ETV Bharat / bharat

Yogi Adityanath Interview : নৈরাজ্য ছড়াতে দেব না, বিজেপির পাশেই উত্তরপ্রদেশের মানুষ : মুখোমুখি যোগী - উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন 2022

বিজেপির পাশেই রয়েছে উত্তরপ্রদেশের মানুষ (UP Assembly Elections 2022) ৷ ইটিভি ভারত উত্তরপ্রদেশের ব্যুরো চিফ অলোক ত্রিপাঠিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি যোগী আদিত্যনাথের (Yogi Adityanath Interview) ৷

Yogi Adityanath Interview News
নৈরাজ্য ছড়াতে দেব না, বিজেপির পাশেই উত্তরপ্রদেশের মানুষ: মুখোমুখি যোগী
author img

By

Published : Feb 22, 2022, 12:03 PM IST

Updated : Feb 22, 2022, 4:45 PM IST

লখনউ, 22 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে ৷ ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি ৷ দিন-রাত প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির তাবড় নেতারা ৷ নির্বাচনের ফলাফল নিয়ে তিনি কী ভাবছেন ? সমাজবাদী পার্টি তাঁদের কতটা টক্কর দেবে ? সম্প্রতি হিজাব নিয়ে তৈরি হওয়া যে বিতর্ক গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, তা নিয়েই বা তাঁর কী মত ? এমনই নানা প্রশ্নের জবাব দিলেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন ইটিভি ভারত উত্তরপ্রদেশের ব্যুরো চিফ অলোক ত্রিপাঠি ৷

ইটিভি ভারত: রাজ্যে তিন দফা নির্বাচনের (CM Yogi on UP Election) পর দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ?

যোগী আদিত্যনাথ: জাতীয়তাবাদ, উন্নয়ন ও ভালো প্রশাসন - এটাই এজেন্ডা বিজেপির ৷ জনগণ এটা জানেন যে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সুরক্ষা দিতে পারে বিজেপিই ৷ তিন দফার ট্রেন্ড জানান দিচ্ছে যে, মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে ৷

ইটিভি ভারত: আমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্তের বাবাকে সপা সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে ৷ সেই ছবি ভাইরালও হয়েছে ৷ কী বলবেন ?

যোগী আদিত্যনাথ: সমাজবাদী পার্টির (Yogi blames SP) ইতিহাস খুবই খারাপ ৷ 2013 সালে যখন সপার সরকার ছিল, তখন তারা তাদের সময়ে হওয়া সব ঘটনার সঙ্গে জড়ির জঙ্গিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চেষ্টা করেছে ৷ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাঙ্কের রাজনীতি করতেই বরাবর দেখা গিয়েছে সমাজবাদী পার্টিকে ৷ রাজ্যে মাফিয়া ও গুন্ডাদের আশ্রয় দিয়েছে এই দল ৷ এটাই সপার ইতিহাস ৷ সবাই সেটা জানে ৷

তিন দিন আগেই গুজরাতের আদালত ধারাবাহিক বিস্ফোরণ (Yogi on Gujarat Blasts) নিয়ে একটি রায় দিয়েছে ৷ দোষী সাব্যস্ত 38 জনকে মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত ৷ তাদের মধ্যে 9 জন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ রাজ্যের বেশিরভাগ জঙ্গি আজমগড়ের সাঞ্জারপুর গ্রামের আশেপাশে ঘাঁটি গেড়ে রয়েছে ৷ সাঞ্জারপুরের এক জঙ্গি সিরিয়ায় পালিয়ে গিয়েছিল, তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ তার ভাই বাটলা হাউসের ঘটনায় জড়িত ছিল ৷ আর তাদের বাবা সমাজবাদী পার্টির সক্রিয় সদস্য, তিনি সপার হয়ে প্রচারও করেছেন ৷

সব ছোট-বড় ঘটনায় প্রতিক্রিয়া জানাতে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ৷ কেন তিনি 2013 সালের ঘটনা ও সেই নিয়ে আদালতের রায় প্রসঙ্গে নীরব, তা ভেবে তাজ্জব হই ৷

নৈরাজ্য ছড়াতে দেব না, বিজেপির পাশেই উত্তরপ্রদেশের মানুষ : মুখোমুখি যোগী

আরও পড়ুন: UP Assembly Election 2022 : আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা অখিলেশের বিরুদ্ধে

ইটিভি ভারত: মাফিয়াদের (Yogi on Mafia) বিরুদ্ধে আপনি যে ব্যবস্থা নিয়েছেন, তাকে কটাক্ষ করেছেন অখিলেশ ৷ তিনি আপনাকে বলেছেন বুলডোজার ওয়ালে বাবা ৷ কী বলবেন ?

