ETV Bharat / bharat

সাঁতার না জানলেও এই সাগরে ডুববেন না... - আশ্চর্য এই মৃত সাগরেও ভেসে থাকবেন

এশিয়া মহাদেশের মধ্যেই প্যালেস্তাইন, ইজ়রায়েল ও জর্ডনের সীমান্তে ঠিক মাঝামাঝি একটি জায়গায় জর্ডন রিফ্ট উপত্যকায় রয়েছে এই হ্রদটি ৷ বিশ্বের সবথেকে নিচু জায়গা এটি ৷

You can't drown in the Dead Sea in Jordan .. Here's the reasons ...
আশ্চর্য এই মৃত সাগরেও ভেসে থাকবেন
author img

By

Published : Nov 2, 2020, 7:00 AM IST

Updated : Nov 14, 2020, 2:38 PM IST

মৃত সাগর ৷ হ্যাঁ ঠিকই পড়েছেন ৷ তবে, নামে যাবেন না ৷ যতটা ভয়ংকর নাম, ততটা সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য ৷ পর্যটকদের খুব পছন্দের জায়গা এটি ৷ কারণ - নামে মৃত্যু থাকলেও এই সাগরের জলে মানুষ ডুবে যায় না ৷ ভেসে থাকতে পারে যতক্ষণ ইচ্ছে ৷

কোথায় এটি . . .

এশিয়া মহাদেশের মধ্যেই প্যালেস্তাইন, ইজ়রায়েল ও জর্ডনের সীমান্তে ঠিক মাঝামাঝি একটি জায়গায় জর্ডন রিফ্ট উপত্যকায় রয়েছে এই হ্রদটি ৷ বিশ্বের সবথেকে নিচু জায়গা এটি ৷ 234 স্কয়্যার মিটার বিস্তৃত এই হ্রদটি ৷ গভীরত্ব মাত্র 430.5 মিটার ৷

আশ্চর্য বিষয় এই নাম ৷ হিব্রু ভাষায় এই হ্রদের নাম ইয়াম হা-মেইআহ অর্থাৎ সি অফ সল্ট বা লবণের সমুদ্র ৷ এই কারণ , রোমানকালে জুডিয়ায় আসা পর্যটকরা এই হ্রদের নাম দেন 'মৃত সাগর' ৷ কারণ , হ্রদের জলে ছিল না কোনও জীবিত প্রাণী কিংবা কোনও গাছ ৷ তাই এই হ্রদের জলে নেই কোনও হাঙরের ভয় ৷ বেশিরভাগ পর্যটকরাই এই হ্রদের লবণজলে সাঁতার কেটে , মিনারেলযুক্ত জলের মাড ট্রিটমেন্ট নিয়ে ভালো স্বাস্থ্যের সুবিধাভোগ করতে চান ৷

ইতিহাস বলে, রাজা ডেভিডের রিফিউজ় স্থান ছিল ৷ বিশ্বের প্রথম হেলথ রিসর্ট ছিল এটি ৷ সেখান থেকে ইজিপ্টে মৃতদেহ মমি করে রাখার ওষুধ থেকে শুরু করে ফার্টিলাইজ়ের জন্য পটাশও পাওয়া যেত ৷

You can't drown in the Dead Sea in Jordan .. Here's the reasons ...
হ্রদের জলে লবণ বেশি থাকায় তৈরি হেলিক্সের খণ্ড

এই হ্রদের সবথেকে মজার বিষয়টি হল -

এই হ্রদটি পৃথিবীর সবথেকে নিচু জায়গা ৷ এই এলাকার চারপাশের মিনারেল সম্মিলিত জল ধুয়ে এসে পড়ে এখানে ৷ এরপর তা সূর্যের আলো ও উত্তাপে খানিকটা বেকড হয়ে যায় ৷ ফলে জলে লবণের পরিমাণ এত বেড়ে যায় যে মৃত সাগরের জল হয়ে ওঠে সমুদ্রের মতো লবণাক্ত ৷ একারণেই এই জলে মানুষ ভেসে থাকে ৷ ডুবে যায় না ৷ এই হ্রদের জল ভূমধ্যসাগরের থেকে 10 গুণ বেশি লবণাক্ত ৷ উটাহ-এর গ্রেট সল্ট লেকের থেকে 3 গুণ বেশি লবণাক্ত ৷

