লখনউ (উত্তরপ্রদেশ), 11 জানুয়ারি : বিধানসভার ভোট (Uttar Pradesh Assembly Election 2022) ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন ব্যস্ত বিজেপি, ঠিক সেই সময় গেরুয়া শিবিরকে অস্বস্তির মধ্যে ফেলে দিলেন যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) মন্ত্রিসভার অন্যতম সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন সমাজবাদী পার্টিতে (BJP MLA Joins Samajwadi Party) ৷
তিনি যোগী সরকারের শ্রমমন্ত্রী ছিলেন ৷ মঙ্গলবারই তিনি সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে দলবদল করেন (Yogi Minister Quits BJP) ৷ পাশাপাশি এদিনই দল ছাড়েন বিজেপির আরও তিন বিধায়ক ৷ ভগবতী সাগর, ব্রিজেশ প্রজাপতি ও রোশন লাল নামে তিন মৌর্য অনুগামী বিধায়কও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷
দল ছাড়ার আগে মৌর্য তোপ দেগেছেন যোগীর বিরুদ্ধে ৷ নিজের পদত্যাগপত্রে লিখেছেন, ‘‘আদর্শগত পার্থক্য থাকলেও যোগী আদিত্যনাথের ক্যাবিনেটে কাজ করেছি ৷’’ পাশাপাশি দলত্যাগের কারণ হিসেবে তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ পদত্যাগ পত্রে লিখেছেন, ‘‘দলিত, পিছিয়ে পড়া জাতি, কৃষক, বেকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি দল অবহেলা করে ৷ তাই পদত্যাগ করলাম ৷’’
স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবির ৷ পাঁচ বছর আগে উত্তরপ্রদেশে ‘ক্লিন সুইপ’ করেছিল বিজেপি ৷ এবারও তাঁরা ওই রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া ৷ এই পরিস্থিতিতে এই ভাঙন গেরুয়া শিবিরকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, স্বামী প্রসাদের সঙ্গে নাকি একাধিক বিজেপি বিধায়কের কথা হয়েছে ৷ তাঁরাও নাকি দল ছাড়তে মরিয়া ৷
-
सामाजिक न्याय और समता-समानता की लड़ाई लड़ने वाले लोकप्रिय नेता श्री स्वामी प्रसाद मौर्या जी एवं उनके साथ आने वाले अन्य सभी नेताओं, कार्यकर्ताओं और समर्थकों का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
सामाजिक न्याय का इंक़लाब होगा ~ बाइस में बदलाव होगा#बाइसमेंबाइसिकल pic.twitter.com/BPvSK3GEDQ
">सामाजिक न्याय और समता-समानता की लड़ाई लड़ने वाले लोकप्रिय नेता श्री स्वामी प्रसाद मौर्या जी एवं उनके साथ आने वाले अन्य सभी नेताओं, कार्यकर्ताओं और समर्थकों का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 11, 2022
सामाजिक न्याय का इंक़लाब होगा ~ बाइस में बदलाव होगा#बाइसमेंबाइसिकल pic.twitter.com/BPvSK3GEDQसामाजिक न्याय और समता-समानता की लड़ाई लड़ने वाले लोकप्रिय नेता श्री स्वामी प्रसाद मौर्या जी एवं उनके साथ आने वाले अन्य सभी नेताओं, कार्यकर्ताओं और समर्थकों का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 11, 2022
सामाजिक न्याय का इंक़लाब होगा ~ बाइस में बदलाव होगा#बाइसमेंबाइसिकल pic.twitter.com/BPvSK3GEDQ
যদিও স্বামী প্রসাদের বিজেপিতে থাকার মেয়াদ ছ’বছর ৷ 2016 সালে তিনি বিজেপিতে যোগদান করেন ৷ একাধিকবারের বিধায়ক স্বামী প্রসাদ এর আগে মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে ছিলেন ৷ তিনি মূলত ওবিসি সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত ৷ তাই তাঁকে দলে নেওয়ার পর অখিলেশ পিছিয়ে পড়াদের কথা বলেছেন ৷ স্বামী প্রসাদ পিছিয়ে পড়া মানুষদের জন্য বারবর কাজ করেছেন বলে দাবি অখিলেশের ৷
আরও পড়ুন : Yogi on UP Election 2022 : উত্তরপ্রদেশে আশি বনাম কুড়ি শতাংশের লড়াই, বললেন যোগী
এদিকে স্বামী প্রসাদের মেয়ে সংঘমিত্রা বিজেপির সাংসদ ৷ ফলে তিনিও কি বাবার পথে হাঁটবেন, এখন সেই প্রশ্নই ঘুরছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে ৷