যোগী আদিত্যনাথ: এটা খুবই দুর্ভাগ্যজনক যে, এই রাজ্যে চারবার ক্ষমতায় এসেছে সমাজবাদী পার্টি ৷ তবে কোনওদিন তারা গরিব, যুব সম্প্রদায় ও কৃষকদের জন্য কাজ করেনি ৷ সন্ত্রাসবাদীদের প্রতি দলটির নরম মনোভাব রয়েছে, এটা খুবই আশ্চর্যের ৷

সপা একসময় মাফিয়া ও গুন্ডাদের আশ্রয় দিত ৷ আমরা যা বলেছিলাম, সেটাই করেছি ৷ আমরা অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছি ৷ উন্নয়ন ও সুরক্ষা এই দুটি বিষয়ে কোনও রকম আপোষ না করে কাজ করবে পরের বিজেপি সরকার ৷

ইটিভি ভারত: সাম্প্রদায়িক হিংসায় হওয়া ক্ষতিকে কাটিয়ে ওঠার জন্য আপনার সরকারের পদক্ষেপ সারা দেশের নজরে এসেছে ৷ বর্তমানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর রিকভারি নোটিস প্রত্যাহার করা হয়েছে ৷ আপনার সরকার ফের ক্ষমতায় এলে এই নিয়ে কী করবে ?

যোগী আদিত্যনাথ: সুপ্রিম কোর্টের কথা মেনে আমরা ইতিমধ্যেই সেই কাজ করে ফেলেছি ৷ বিক্ষোভের সময় সম্পত্তি নষ্ট করায় হিংসাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করাটা প্রশাসনিক নির্দেশ ছিল ৷ পরে আমরা একটি আইন তৈরি করি ৷ তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ৷ আদালত বলেছে, প্রশাসনিক নির্দেশে নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে হলে ট্রাইব্যুনালের নির্দেশ প্রয়োজন ৷ এখন সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে ৷

ইটিভি ভারত: হিজাব বিতর্ক নিয়ে আপনার কী মত ?

যোগী আদিত্যনাথ: বিষয়টি কর্নাটকের ৷ আমি এটাই বিশ্বাস করি যে, কোনও ব্যক্তিগত আইন বা শরিয়ত (Yogi on Hijab Row) মেনে নয়, দেশের ব্যবস্থা চলবে দেশের সংবিধান মেনে ৷ বাড়ির ভেতরে আপনি নিজের ইচ্ছে মতো পোশাক পরতেই পারেন ৷ কিন্তু কোনও প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকলে সেটা মেনে চলতে হবে সবাইকে ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা

ইটিভি ভারত: করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছিল, তা সামাল দিতে আপনার সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এ ব্যাপারে আপনার কী বক্তব্য ?

যোগী আদিত্যনাথ: করোনার সময়ে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসের নেতারা কোথায় ছিলেন ? সেই সময় এই সব দল নিখোঁজ হয়ে যায়, বাড়িতে আইসোলেশনে চলে যায় ৷ শুধুমাত্র কেন্দ্রীয় ও রাজ্য সরকার সক্রিয় ছিল ৷ আমরা খুব ভালো ব্যবস্থা নিয়েছি ৷ করোনাকে আমরা যে ভাবে সামলেছি, তা গোটা দেশে এমনকী বিশ্বেও প্রশংসিত হয়েছে (Yogi Adityanath exudes confidence on BJPs victory in UP) ৷

ইটিভি ভারত: উন্নয়মূলক কাজের লম্বা তালিকা আপনার কাছে রয়েছে ৷ তাও নির্বাচনের সময় জিন্নাহ ও সন্ত্রাসবাদ ইস্যু এল কেন ?

যোগী আদিত্যনাথ: আমি শুধু উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই ৷ যখন গোটা দেশ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন করছে, তখন সেই দিনেই জিন্নাহর মাহাত্ম্য তুলে ধরছে সমাজবাদী পার্টি ৷ যে দিনে আমরা রাজ্যের যুব সম্প্রদায়ের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি, তখনই সপা পাকিস্তানের প্রশংসা করছে ৷ আমাদের দল নয়, সপাই এই ইস্যুগুলিকে টেনে এনেছে ৷ আমরা শুধু একটাই স্লোগান দিয়ে এসেছি, সবকা সাথ, সবকা বিকাশ ৷

ইটিভি ভারত: এ বারের ভোটে বিজেপি কটা আসন পাবে ?

