লখনউ, 25 ডিসেম্বর: জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টি করতে (Celebrating his Birthday) এসে গুরুতর জখম হলেন এক যুবক ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে (Lucknow) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের একটি হোটেলের দোতালা থেকে নীচে পড়ে যান তিনি ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম সক্ষম সিং ৷ বয়স 26 বছর ৷ শনিবার (24 ডিসেম্বর, 2022) ছিল সক্ষমের জন্মদিন ৷ বন্ধুদের সঙ্গে পার্টি করবেন বলে বেরিয়েছিলেন তিনি ৷ গন্তব্য ছিল সরোজিনী নগর থানা এলাকার একটি হোটেল ৷ সেখানে পৌঁছেও যান সক্ষম ৷ কিন্তু, তারপর ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ কারণ, শনিবার রাতে ওই হোটেলেরই নীচে থেকে আহত অবস্থায় সক্ষমকে উদ্ধার করা হয় ৷ দাবি করা হচ্ছে, সক্ষম দোতলা থেকে পড়ে গিয়েছিলেন ৷ কিন্তু, কীভাবে তিনি নীচে পড়লেন, তা জানা যায়নি ৷
আরও পড়ুন: আইনের ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার প্রবীণ আইনজীবী
হোটেলের পক্ষ থেকে স্থানীয় সরোজিনী নগর থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই সক্ষমকে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ৷ সেখানে পরে তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়রা এসে পৌঁছন ৷ আপাতত সক্ষম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ ঘটনায় সক্ষমের এক বান্ধবীকে আটক করেছে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
সক্ষম আলমবাগ থানা এলাকার অন্তর্গত তেধি পুলিয়ার বাসিন্দা ৷ শনিবার সকালেই তিনি সরোজিনী নগর থানার অন্তর্গত শান্তিনগরের স্কাইলাইন হোটেলে একটি ঘর ভাড়া নেন ৷ ঘরের নম্বর 17 ৷ মনে করা হচ্ছে, রাত আটটা নাগাদ ওই ঘরের ব্যলকনি অথবা জানলা থেকে নীচে পড়ে যান সক্ষম ৷ সেই সময় হোটেলের ওই ঘরে তাঁর বান্ধবী ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ৷
কৃষ্ণনগরের এসিপি নবীন দ্বিবেদী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, "সরোজিনী নগর থানা এলাকায় অবস্থিত একটি হোটেলে এসেছিলেন এক যুবক ৷ সঙ্গে তাঁর বান্ধবীও ছিলেন ৷ এদিন ওই যুবকের জন্মদিন ছিল ৷ রাতে তিনি নীচে পড়ে যান ৷ সম্ভবত ব্যালকনি বা কাচের জানলা গলে নীচে পড়েন তিনি ৷ কিন্তু, কীভাবে এই ঘটনা ঘটল, সেটা বোঝা যাচ্ছে না ৷ আমরা আমাদের তদন্ত শুরু করেছি ৷"