ETV Bharat / bharat

Worlds Highest Post Office : বদলে গেল বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিসের চেহারা - world highest post office in hikkim lahaul spiti himachal pradesh

পর্যটকদের আকর্ষণের জন্য স্পিতি উপত্যকায় লেটার বক্সের আকৃতির একটি পোস্ট অফিস তৈরি করা হয়েছে । স্পিতি উপত্যকার হিক্কিমে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস রয়েছে । এই পোস্ট অফিসটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে (Highest Post Office in the World)। এর বিশেষত হল পুরো অফিসটি একটি লেটার বক্সের আকারে তৈরি ।

Worlds Highest Post Office
বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস
author img

By

Published : Jun 14, 2022, 10:24 PM IST

লাহৌল-স্পিতি: বদলে গেল হিমাচলের লাহৌল-স্পিতি জেলার স্পিতি উপত্যকায় অবস্থিত হিক্কিম পোস্ট অফিস (Highest Post Office in the World) ৷ যা বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস ৷ এতদিন এই পোস্ট অফিসটি মাটির ঘরে চললেও এখন এই পোস্ট অফিসের জন্য একটি বিশেষ অফিস করা হয়েছে । এই অফিসটি লেটার বক্স আকারে করা হয়েছে ৷ লেটার বক্স আকৃতির এই অফিসটি (letter box shaped office) দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ যদিও নতুন এই অফিসে এখনও কাজ শুরু হয়নি ৷

জানা গিয়েছে, হিক্কিম গ্রামের এই পোস্ট অফিসটি 14,567 ফুট উচ্চতায় অবস্থিত ৷ যা বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস হিসাবে বিবেচিত হয় । এটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন । পর্যটকদের সুবিধার জন্য অফিসের বাইরে কিছু সেলফি পয়েন্টও করা হয়েছে । যেখানে পর্যটকরা এসে ছবি তুলতে পারে ৷

আরও পড়ুন : Shakespeare Sarani post office: শহরের অভিজাত ডাকঘর যেন পোড়োবাড়ি, ত্রিপলের নিচে বসে কাজ কর্মীদের

বিশেষ বিষয় হল সারা বিশ্বের পর্যটকরা এখান থেকে স্পিতি উপত্যকার ছবি তুলে তা রঙিন পোস্টকার্ডে করে নিজেদের আত্মীয়-বন্ধুবান্ধবদের পোস্ট করতে পারেন । পর্যটকরা পোস্টকার্ড প্রাপকদের একটি বার্তা দিয়ে শুভেচ্ছা জানায় যে, চিঠিটি বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস থেকে এসেছে । স্পিতি উপত্যকার সদর দফতর কাজার হিক্কিম গ্রামের আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ । পর্যটকরা খুব তাড়াতাড়ি এই নতুন অফিসের মাধ্যমে পোস্টকার্ড কেনার ও পোস্ট করারও সুযোগ পাবেন বলে জানা গিয়েছ ।

জনসংযোগ দফতরের আধিকারিক অজয় ​​বনিয়াল জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,567 ফুট উচ্চতায় অবস্থিত এই অফিসের জনপ্রিয়তার কারণে হিক্কিম পোস্ট অফিসের ছবিগুলি স্পিতি উপত্যকার সবচেয়ে বেশি শেয়ার করা ছবিগুলির মধ্যে একটি । সবাই চায় পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিসে যেতে । সম্প্রতি হিমাচলের গভর্নরও এই জনপ্রিয় ডাকঘর দেখতে হিক্কিম এসেছিলেন । এমতাবস্থায় লেটার বক্স আকৃতির অফিসটি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে ৷

লাহৌল-স্পিতি: বদলে গেল হিমাচলের লাহৌল-স্পিতি জেলার স্পিতি উপত্যকায় অবস্থিত হিক্কিম পোস্ট অফিস (Highest Post Office in the World) ৷ যা বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস ৷ এতদিন এই পোস্ট অফিসটি মাটির ঘরে চললেও এখন এই পোস্ট অফিসের জন্য একটি বিশেষ অফিস করা হয়েছে । এই অফিসটি লেটার বক্স আকারে করা হয়েছে ৷ লেটার বক্স আকৃতির এই অফিসটি (letter box shaped office) দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ যদিও নতুন এই অফিসে এখনও কাজ শুরু হয়নি ৷

জানা গিয়েছে, হিক্কিম গ্রামের এই পোস্ট অফিসটি 14,567 ফুট উচ্চতায় অবস্থিত ৷ যা বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস হিসাবে বিবেচিত হয় । এটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন । পর্যটকদের সুবিধার জন্য অফিসের বাইরে কিছু সেলফি পয়েন্টও করা হয়েছে । যেখানে পর্যটকরা এসে ছবি তুলতে পারে ৷

আরও পড়ুন : Shakespeare Sarani post office: শহরের অভিজাত ডাকঘর যেন পোড়োবাড়ি, ত্রিপলের নিচে বসে কাজ কর্মীদের

বিশেষ বিষয় হল সারা বিশ্বের পর্যটকরা এখান থেকে স্পিতি উপত্যকার ছবি তুলে তা রঙিন পোস্টকার্ডে করে নিজেদের আত্মীয়-বন্ধুবান্ধবদের পোস্ট করতে পারেন । পর্যটকরা পোস্টকার্ড প্রাপকদের একটি বার্তা দিয়ে শুভেচ্ছা জানায় যে, চিঠিটি বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস থেকে এসেছে । স্পিতি উপত্যকার সদর দফতর কাজার হিক্কিম গ্রামের আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ । পর্যটকরা খুব তাড়াতাড়ি এই নতুন অফিসের মাধ্যমে পোস্টকার্ড কেনার ও পোস্ট করারও সুযোগ পাবেন বলে জানা গিয়েছ ।

জনসংযোগ দফতরের আধিকারিক অজয় ​​বনিয়াল জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,567 ফুট উচ্চতায় অবস্থিত এই অফিসের জনপ্রিয়তার কারণে হিক্কিম পোস্ট অফিসের ছবিগুলি স্পিতি উপত্যকার সবচেয়ে বেশি শেয়ার করা ছবিগুলির মধ্যে একটি । সবাই চায় পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিসে যেতে । সম্প্রতি হিমাচলের গভর্নরও এই জনপ্রিয় ডাকঘর দেখতে হিক্কিম এসেছিলেন । এমতাবস্থায় লেটার বক্স আকৃতির অফিসটি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.