যোগী আদিত্যনাথ: লড়াইটা গিয়ে দাঁড়াবে 80 বনাম 20-তে ৷

লখনউ, 22 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে ৷ ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি ৷ দিন-রাত প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির তাবড় নেতারা ৷ নির্বাচনের ফলাফল নিয়ে তিনি কী ভাবছেন ? সমাজবাদী পার্টি তাঁদের কতটা টক্কর দেবে ? সম্প্রতি হিজাব নিয়ে তৈরি হওয়া যে বিতর্ক গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, তা নিয়েই বা তাঁর কী মত ? এমনই নানা প্রশ্নের জবাব দিলেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন ইটিভি ভারত উত্তরপ্রদেশের ব্যুরো চিফ অলোক ত্রিপাঠি ৷

ইটিভি ভারত: রাজ্যে তিন দফা নির্বাচনের (CM Yogi on UP Election) পর দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ?

যোগী আদিত্যনাথ: জাতীয়তাবাদ, উন্নয়ন ও ভালো প্রশাসন - এটাই এজেন্ডা বিজেপির ৷ জনগণ এটা জানেন যে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সুরক্ষা দিতে পারে বিজেপিই ৷ তিন দফার ট্রেন্ড জানান দিচ্ছে যে, মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে ৷

ইটিভি ভারত: আমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্তের বাবাকে সপা সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে ৷ সেই ছবি ভাইরালও হয়েছে ৷ কী বলবেন ?

যোগী আদিত্যনাথ: সমাজবাদী পার্টির (Yogi blames SP) ইতিহাস খুবই খারাপ ৷ 2013 সালে যখন সপার সরকার ছিল, তখন তারা তাদের সময়ে হওয়া সব ঘটনার সঙ্গে জড়ির জঙ্গিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চেষ্টা করেছে ৷ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাঙ্কের রাজনীতি করতেই বরাবর দেখা গিয়েছে সমাজবাদী পার্টিকে ৷ রাজ্যে মাফিয়া ও গুন্ডাদের আশ্রয় দিয়েছে এই দল ৷ এটাই সপার ইতিহাস ৷ সবাই সেটা জানে ৷

তিন দিন আগেই গুজরাতের আদালত ধারাবাহিক বিস্ফোরণ (Yogi on Gujarat Blasts) নিয়ে একটি রায় দিয়েছে ৷ দোষী সাব্যস্ত 38 জনকে মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত ৷ তাদের মধ্যে 9 জন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ রাজ্যের বেশিরভাগ জঙ্গি আজমগড়ের সাঞ্জারপুর গ্রামের আশেপাশে ঘাঁটি গেড়ে রয়েছে ৷ সাঞ্জারপুরের এক জঙ্গি সিরিয়ায় পালিয়ে গিয়েছিল, তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ তার ভাই বাটলা হাউসের ঘটনায় জড়িত ছিল ৷ আর তাদের বাবা সমাজবাদী পার্টির সক্রিয় সদস্য, তিনি সপার হয়ে প্রচারও করেছেন ৷

সব ছোট-বড় ঘটনায় প্রতিক্রিয়া জানাতে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ৷ কেন তিনি 2013 সালের ঘটনা ও সেই নিয়ে আদালতের রায় প্রসঙ্গে নীরব, তা ভেবে তাজ্জব হই ৷

নৈরাজ্য ছড়াতে দেব না, বিজেপির পাশেই উত্তরপ্রদেশের মানুষ : মুখোমুখি যোগী

আরও পড়ুন: UP Assembly Election 2022 : আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা অখিলেশের বিরুদ্ধে

ইটিভি ভারত: মাফিয়াদের (Yogi on Mafia) বিরুদ্ধে আপনি যে ব্যবস্থা নিয়েছেন, তাকে কটাক্ষ করেছেন অখিলেশ ৷ তিনি আপনাকে বলেছেন বুলডোজার ওয়ালে বাবা ৷ কী বলবেন ?

