ETV Bharat / bharat

Birsa Munda International Hockey Stadium: বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়ামের উদ্বোধন ওড়িশায়

author img

By

Published : Jan 6, 2023, 8:20 AM IST

ভারতীয় ক্রীড়া মানচিত্রে নতুন মাত্রা যোগ হল । পৃথিবীর বৃহত্তম হকি স্টেডিয়ামের উদ্বোধন হল ওড়িশায় । বীরসা মুন্ডার নামাঙ্কিত এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik inaugurated largest Hockey stadium of the world)।

Etv Bharat
Etv Bharat

রৌরকেল্লা, 6 জানুয়ারি: বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়ামের উদ্বোধন হল (Largest Hockey stadium of the world inaugurated in Orissa) । ওড়িশার রৌরকেল্লায় বীরসা মুন্ডার নামাঙ্কিত স্টেডিয়ামটির (Birsa Munda International Hockey Stadium) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Orissa CM Naveen Patnaik) । তাঁর কথায় এটি দেশকে দেওয়া ওড়িশার সেরা উপহার (CM Naveen Patnaik said this stadium is Orissa's biggest gift to the nation ) । পাশাপাশি আগামী দিনে ভারতীয় হকির শক্তি আরও বাড়াতে এটি কার্যকরী ভূমিকা নেবে বলে তিনি মনে করেন । দীর্ঘদিন ধরেই ভারতীয় হকির উন্নয়নে কাজ করে চলেছে ওড়িশা সরকার । ভারতের পুরুষ এবং মহিলা দুটি হকি দলেরই পৃষ্ঠপোষক ভারতের এই অঙ্গ রাজ্যের সরকার ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, "এই রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশে যাঁরা হকি ভালোবাসেন তাঁদের এই স্টেডিয়াম উপহার দিতে চাই। হকি বিশ্বকাপে বিশ্বের তাবড় হকি খেলোয়াড়রা এখানে এসে নিজেদের প্রতিভার পরিচয় দেবেন। দেশকে দেওয়া এটাই ওড়িশার সেরা উপহার ।" এই স্টেডিয়াম ভারতীয় হকিকে আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং বিশ্বের অন্য দেশগুলির মোকাবিলায় ভারত হকিতে একটি শক্তিধর দেশ হিসেবেও উঠে আসবে বলে তিনি মনে করেন ।

আরও পড়ুন: মোদি রাজ্যেও 'খেলা হবে' ! বিজেপি'র সংকল্প পত্রে 2036 অলিম্পিক

আগামী দিনে ভারতীয় হকির প্রাণ কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এই বীরসা মুন্ডা স্টেডিয়াম । নতুনদের প্রতিভা প্রদর্শনের মঞ্চও হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে । অনুষ্ঠানে ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা, হকি সংগঠনের সভাপতি দিলীপ তিরকে থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট উপস্থিত ছিলেন । প্রসঙ্গত, ভারতীয় হকির ঐতিহ্য বিরাট । একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য মিলেছে । গত বছর অলিম্পিকসেও এসেছে সাফল্য । সে সময়ই নতুন করে ভারতীয় হকির প্রতি ওড়িশার অবদানের কথা প্রকাশ্যে আসে । জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতের এই ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করে আসছে । সেই ধরাই বজায় রেখে দুনিয়ার সবথেকে বড় স্টেডিয়ামের উদ্বোধন হল রৌরকেল্লায় ।

রৌরকেল্লা, 6 জানুয়ারি: বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়ামের উদ্বোধন হল (Largest Hockey stadium of the world inaugurated in Orissa) । ওড়িশার রৌরকেল্লায় বীরসা মুন্ডার নামাঙ্কিত স্টেডিয়ামটির (Birsa Munda International Hockey Stadium) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Orissa CM Naveen Patnaik) । তাঁর কথায় এটি দেশকে দেওয়া ওড়িশার সেরা উপহার (CM Naveen Patnaik said this stadium is Orissa's biggest gift to the nation ) । পাশাপাশি আগামী দিনে ভারতীয় হকির শক্তি আরও বাড়াতে এটি কার্যকরী ভূমিকা নেবে বলে তিনি মনে করেন । দীর্ঘদিন ধরেই ভারতীয় হকির উন্নয়নে কাজ করে চলেছে ওড়িশা সরকার । ভারতের পুরুষ এবং মহিলা দুটি হকি দলেরই পৃষ্ঠপোষক ভারতের এই অঙ্গ রাজ্যের সরকার ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, "এই রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশে যাঁরা হকি ভালোবাসেন তাঁদের এই স্টেডিয়াম উপহার দিতে চাই। হকি বিশ্বকাপে বিশ্বের তাবড় হকি খেলোয়াড়রা এখানে এসে নিজেদের প্রতিভার পরিচয় দেবেন। দেশকে দেওয়া এটাই ওড়িশার সেরা উপহার ।" এই স্টেডিয়াম ভারতীয় হকিকে আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং বিশ্বের অন্য দেশগুলির মোকাবিলায় ভারত হকিতে একটি শক্তিধর দেশ হিসেবেও উঠে আসবে বলে তিনি মনে করেন ।

আরও পড়ুন: মোদি রাজ্যেও 'খেলা হবে' ! বিজেপি'র সংকল্প পত্রে 2036 অলিম্পিক

আগামী দিনে ভারতীয় হকির প্রাণ কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এই বীরসা মুন্ডা স্টেডিয়াম । নতুনদের প্রতিভা প্রদর্শনের মঞ্চও হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে । অনুষ্ঠানে ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা, হকি সংগঠনের সভাপতি দিলীপ তিরকে থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট উপস্থিত ছিলেন । প্রসঙ্গত, ভারতীয় হকির ঐতিহ্য বিরাট । একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য মিলেছে । গত বছর অলিম্পিকসেও এসেছে সাফল্য । সে সময়ই নতুন করে ভারতীয় হকির প্রতি ওড়িশার অবদানের কথা প্রকাশ্যে আসে । জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতের এই ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করে আসছে । সেই ধরাই বজায় রেখে দুনিয়ার সবথেকে বড় স্টেডিয়ামের উদ্বোধন হল রৌরকেল্লায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.