ETV Bharat / bharat

UP Election 2022 : প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী যোগী, লড়বেন গোরক্ষপুর থেকে - yogi adityanath to contest from gorakhpur in UP Assembly Election

আসন্ন উত্তরপ্রদেশ বিধনসভা নির্বাচনে (UP Assembly Election) প্রয়াগরাজ জেলার সিরাথু আসন থেকে লড়বেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ৷

UP Assembly Election
প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন যোগী
author img

By

Published : Jan 15, 2022, 1:31 PM IST

Updated : Jan 15, 2022, 2:15 PM IST

লখনউ, 15 জানুয়ারি : আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election) গোরক্ষপুর (শহর) আসন থেকে প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, সেখানেই এদিন যোগীর নাম ঘোষণা করা হয় ৷ এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়ছেন যোগী ৷ গতবার তিনি বিধানসভা ভোটে লড়েননি ৷ বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন ৷

এর আগে জল্পনা চলছিল অযোধ্যা অথবা মথুরা থেকে প্রার্থী হতে পারেন বিজেপি'র হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ ৷ কিন্তু সেই জল্পনায় এদিন ইতি পড়ল ৷ গোরক্ষপুর (শহর) বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করল দল ৷ এবার উত্তরপ্রদেশের নির্বাচন হচ্ছে 7 দফায় ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই ভোট পর্ব শুরু হওয়ার কথা ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে আশি বনাম কুড়ি শতাংশের লড়াই, বললেন যোগী

এদিন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র যাদব এই প্রার্থী তালিকা ঘোষণা করেন ৷ তালিকায় প্রথম দফার 58টি আসনের মধ্যে 57টি আসনের ও দ্বিতীয় দফার 55 টি আসনের মধ্যে 38টি আসনের প্রার্থীদের নাম রয়েছে ৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য লড়বেন প্রয়াগরাজ জেলার সিরাথু আসন থেকে ৷

লখনউ, 15 জানুয়ারি : আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election) গোরক্ষপুর (শহর) আসন থেকে প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, সেখানেই এদিন যোগীর নাম ঘোষণা করা হয় ৷ এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়ছেন যোগী ৷ গতবার তিনি বিধানসভা ভোটে লড়েননি ৷ বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন ৷

এর আগে জল্পনা চলছিল অযোধ্যা অথবা মথুরা থেকে প্রার্থী হতে পারেন বিজেপি'র হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ ৷ কিন্তু সেই জল্পনায় এদিন ইতি পড়ল ৷ গোরক্ষপুর (শহর) বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করল দল ৷ এবার উত্তরপ্রদেশের নির্বাচন হচ্ছে 7 দফায় ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই ভোট পর্ব শুরু হওয়ার কথা ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে আশি বনাম কুড়ি শতাংশের লড়াই, বললেন যোগী

এদিন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র যাদব এই প্রার্থী তালিকা ঘোষণা করেন ৷ তালিকায় প্রথম দফার 58টি আসনের মধ্যে 57টি আসনের ও দ্বিতীয় দফার 55 টি আসনের মধ্যে 38টি আসনের প্রার্থীদের নাম রয়েছে ৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য লড়বেন প্রয়াগরাজ জেলার সিরাথু আসন থেকে ৷

Last Updated : Jan 15, 2022, 2:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.