যোগী আদিত্যনাথ: এটা খুবই দুর্ভাগ্যজনক যে, এই রাজ্যে চারবার ক্ষমতায় এসেছে সমাজবাদী পার্টি ৷ তবে কোনওদিন তারা গরিব, যুব সম্প্রদায় ও কৃষকদের জন্য কাজ করেনি ৷ সন্ত্রাসবাদীদের প্রতি দলটির নরম মনোভাব রয়েছে, এটা খুবই আশ্চর্যের ৷

সপা একসময় মাফিয়া ও গুন্ডাদের আশ্রয় দিত ৷ আমরা যা বলেছিলাম, সেটাই করেছি ৷ আমরা অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছি ৷ উন্নয়ন ও সুরক্ষা এই দুটি বিষয়ে কোনও রকম আপোষ না করে কাজ করবে পরের বিজেপি সরকার ৷

ইটিভি ভারত: সাম্প্রদায়িক হিংসায় হওয়া ক্ষতিকে কাটিয়ে ওঠার জন্য আপনার সরকারের পদক্ষেপ সারা দেশের নজরে এসেছে ৷ বর্তমানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর রিকভারি নোটিস প্রত্যাহার করা হয়েছে ৷ আপনার সরকার ফের ক্ষমতায় এলে এই নিয়ে কী করবে ?

যোগী আদিত্যনাথ: সুপ্রিম কোর্টের কথা মেনে আমরা ইতিমধ্যেই সেই কাজ করে ফেলেছি ৷ বিক্ষোভের সময় সম্পত্তি নষ্ট করায় হিংসাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করাটা প্রশাসনিক নির্দেশ ছিল ৷ পরে আমরা একটি আইন তৈরি করি ৷ তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ৷ আদালত বলেছে, প্রশাসনিক নির্দেশে নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে হলে ট্রাইব্যুনালের নির্দেশ প্রয়োজন ৷ এখন সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে ৷

ইটিভি ভারত: হিজাব বিতর্ক নিয়ে আপনার কী মত ?

যোগী আদিত্যনাথ: বিষয়টি কর্নাটকের ৷ আমি এটাই বিশ্বাস করি যে, কোনও ব্যক্তিগত আইন বা শরিয়ত (Yogi on Hijab Row) মেনে নয়, দেশের ব্যবস্থা চলবে দেশের সংবিধান মেনে ৷ বাড়ির ভেতরে আপনি নিজের ইচ্ছে মতো পোশাক পরতেই পারেন ৷ কিন্তু কোনও প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকলে সেটা মেনে চলতে হবে সবাইকে ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে সপ্তম দফার প্রচারে 3 মার্চ মোদি গড়ে মমতা

ইটিভি ভারত: করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছিল, তা সামাল দিতে আপনার সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এ ব্যাপারে আপনার কী বক্তব্য ?

যোগী আদিত্যনাথ: করোনার সময়ে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসের নেতারা কোথায় ছিলেন ? সেই সময় এই সব দল নিখোঁজ হয়ে যায়, বাড়িতে আইসোলেশনে চলে যায় ৷ শুধুমাত্র কেন্দ্রীয় ও রাজ্য সরকার সক্রিয় ছিল ৷ আমরা খুব ভালো ব্যবস্থা নিয়েছি ৷ করোনাকে আমরা যে ভাবে সামলেছি, তা গোটা দেশে এমনকী বিশ্বেও প্রশংসিত হয়েছে (Yogi Adityanath exudes confidence on BJPs victory in UP) ৷

ইটিভি ভারত: উন্নয়মূলক কাজের লম্বা তালিকা আপনার কাছে রয়েছে ৷ তাও নির্বাচনের সময় জিন্নাহ ও সন্ত্রাসবাদ ইস্যু এল কেন ?

যোগী আদিত্যনাথ: আমি শুধু উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই ৷ যখন গোটা দেশ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন করছে, তখন সেই দিনেই জিন্নাহর মাহাত্ম্য তুলে ধরছে সমাজবাদী পার্টি ৷ যে দিনে আমরা রাজ্যের যুব সম্প্রদায়ের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি, তখনই সপা পাকিস্তানের প্রশংসা করছে ৷ আমাদের দল নয়, সপাই এই ইস্যুগুলিকে টেনে এনেছে ৷ আমরা শুধু একটাই স্লোগান দিয়ে এসেছি, সবকা সাথ, সবকা বিকাশ ৷

ইটিভি ভারত: এ বারের ভোটে বিজেপি কটা আসন পাবে ?

যোগী আদিত্যনাথ: লড়াইটা গিয়ে দাঁড়াবে 80 বনাম 20-তে ৷

Last Updated : Feb 22, 2022, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.