ETV Bharat / bharat

PM on Yoga Day: বিশ্বজুড়ে শান্তি আনবে, যোগ দিবসে বার্তা মোদির - আন্তর্জাতিক যোগ দিবস 2022

বিশ্বজুড়ে শান্তি আনবে যোগ (Yoga brings peace to our society)৷ যোগ দিবসে এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM on Yoga Day)৷ আন্তর্জাতিক যোগ দিবসে এ দিন মাইসুরুতে কয়েক হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন নমো ৷

Yoga makes us self conscious: PM on Yoga Day
বিশ্বজুড়ে শান্তি আনবে, যোগ দিবসে বার্তা মোদির
author img

By

Published : Jun 21, 2022, 8:58 AM IST

মাইসুরু, 21 জুন: আমাদের বিশ্বে শান্তি এনে দিয়েছে যোগ (Yoga brings peace to our society)৷ আন্তর্জাতিক যোগ দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Yoga Day)৷

মঙ্গলবার ঐতিহ্যবাহী মাইসুরু প্যালেসে যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি ৷ গণ যোগ দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাভ্যাস করেন কয়েক হাজার মানুষ (Benefits of yoga)৷

এ দিন মোদি (PM Modi on Yoga Day) বলেছেন, "আমাদের নিজেদের শরীর ও মন থেকে এই গোটা বিশ্বের সূচনা হয় ৷ আমাদের থেকেই বিশ্বের শুরু ৷ আর আমাদের মধ্যে যা যা রয়েছে, সে গুলি সম্পর্কে যোগ আমাদের সচেতন করে দেয় ৷ সচেতনতা বোধ গড়ে তোলে ৷ আমাদের জন্য শান্তি নিয়ে আসে যোগ ৷ যোগের জন্য যে শান্তি আসে তা কোনও বিশেষ ব্যক্তিবিশেষের জন্য নয়, যোগ আমাজের সমাজে শান্তি নিয়ে আসে ৷ আমাদের দেশ ও গোটা পৃথিবীতে শান্তি আনে যোগ ৷ আর যোগ আমাদের বিশ্বেও শান্তি নিয়ে আসে ৷"

আরও পড়ুন: PM Modi on Agnipath Scheme : অগ্নিপথ বিতর্কের মধ্যেই মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগদিবস পালনের অনুষ্ঠানে ছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় আয়ূশ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, মাইসুরু রাজবংশের উত্তরাধিকারী যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ার ও 'রাজমাতা' প্রমোদা দেবী (Modi at Mysuru Palace)৷

2015 সাল থেকে প্রতি বছর 21 জুন তারিখ পালিত হয় আন্তর্জাতিক যোগদিবস ৷ যোগদিবসের চলতি বছরের থিম 'মানবতার জন্য যোগ' (International Yoga Day 2022)৷

মাইসুরু, 21 জুন: আমাদের বিশ্বে শান্তি এনে দিয়েছে যোগ (Yoga brings peace to our society)৷ আন্তর্জাতিক যোগ দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Yoga Day)৷

মঙ্গলবার ঐতিহ্যবাহী মাইসুরু প্যালেসে যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি ৷ গণ যোগ দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাভ্যাস করেন কয়েক হাজার মানুষ (Benefits of yoga)৷

এ দিন মোদি (PM Modi on Yoga Day) বলেছেন, "আমাদের নিজেদের শরীর ও মন থেকে এই গোটা বিশ্বের সূচনা হয় ৷ আমাদের থেকেই বিশ্বের শুরু ৷ আর আমাদের মধ্যে যা যা রয়েছে, সে গুলি সম্পর্কে যোগ আমাদের সচেতন করে দেয় ৷ সচেতনতা বোধ গড়ে তোলে ৷ আমাদের জন্য শান্তি নিয়ে আসে যোগ ৷ যোগের জন্য যে শান্তি আসে তা কোনও বিশেষ ব্যক্তিবিশেষের জন্য নয়, যোগ আমাজের সমাজে শান্তি নিয়ে আসে ৷ আমাদের দেশ ও গোটা পৃথিবীতে শান্তি আনে যোগ ৷ আর যোগ আমাদের বিশ্বেও শান্তি নিয়ে আসে ৷"

আরও পড়ুন: PM Modi on Agnipath Scheme : অগ্নিপথ বিতর্কের মধ্যেই মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগদিবস পালনের অনুষ্ঠানে ছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় আয়ূশ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, মাইসুরু রাজবংশের উত্তরাধিকারী যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ার ও 'রাজমাতা' প্রমোদা দেবী (Modi at Mysuru Palace)৷

2015 সাল থেকে প্রতি বছর 21 জুন তারিখ পালিত হয় আন্তর্জাতিক যোগদিবস ৷ যোগদিবসের চলতি বছরের থিম 'মানবতার জন্য যোগ' (International Yoga Day 2022)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.