গোরক্ষপুর, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষ্যে দলিত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ বৃহস্পতিবার গোরক্ষপুরের বাসিন্দা অমৃতলাল ভারতীর বাড়িতে পাত পেড়ে খিচুড়ি খেলেন তিনি (Yogi Adityanath takes lunch with Dalit BJP worker) ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগে এই ঘটনা নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷
আরও পড়ুন : Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ
বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, দলিত-বিরোধী তকমা ঝেড়ে ফেলতেই এই আয়োজন ৷ সদ্য বিজেপি ছেড়েছেন স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত একজন নেতা ৷ যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ তাছাড়া, শুধুমাত্র স্বামী প্রসাদ মৌর্য নন, ভোটের আগে উত্তরপ্রদেশে বিজেপি ছেড়ে একাধিক নেতা, কর্মী সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন বা দিতে চলেছেন ৷ এঁদের মধ্যে দলিত নেতারাও রয়েছেন ৷ সকলেরই বক্তব্য, দলিতদের প্রতি বিজেপির আচরণে ক্ষুব্ধ হয়েই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তাঁরা ৷ এই প্রেক্ষাপটে ভোটের আগে দলিত-দরদী ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই যোগী আদিত্যনাথের এই ভোজনপর্ব বলে মনে করা হচ্ছে ৷
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় কোনও রাজনীতির উল্লেখ করেননি যোগী ৷ বরং, রীতি রক্ষা করতেই যে তিনি অমৃতলালের বাড়িতে খিচুড়ি খেয়েছেন, সেটাই দাবি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তাঁর এদিনের মধ্যাহ্নভোজ সম্পর্কে যোগী বলেন, ‘‘অমৃতলাল ভারতী তফশিলি জাতিভুক্ত ৷ তিনি আমাকে মকর সংক্রান্তি উপলক্ষে তাঁর বাড়িতে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’
প্রসঙ্গত, গত মঙ্গলবারই যোগী সরকারের মন্ত্রিসভা এবং বিজেপি থেকে পদত্যাগ করেন স্বামী প্রসাদ মৌর্য ৷ পরদিন, অর্থাৎ গত বুধবার মন্ত্রী পদে ইস্তফা দেন দারা সিং চৌহান ৷ বৃহস্পতিবার একই পদক্ষেপ করেন ধরম সিং সাইনি ৷ অন্যদিকে, এই পরিস্থিতিতে ক্রমশ শক্তি বাড়ানোর চেষ্টা করছে রাজ্যের প্রাক্তন শাসকদল সমাজবাদী পার্টি ৷ এবারের ভোটে তাদের রণকৌশল হল ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নির্বাচনী ময়দানে দলের ভিত পোক্ত করা ৷
আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক
-
#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath had lunch at the residence of Amritlal Bharti in Gorakhpur
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
"I want to thank Bharti who belongs to Scheduled Caste community for inviting me for 'Khichri Sahbhoj' on the occasion of #MakarSankranti today," the CM says pic.twitter.com/SSIhWglyQE
">#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath had lunch at the residence of Amritlal Bharti in Gorakhpur
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2022
"I want to thank Bharti who belongs to Scheduled Caste community for inviting me for 'Khichri Sahbhoj' on the occasion of #MakarSankranti today," the CM says pic.twitter.com/SSIhWglyQE#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath had lunch at the residence of Amritlal Bharti in Gorakhpur
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2022
"I want to thank Bharti who belongs to Scheduled Caste community for inviting me for 'Khichri Sahbhoj' on the occasion of #MakarSankranti today," the CM says pic.twitter.com/SSIhWglyQE
উল্লেখ্য, এর আগে বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা, বিনয় শাক্য, অবতার সিং ভড়ানা, রোশনলাল ভার্মা, ব্রিজেশ প্রজাপতি এবং ভগবতী সাগর বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন ৷ এঁরা সকলেই শুক্রবার সমাজবাদী পার্টিতে যোগ দেন ৷ সঙ্গে ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যও ৷ সপা-র দাবি, এই দলবদলে তাদের শক্তি আরও বেড়েছে ৷ অন্যদিকে বিজেপির বক্তব্য, ভোটের টিকিট না পেয়েই দল ছাড়ছেন কিছু নেতা ৷ তাতে তাদের কোনও ক্ষতি হবে না ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সাত দফার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ভোট হবে 10, 14, 20, 23, 27 ফেব্রুয়ারি এবং 3 ও 7 মার্চ ৷