েছে একটি কবরস্থান ৷ সূত্রের দাবি, সেই কবরস্থানে গিয়ে নিজের গায়ে আগুন দেন ওই যুবক ! সেই সময় সেখান দিয়েই যাচ্ছিলেন গ্রামের অন্য এক বাসিন্দা ৷ ওই ব্যক্তি এই ঘটনা দেখে ছুটে আসেন ৷ এবং তাঁর প্রচেষ্টাতেই সন্তোষের গায়ের আগুন নেভে ৷ এই ঘটনার পর দ্রুত সন্তোষকে হুবলির কিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, সন্তোষের দেহের অনেকটা অংশ পুড়ে গিয়েছে ৷ তাঁর অবস্থা এখনও যথেষ্ট সঙ্কটজনক ৷ তবে, ওই যুবককে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা ৷

যে কবরস্থানে সন্তোষ এই কাণ্ড ঘটান, সেটি ধারওয়াড় গ্রামীণ থানা এলাকার অন্তর্গত ৷ ঘটনার পর গ্রামবাসী পুলিশকে খবর দেয় ৷ তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ৷ তবে, শুধুমাত্র বিয়ের পাত্রী না পাওয়ার জন্যই সন্তোষ এমন চরম সিদ্ধান্ত নিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা নিয়ে নিশ্চিত নন পুলিশকর্মীরা ৷ তাঁরা এ নিয়ে সন্তোষের সঙ্গে কথা বলতে চান ৷ কিন্তু, এই মুহূর্তে সন্তোষের যা অবস্থা, তাতে তাঁর পক্ষে এখনই পুলিশের সওয়ালের মুখোমুখি হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

এই অবস্থায় পুলিশের কাছে সন্তোষের কিছুটা অন্তত সেরে ওঠা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ পাশাপাশি, যে যুবক সন্তোষকে উদ্ধার করেছিলেন, তাঁর সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্তোষের পরিবারের সদস্যদেরও ৷ সত্যিই যদি চরম হতাশা থেকে সন্তোষ এমন পদক্ষেপ করে থাকেন, সেক্ষেত্রে তাঁর কাউন্সেলিং করানো হবে ৷ তবে, তার আগে আত্মহত্যার চেষ্টা করার জন্য বিস্তর আইনি জটিলতা পোহাতে হবে সন্তোষকে ৷ তাতে তাঁর মানসিক অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আত্মীয় ও বন্ধুরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.