ETV Bharat / bharat

World Press Freedom Day: 'সাংবাদিকদের উপর গুপ্তচরবৃত্তি বন্ধ হোক'

author img

By

Published : May 3, 2022, 11:18 AM IST

প্রতি বছরের মতো আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day)৷ এ বছর বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসে সাংবাদিকতার উপর নজরদারির বিরুদ্ধে আওয়াজ তুলেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (International Federation of Journalists)৷

world-press-freedom-day-today this year's theme Journalism under digital siege
'সাংবাদিকদের উপর গুপ্তচরবৃত্তি বন্ধ হোক'

হায়দরাবাদ, 3 মে: আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day)৷ প্রতি বছর 3 মে বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় ৷ সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত এলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ শপথ নেওয়ার দিন (Stop spying on journalists)৷ পেশার টানে কর্মরত যে সাংবাদিকরা তাঁদের জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন (significance of press freedom day)৷

2022 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-র থিম 'ডিজিটাল অবরোধের মুখে সাংবাদিকতা'৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, সাংবাদিকদের উপর নজরদারি ও ডিজিটাল হামলায় বিপদের মুখে সাংবাদিকতা ৷ তার উপরই জোর দেওয়া হয়েছে এ বারের থিমে ৷ রাষ্ট্রসংঘও এ বিষয়ে বলেছে যে, নজরদারির কারণে সাংবাদিকরা ও হুইসল-ব্লোয়াররা যে তথ্য সংগ্রহ করেন, তা প্রকাশ্যে এসে যায় ৷ এর ফলে সাংবাদিকদের সুরক্ষায় আঘাত আসতে পারে ৷

সাংবাদিকদের উপর নজরদারির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের ডাক আইএফজে-র

বিশ্বজুড়ে উন্নত প্রযুক্তির স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের উপর গুপ্তচরবৃত্তির ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে ক্রমে বাড়ছে (IFJ on press freedom)৷ বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (International Federation of Journalists) ও তাঁর সহকারী সব সংস্থা বিশ্বব্যাপী সব সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে যে, তারা যেন সাংবাদিকদের উপর নজরদারি বন্ধ করতে কড়া নির্দেশিকা আনে ৷

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের অবস্থান

2021 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 180টি দেশের মধ্যে 142 নম্বরে রয়েছে ভারত (press freedom in India)৷ সাংবাদিকতার জন্য যে দেশগুলিকে 'খারাপ'-এর তালিকায় ফেলা হয়, তার মধ্যে রয়েছে আমাদের দেশ ৷ ব্রাজিল, রাশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলিও এই তালিকায় রয়েছে ৷ 180 দেশের তালিকায় সবার উপরে রয়েছে নরওয়ে ৷ তারপরে আছে ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের নাম ৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে নেপাল 106, শ্রীলঙ্কা 127 ও মায়ানমার 140 নম্বরে রয়েছে ৷ অর্থাৎ এই তিন প্রতিবেশী দেশের ব়্যাঙ্কিং ভারতের থেকে ভালো ৷ পাকিস্তান রয়েছে 142 ও বাংলাদেশ রয়েছে 152 নম্বরে ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে খুন সাংবাদিক, নেপথ্যে পারিবারিক বিবাদের দাবি পুলিশের

একটি রিপোর্টে বলা হয়েছে, "2020 সালে কাজের কারণে খুন হতে হয়েছে চারজন সাংবাদিককে ৷ যে সাংবাদিকরা সঠিক ভাবে কাজটা করতে চেষ্টা করেন তাঁদের জন্য সবচেয়ে বেশি যে দেশগুলি বিপজ্জনক তার মধ্যে অন্যতম ভারত ৷"

2021 সালে ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার রিপোর্ট

এই রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে অন্তত 6 জন সাংবাদিককে খুন করা হয়েছে ৷ 121 জন সাংবাদিক/সংবাদমাধ্যমের অফিসকে নিশানা করা হয়েছে ৷ সবচেয়ে বেশি সাংবাদিক/সংবাদমাধ্যমের অফিসের উপর হামলা চালানো হয়েছে জম্মু ও কাশ্মীরে (25) ৷ তারপরেই নাম রয়েছে উত্তরপ্রদেশ (23) ও মধ্যপ্রদেশের (16)৷ কমপক্ষে 8 জন মহিলা সাংবাদিককে গ্রেফতার, সমন, এফআইআর ও যৌন হেনস্থার মুখে পড়তে হয়েছে ৷

বিশ্বব্যাপী প্রেস ফ্রিডমের অবস্থা

ইউনেস্কোর রিপোর্ট বলছে, 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত 455 জন সাংবাদিককে তাঁদের কাজের কারণে খুন হতে হয়েছে ৷ 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সর্বাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটেছে মেক্সিকোতে ৷ তার পরেই আছে আফগানিস্তান ও সিরিয়ান আরব রিপাবলিক ৷