তাই , আপনিও একবার মৃত সাগরে নেমে বিষয়টা পরীক্ষা করে দেখতেই পারেন ৷ পৃথিবীর সবথেকে নিচু জায়গায় গিয়ে আর সবথেকে বেশি লবণাক্ত জল চেখে স্বাস্থ্যটা চনমনে হলেও হতে পারে ৷

মৃত সাগর ৷ হ্যাঁ ঠিকই পড়েছেন ৷ তবে, নামে যাবেন না ৷ যতটা ভয়ংকর নাম, ততটা সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য ৷ পর্যটকদের খুব পছন্দের জায়গা এটি ৷ কারণ - নামে মৃত্যু থাকলেও এই সাগরের জলে মানুষ ডুবে যায় না ৷ ভেসে থাকতে পারে যতক্ষণ ইচ্ছে ৷

কোথায় এটি . . .

এশিয়া মহাদেশের মধ্যেই প্যালেস্তাইন, ইজ়রায়েল ও জর্ডনের সীমান্তে ঠিক মাঝামাঝি একটি জায়গায় জর্ডন রিফ্ট উপত্যকায় রয়েছে এই হ্রদটি ৷ বিশ্বের সবথেকে নিচু জায়গা এটি ৷ 234 স্কয়্যার মিটার বিস্তৃত এই হ্রদটি ৷ গভীরত্ব মাত্র 430.5 মিটার ৷

আশ্চর্য বিষয় এই নাম ৷ হিব্রু ভাষায় এই হ্রদের নাম ইয়াম হা-মেইআহ অর্থাৎ সি অফ সল্ট বা লবণের সমুদ্র ৷ এই কারণ , রোমানকালে জুডিয়ায় আসা পর্যটকরা এই হ্রদের নাম দেন 'মৃত সাগর' ৷ কারণ , হ্রদের জলে ছিল না কোনও জীবিত প্রাণী কিংবা কোনও গাছ ৷ তাই এই হ্রদের জলে নেই কোনও হাঙরের ভয় ৷ বেশিরভাগ পর্যটকরাই এই হ্রদের লবণজলে সাঁতার কেটে , মিনারেলযুক্ত জলের মাড ট্রিটমেন্ট নিয়ে ভালো স্বাস্থ্যের সুবিধাভোগ করতে চান ৷

ইতিহাস বলে, রাজা ডেভিডের রিফিউজ় স্থান ছিল ৷ বিশ্বের প্রথম হেলথ রিসর্ট ছিল এটি ৷ সেখান থেকে ইজিপ্টে মৃতদেহ মমি করে রাখার ওষুধ থেকে শুরু করে ফার্টিলাইজ়ের জন্য পটাশও পাওয়া যেত ৷

You can't drown in the Dead Sea in Jordan .. Here's the reasons ...
হ্রদের জলে লবণ বেশি থাকায় তৈরি হেলিক্সের খণ্ড

এই হ্রদের সবথেকে মজার বিষয়টি হল -

এই হ্রদটি পৃথিবীর সবথেকে নিচু জায়গা ৷ এই এলাকার চারপাশের মিনারেল সম্মিলিত জল ধুয়ে এসে পড়ে এখানে ৷ এরপর তা সূর্যের আলো ও উত্তাপে খানিকটা বেকড হয়ে যায় ৷ ফলে জলে লবণের পরিমাণ এত বেড়ে যায় যে মৃত সাগরের জল হয়ে ওঠে সমুদ্রের মতো লবণাক্ত ৷ একারণেই এই জলে মানুষ ভেসে থাকে ৷ ডুবে যায় না ৷ এই হ্রদের জল ভূমধ্যসাগরের থেকে 10 গুণ বেশি লবণাক্ত ৷ উটাহ-এর গ্রেট সল্ট লেকের থেকে 3 গুণ বেশি লবণাক্ত ৷

তাই , আপনিও একবার মৃত সাগরে নেমে বিষয়টা পরীক্ষা করে দেখতেই পারেন ৷ পৃথিবীর সবথেকে নিচু জায়গায় গিয়ে আর সবথেকে বেশি লবণাক্ত জল চেখে স্বাস্থ্যটা চনমনে হলেও হতে পারে ৷

Last Updated : Nov 14, 2020, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.