দিল্লি, 27 ফেব্রুয়ারি : আগামী দিনে অন সাইট রেজিস্ট্রেশন করে করোনা টিকা নিতে পারবেন উপভোক্তারা। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
1 মার্চ থেকে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ। মূলত যাঁদের বয়স 60 বছরের বেশি এবং 45 বছরের বেশি বয়সি যাঁরা অন্য় রোগে আক্রান্ত তাঁদের এই দফায় ভ্য়াকসিন দেওয়া হবে। গতকাল রাজ্য়গুলির সঙ্গে কোভিডের টিকাকরণ নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব রাজেশ ভূষণ। সেখানেই করোনা টিকাকরণের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়। এবং রেজিস্ট্রেশনের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
কীভাবে করতে হবে রেজিস্ট্রেশন ?
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কো-উইন 2.0 পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। অথবা আরোগ্য় সেতু অ্য়াপের মাধ্য়মেও সেই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। তবে নাম নথিভুক্ত করতে হলে প্রয়োজন ভোটার অথবা আধার কার্ড। নাম নথিভুক্ত করার সময়েই পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে পোর্টালে।
কী কী করা যাবে ওই পোর্টালে?
উপভোক্তারা দেখতে পারবেন কোন কোন সরকারি বা বেসরকারি হাসপাতালে কোভিড টিকা দেওয়া হচ্ছে। কোথায় কত বুকিং আছে। সেইমতো অ্য়াপয়েনমেন্ট নেওয়া যাবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি কেন্দ্র থেকে টিকা নিতে কোনও টাকা লাগবে না। তবে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে হলে পূর্বনির্ধারিত দাম দিতে হবে।
গতকালের বৈঠকে রাজ্য়গুলির কাছে বেশ কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র। বলা হয়েছে যে বেসরকারি হাসপাতালগুলি থেকে করোনার টিকাকরণ হবে সেখানে যেন উপযুক্ত ব্য়বস্থা থাকে। এবং সেই সব হাসপাতালের যাবতীয় ব্য়বস্থা যেন কেন্দ্রীয় সরকারকে জানানো হয়।