নয়াদিল্লি, 21 জুন : রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক করেছে বিরোধী শিবির । কানাঘুষো শোনা যাচ্ছিল, সেখানেই যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো । সেই পালেই হাওয়া দিয়ে এবার তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা । মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ জানিয়ে দিলেন, বৃহত্তর বিরোধী ঐক্য এবং বৃহত্তর জাতীয় স্বার্থের জন্য কাজ করতে চান । সেকারণেই দল থেকে অব্যাহতি চেয়েছেন তিনি ।
এদিন টুইটে তিনি লেখেন, "টিএমসিতে আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ । এখন সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় উদ্দেশ্যের জন্য আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে । আমি নিশ্চিত যে তিনি এতে সম্মতি দেবেন ।''
-
I am grateful to Mamataji for the honour and prestige she bestowed on me in the TMC. Now a time has come when for a larger national cause I must step aside from the party to work for greater opposition unity. I am sure she approves of the step.
— Yashwant Sinha (@YashwantSinha) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am grateful to Mamataji for the honour and prestige she bestowed on me in the TMC. Now a time has come when for a larger national cause I must step aside from the party to work for greater opposition unity. I am sure she approves of the step.
— Yashwant Sinha (@YashwantSinha) June 21, 2022I am grateful to Mamataji for the honour and prestige she bestowed on me in the TMC. Now a time has come when for a larger national cause I must step aside from the party to work for greater opposition unity. I am sure she approves of the step.
— Yashwant Sinha (@YashwantSinha) June 21, 2022
ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কাছে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদে বসানোর প্রস্তাব এসেছে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দলের তরফে ৷ যদিও এখনই তৃণমূলের তরফে বিষয়টিতে সম্মতি জানানো হয়নি বলে খবর ৷ তবে সর্বসম্মতভাবে এমন প্রস্তাব বিরোধীদের তরফে এলে, তা ভেবে দেখা হবে বলে তৃণমূলের শীর্ষস্তর থেকে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধীদের একজোট করতে কি সফল মমতা ?
প্রসঙ্গত, যশবন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন ৷ তিনি অটলবিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রীও ছিলেন ৷