ETV Bharat / bharat

UP Assembly Election 2022 : ভোটের আগে দলিত কর্মীর বাড়িতে খিচুড়ি সহযোগে মধ্যাহ্নভোজ যোগী আদিত্যনাথের

মকর সংক্রান্তিতে দলিত বিজেপি কর্মীর বাড়িতে খিচুড়ি খেয়ে মধ্যাহ্নভোজ সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath takes lunch with Dalit BJP worker) ৷ দলিতবিরোধী তকমা ঝেড়ে ফেলতেই যোগীর এই উদ্যোগ বলে মত ওয়াকিবহাল মহলের ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগে যা অত্যন্ত জরুরি ৷

yogi adityanath takes lunch with dalit bjp worker in gorakhpur
UP Assembly Election 2022 : ভোটের আগে দলিত বিজেপি কর্মীর বাড়িতে খিচুড়ি খেলেন যোগী আদিত্যনাথ
author img

By

Published : Jan 14, 2022, 6:09 PM IST

গোরক্ষপুর, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষ্যে দলিত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ বৃহস্পতিবার গোরক্ষপুরের বাসিন্দা অমৃতলাল ভারতীর বাড়িতে পাত পেড়ে খিচুড়ি খেলেন তিনি (Yogi Adityanath takes lunch with Dalit BJP worker) ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগে এই ঘটনা নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন : Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ

বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, দলিত-বিরোধী তকমা ঝেড়ে ফেলতেই এই আয়োজন ৷ সদ্য বিজেপি ছেড়েছেন স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত একজন নেতা ৷ যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ তাছাড়া, শুধুমাত্র স্বামী প্রসাদ মৌর্য নন, ভোটের আগে উত্তরপ্রদেশে বিজেপি ছেড়ে একাধিক নেতা, কর্মী সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন বা দিতে চলেছেন ৷ এঁদের মধ্যে দলিত নেতারাও রয়েছেন ৷ সকলেরই বক্তব্য, দলিতদের প্রতি বিজেপির আচরণে ক্ষুব্ধ হয়েই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তাঁরা ৷ এই প্রেক্ষাপটে ভোটের আগে দলিত-দরদী ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই যোগী আদিত্যনাথের এই ভোজনপর্ব বলে মনে করা হচ্ছে ৷

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় কোনও রাজনীতির উল্লেখ করেননি যোগী ৷ বরং, রীতি রক্ষা করতেই যে তিনি অমৃতলালের বাড়িতে খিচুড়ি খেয়েছেন, সেটাই দাবি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তাঁর এদিনের মধ্যাহ্নভোজ সম্পর্কে যোগী বলেন, ‘‘অমৃতলাল ভারতী তফশিলি জাতিভুক্ত ৷ তিনি আমাকে মকর সংক্রান্তি উপলক্ষে তাঁর বাড়িতে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’

প্রসঙ্গত, গত মঙ্গলবারই যোগী সরকারের মন্ত্রিসভা এবং বিজেপি থেকে পদত্যাগ করেন স্বামী প্রসাদ মৌর্য ৷ পরদিন, অর্থাৎ গত বুধবার মন্ত্রী পদে ইস্তফা দেন দারা সিং চৌহান ৷ বৃহস্পতিবার একই পদক্ষেপ করেন ধরম সিং সাইনি ৷ অন্যদিকে, এই পরিস্থিতিতে ক্রমশ শক্তি বাড়ানোর চেষ্টা করছে রাজ্যের প্রাক্তন শাসকদল সমাজবাদী পার্টি ৷ এবারের ভোটে তাদের রণকৌশল হল ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নির্বাচনী ময়দানে দলের ভিত পোক্ত করা ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

  • #WATCH Uttar Pradesh CM Yogi Adityanath had lunch at the residence of Amritlal Bharti in Gorakhpur

    "I want to thank Bharti who belongs to Scheduled Caste community for inviting me for 'Khichri Sahbhoj' on the occasion of #MakarSankranti today," the CM says pic.twitter.com/SSIhWglyQE

