ETV Bharat / bharat

'স্বাধীনতার 75 বছরে লিখুন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে', দেশবাসীর কাছে আহ্বান মোদির - Modi's mann ki baat

স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু লেখার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ ভাবেই স্বাধানতী সংগ্রামীদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব বলে জানান নমো।

'Write about freedom fighters to mark 75 years of independence'
নরেন্দ্র মোদী
author img

By

Published : Jan 31, 2021, 5:11 PM IST

দিল্লি, 31 জানুয়ারি: চলতি বছর দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ধরনের লেখাই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে বলে মত তাঁর।

মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ রবিবার মোদি বলেন, ''সমস্ত দেশবাসীকে এবং বিশেষত আমার ছোট ছোট বন্ধুদের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, এর সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে এবং স্বাধীনতা সংগ্রামে নিজেদের এলাকার গরিমা সম্পর্কে বই লেখার জন্য আবেদন জানাচ্ছি। এখন ভারত তার 75তম স্বাধীনতা উদ্‌যাপন করছে। আপনাদের লেখাই স্বাধীনতা সংগ্রামের নায়কদের জন্য প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে।''

আরও পড়ুন: জাতীয় পতাকার অপমানে স্তম্ভিত দেশ, মন কি বাতে প্রধানমন্ত্রী

এ দিন 'মন কি বাত' রেডিয়ো অনুষ্ঠানের 73তম এপিসোডে এবং 2021 সালের প্রথম এপিসোডে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ দিন ট্র্যাক্টর ব়্যালিকে কেন্দ্র করে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাতে তিনি বলেন, "26 জানুয়ারি যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে, তা দেখে স্তম্ভিত গোটা দেশ।"

দিল্লি, 31 জানুয়ারি: চলতি বছর দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ধরনের লেখাই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে বলে মত তাঁর।

মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ রবিবার মোদি বলেন, ''সমস্ত দেশবাসীকে এবং বিশেষত আমার ছোট ছোট বন্ধুদের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, এর সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে এবং স্বাধীনতা সংগ্রামে নিজেদের এলাকার গরিমা সম্পর্কে বই লেখার জন্য আবেদন জানাচ্ছি। এখন ভারত তার 75তম স্বাধীনতা উদ্‌যাপন করছে। আপনাদের লেখাই স্বাধীনতা সংগ্রামের নায়কদের জন্য প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে।''

আরও পড়ুন: জাতীয় পতাকার অপমানে স্তম্ভিত দেশ, মন কি বাতে প্রধানমন্ত্রী

এ দিন 'মন কি বাত' রেডিয়ো অনুষ্ঠানের 73তম এপিসোডে এবং 2021 সালের প্রথম এপিসোডে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ দিন ট্র্যাক্টর ব়্যালিকে কেন্দ্র করে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাতে তিনি বলেন, "26 জানুয়ারি যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে, তা দেখে স্তম্ভিত গোটা দেশ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.