গত পাঁচ বছরে বিশ্ব জনসংখ্যার প্রায় 85 শতাংশই তাঁদের দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার সাক্ষী ৷ আজকের দিনে স্বাধীন ভাবে কাজ করার মৌলিক অধিকারের দাবিতে সরব আপামর সাংবাদিককূল ৷

হায়দরাবাদ, 3 মে: আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day)৷ প্রতি বছর 3 মে বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় ৷ সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত এলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ শপথ নেওয়ার দিন (Stop spying on journalists)৷ পেশার টানে কর্মরত যে সাংবাদিকরা তাঁদের জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন (significance of press freedom day)৷

2022 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-র থিম 'ডিজিটাল অবরোধের মুখে সাংবাদিকতা'৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, সাংবাদিকদের উপর নজরদারি ও ডিজিটাল হামলায় বিপদের মুখে সাংবাদিকতা ৷ তার উপরই জোর দেওয়া হয়েছে এ বারের থিমে ৷ রাষ্ট্রসংঘও এ বিষয়ে বলেছে যে, নজরদারির কারণে সাংবাদিকরা ও হুইসল-ব্লোয়াররা যে তথ্য সংগ্রহ করেন, তা প্রকাশ্যে এসে যায় ৷ এর ফলে সাংবাদিকদের সুরক্ষায় আঘাত আসতে পারে ৷

সাংবাদিকদের উপর নজরদারির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের ডাক আইএফজে-র

বিশ্বজুড়ে উন্নত প্রযুক্তির স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের উপর গুপ্তচরবৃত্তির ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে ক্রমে বাড়ছে (IFJ on press freedom)৷ বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (International Federation of Journalists) ও তাঁর সহকারী সব সংস্থা বিশ্বব্যাপী সব সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে যে, তারা যেন সাংবাদিকদের উপর নজরদারি বন্ধ করতে কড়া নির্দেশিকা আনে ৷

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের অবস্থান

2021 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 180টি দেশের মধ্যে 142 নম্বরে রয়েছে ভারত (press freedom in India)৷ সাংবাদিকতার জন্য যে দেশগুলিকে 'খারাপ'-এর তালিকায় ফেলা হয়, তার মধ্যে রয়েছে আমাদের দেশ ৷ ব্রাজিল, রাশিয়া ও মেক্সিকোর মতো দেশগুলিও এই তালিকায় রয়েছে ৷ 180 দেশের তালিকায় সবার উপরে রয়েছে নরওয়ে ৷ তারপরে আছে ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের নাম ৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে নেপাল 106, শ্রীলঙ্কা 127 ও মায়ানমার 140 নম্বরে রয়েছে ৷ অর্থাৎ এই তিন প্রতিবেশী দেশের ব়্যাঙ্কিং ভারতের থেকে ভালো ৷ পাকিস্তান রয়েছে 142 ও বাংলাদেশ রয়েছে 152 নম্বরে ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে খুন সাংবাদিক, নেপথ্যে পারিবারিক বিবাদের দাবি পুলিশের

একটি রিপোর্টে বলা হয়েছে, "2020 সালে কাজের কারণে খুন হতে হয়েছে চারজন সাংবাদিককে ৷ যে সাংবাদিকরা সঠিক ভাবে কাজটা করতে চেষ্টা করেন তাঁদের জন্য সবচেয়ে বেশি যে দেশগুলি বিপজ্জনক তার মধ্যে অন্যতম ভারত ৷"

2021 সালে ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার রিপোর্ট

এই রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে অন্তত 6 জন সাংবাদিককে খুন করা হয়েছে ৷ 121 জন সাংবাদিক/সংবাদমাধ্যমের অফিসকে নিশানা করা হয়েছে ৷ সবচেয়ে বেশি সাংবাদিক/সংবাদমাধ্যমের অফিসের উপর হামলা চালানো হয়েছে জম্মু ও কাশ্মীরে (25) ৷ তারপরেই নাম রয়েছে উত্তরপ্রদেশ (23) ও মধ্যপ্রদেশের (16)৷ কমপক্ষে 8 জন মহিলা সাংবাদিককে গ্রেফতার, সমন, এফআইআর ও যৌন হেনস্থার মুখে পড়তে হয়েছে ৷

বিশ্বব্যাপী প্রেস ফ্রিডমের অবস্থা

ইউনেস্কোর রিপোর্ট বলছে, 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত 455 জন সাংবাদিককে তাঁদের কাজের কারণে খুন হতে হয়েছে ৷ 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সর্বাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটেছে মেক্সিকোতে ৷ তার পরেই আছে আফগানিস্তান ও সিরিয়ান আরব রিপাবলিক ৷

গত পাঁচ বছরে বিশ্ব জনসংখ্যার প্রায় 85 শতাংশই তাঁদের দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার সাক্ষী ৷ আজকের দিনে স্বাধীন ভাবে কাজ করার মৌলিক অধিকারের দাবিতে সরব আপামর সাংবাদিককূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.