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, এর আগে বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা, বিনয় শাক্য, অবতার সিং ভড়ানা, রোশনলাল ভার্মা, ব্রিজেশ প্রজাপতি এবং ভগবতী সাগর বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন ৷ এঁরা সকলেই শুক্রবার সমাজবাদী পার্টিতে যোগ দেন ৷ সঙ্গে ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যও ৷ সপা-র দাবি, এই দলবদলে তাদের শক্তি আরও বেড়েছে ৷ অন্যদিকে বিজেপির বক্তব্য, ভোটের টিকিট না পেয়েই দল ছাড়ছেন কিছু নেতা ৷ তাতে তাদের কোনও ক্ষতি হবে না ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সাত দফার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ভোট হবে 10, 14, 20, 23, 27 ফেব্রুয়ারি এবং 3 ও 7 মার্চ ৷

গোরক্ষপুর, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষ্যে দলিত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ বৃহস্পতিবার গোরক্ষপুরের বাসিন্দা অমৃতলাল ভারতীর বাড়িতে পাত পেড়ে খিচুড়ি খেলেন তিনি (Yogi Adityanath takes lunch with Dalit BJP worker) ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগে এই ঘটনা নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন : Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ

বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, দলিত-বিরোধী তকমা ঝেড়ে ফেলতেই এই আয়োজন ৷ সদ্য বিজেপি ছেড়েছেন স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত একজন নেতা ৷ যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ তাছাড়া, শুধুমাত্র স্বামী প্রসাদ মৌর্য নন, ভোটের আগে উত্তরপ্রদেশে বিজেপি ছেড়ে একাধিক নেতা, কর্মী সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন বা দিতে চলেছেন ৷ এঁদের মধ্যে দলিত নেতারাও রয়েছেন ৷ সকলেরই বক্তব্য, দলিতদের প্রতি বিজেপির আচরণে ক্ষুব্ধ হয়েই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তাঁরা ৷ এই প্রেক্ষাপটে ভোটের আগে দলিত-দরদী ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই যোগী আদিত্যনাথের এই ভোজনপর্ব বলে মনে করা হচ্ছে ৷

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় কোনও রাজনীতির উল্লেখ করেননি যোগী ৷ বরং, রীতি রক্ষা করতেই যে তিনি অমৃতলালের বাড়িতে খিচুড়ি খেয়েছেন, সেটাই দাবি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তাঁর এদিনের মধ্যাহ্নভোজ সম্পর্কে যোগী বলেন, ‘‘অমৃতলাল ভারতী তফশিলি জাতিভুক্ত ৷ তিনি আমাকে মকর সংক্রান্তি উপলক্ষে তাঁর বাড়িতে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’

প্রসঙ্গত, গত মঙ্গলবারই যোগী সরকারের মন্ত্রিসভা এবং বিজেপি থেকে পদত্যাগ করেন স্বামী প্রসাদ মৌর্য ৷ পরদিন, অর্থাৎ গত বুধবার মন্ত্রী পদে ইস্তফা দেন দারা সিং চৌহান ৷ বৃহস্পতিবার একই পদক্ষেপ করেন ধরম সিং সাইনি ৷ অন্যদিকে, এই পরিস্থিতিতে ক্রমশ শক্তি বাড়ানোর চেষ্টা করছে রাজ্যের প্রাক্তন শাসকদল সমাজবাদী পার্টি ৷ এবারের ভোটে তাদের রণকৌশল হল ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নির্বাচনী ময়দানে দলের ভিত পোক্ত করা ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

  • #WATCH Uttar Pradesh CM Yogi Adityanath had lunch at the residence of Amritlal Bharti in Gorakhpur

    "I want to thank Bharti who belongs to Scheduled Caste community for inviting me for 'Khichri Sahbhoj' on the occasion of #MakarSankranti today," the CM says pic.twitter.com/SSIhWglyQE

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, এর আগে বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা, বিনয় শাক্য, অবতার সিং ভড়ানা, রোশনলাল ভার্মা, ব্রিজেশ প্রজাপতি এবং ভগবতী সাগর বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন ৷ এঁরা সকলেই শুক্রবার সমাজবাদী পার্টিতে যোগ দেন ৷ সঙ্গে ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যও ৷ সপা-র দাবি, এই দলবদলে তাদের শক্তি আরও বেড়েছে ৷ অন্যদিকে বিজেপির বক্তব্য, ভোটের টিকিট না পেয়েই দল ছাড়ছেন কিছু নেতা ৷ তাতে তাদের কোনও ক্ষতি হবে না ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সাত দফার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ভোট হবে 10, 14, 20, 23, 27 ফেব্রুয়ারি এবং 3 ও 7 মার্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.