ETV Bharat / bharat

বাড়ি থেকে কাজে ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে, বলছে সমীক্ষা - সমীক্ষা

অফিস এখন বাড়িতে ৷ করোনাকালে অফিস আর বাড়ি মিলেমিশে একাকার ৷ কিন্তু কেমন লাগছে বাড়ি থেকে কাজ করতে, এ নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল একটি সংস্থা ৷ সব মিলিয়ে বাড়ি থেকে কাজ করতে গিয়ে জীবন আরও দুঃসহ হয়ে উঠেছে ৷ তবে আগামী দিনেও এ ছাড়া অন্য উপায় আছে কি ?

বাড়ি থেকে অফিসের কাজে মানসিক চাপ বেড়েছে
বাড়ি থেকে অফিসের কাজে মানসিক চাপ বেড়েছে
author img

By

Published : Jul 4, 2021, 12:11 PM IST

মুম্বই, 4 জুলাই : কোভিডকালে বদলেছে জীবন যাপন ৷ বদল এসেছে কাজের ধরনে ৷ করোনাসংক্রমণের প্রথম ধাক্কা থেকে বিশ্বব্যাপী "ওয়ার্ক ফ্রম হোম" (WFH) শুরু হয়েছে ৷ চলছে দ্বিতীয় ঢেউ, আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের ৷ তাই বাড়ি থেকে অফিসের কাজ সামলানোটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ৷ কিন্তু অফিসটা বাড়িতে উঠে আসার পর বাড়ি আর অফিস নিয়ে কেমন কাটছে কর্মীদের ? 20-26 জুন এসসিআইকেইওয়াই মার্কেট নেটওয়ার্ক (SCIKEY) দেশের মেট্রো শহরগুলির 2500 জনের মতামত নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ৷

আরও পড়ুন : কোভিডে 77.8 শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, রুখতে পারে ডেল্টা প্রজাতিও

সমীক্ষায় জানা গিয়েছে, বাড়িতে কাজের চাপ বেড়েছে, চাকরি টিকিয়ে রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, মানসিক চাপ বাড়ছে ৷ তাই বাড়িতে থেকে কাজ ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে, জানিয়েছে 59 শতাংশ পুরুষ, 56 শতাংশ মহিলা ৷ অফিসে থেকে কাজ করলে উচ্চাধিকারের সাহায্য় পাওয়া যায়, মত দিয়েছে 23 শতাংশ পুরুষ ৷ অন্যদিকে 20 শতাংশ পুরুষ আর 16 শতাংশ মহিলা এর বিপরীতে জানিয়েছে, কাজের জায়গা মোটে সুবিধেজনক নয়, বাড়ি ভাল ৷ 68 শতাংশ পুরুষ, 77 শতাংশ মহিলা একমত যে কাজে মন দিতে পারছেন না তাঁরা ৷

সমীক্ষা জানাচ্ছে, 22 শতাংশেরও বেশি পুরুষ কাজ হারিয়েছেন আর 60 শতাংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৷ মহিলাদের মধ্যে কাজ হারিয়েছেন 17 শতাংশ , 27 শতাংশ চিন্তিত ৷ মাত্র 30 শতাংশ পুরুষ কাজের চাপকে গুরুত্ব দিতে রাজি, কিন্তু 25 শতাংশ বিশ্বাস করেন কাজের আশা তাদের ক্ষমতার বাইরে ৷

অফিস আর বাড়ি দুইয়ের চাপে-

  • মাঝে মাঝেই রেগে গিয়ে তুলকালাম করছেন- 40 শতাংশ পুরুষ, 33 শতাংশ মহিলা
  • ঘন ঘন মুড বদলানোর সমস্যা হচ্ছে- 52 শতাংশ পুরুষ, 50 শতাংশ মহিলা
  • ভালবাসার মানুষের উপর চেঁচামেচি- 33 শতাংশ পুরুষ, 27 শতাংশ মহিলা
  • মাথাব্যথার সমস্যা- 48 শতাংশ পুরুষ, 67 শতাংশ মহিলা
  • শারীরিক চাপ- 20 শতাংশ পুরুষ, 33 শতাংশ মহিলা

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা করুণজিৎ কুমার ধীর জানিয়েছেন, সব মিলিয়ে বাড়িতে থেকে কাজ করে মনের শান্তি হারিয়ে গিয়েছে ৷ ব্যক্তিগত জীবন আর অফিস দুটোর মধ্যে তাল মিলিয়ে চলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে ৷ সঙ্গে জুড়েছে অর্থনৈতিক দুরবস্থা ৷

মুম্বই, 4 জুলাই : কোভিডকালে বদলেছে জীবন যাপন ৷ বদল এসেছে কাজের ধরনে ৷ করোনাসংক্রমণের প্রথম ধাক্কা থেকে বিশ্বব্যাপী "ওয়ার্ক ফ্রম হোম" (WFH) শুরু হয়েছে ৷ চলছে দ্বিতীয় ঢেউ, আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের ৷ তাই বাড়ি থেকে অফিসের কাজ সামলানোটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ৷ কিন্তু অফিসটা বাড়িতে উঠে আসার পর বাড়ি আর অফিস নিয়ে কেমন কাটছে কর্মীদের ? 20-26 জুন এসসিআইকেইওয়াই মার্কেট নেটওয়ার্ক (SCIKEY) দেশের মেট্রো শহরগুলির 2500 জনের মতামত নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ৷

আরও পড়ুন : কোভিডে 77.8 শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, রুখতে পারে ডেল্টা প্রজাতিও

সমীক্ষায় জানা গিয়েছে, বাড়িতে কাজের চাপ বেড়েছে, চাকরি টিকিয়ে রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, মানসিক চাপ বাড়ছে ৷ তাই বাড়িতে থেকে কাজ ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে, জানিয়েছে 59 শতাংশ পুরুষ, 56 শতাংশ মহিলা ৷ অফিসে থেকে কাজ করলে উচ্চাধিকারের সাহায্য় পাওয়া যায়, মত দিয়েছে 23 শতাংশ পুরুষ ৷ অন্যদিকে 20 শতাংশ পুরুষ আর 16 শতাংশ মহিলা এর বিপরীতে জানিয়েছে, কাজের জায়গা মোটে সুবিধেজনক নয়, বাড়ি ভাল ৷ 68 শতাংশ পুরুষ, 77 শতাংশ মহিলা একমত যে কাজে মন দিতে পারছেন না তাঁরা ৷

সমীক্ষা জানাচ্ছে, 22 শতাংশেরও বেশি পুরুষ কাজ হারিয়েছেন আর 60 শতাংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৷ মহিলাদের মধ্যে কাজ হারিয়েছেন 17 শতাংশ , 27 শতাংশ চিন্তিত ৷ মাত্র 30 শতাংশ পুরুষ কাজের চাপকে গুরুত্ব দিতে রাজি, কিন্তু 25 শতাংশ বিশ্বাস করেন কাজের আশা তাদের ক্ষমতার বাইরে ৷

অফিস আর বাড়ি দুইয়ের চাপে-

  • মাঝে মাঝেই রেগে গিয়ে তুলকালাম করছেন- 40 শতাংশ পুরুষ, 33 শতাংশ মহিলা
  • ঘন ঘন মুড বদলানোর সমস্যা হচ্ছে- 52 শতাংশ পুরুষ, 50 শতাংশ মহিলা
  • ভালবাসার মানুষের উপর চেঁচামেচি- 33 শতাংশ পুরুষ, 27 শতাংশ মহিলা
  • মাথাব্যথার সমস্যা- 48 শতাংশ পুরুষ, 67 শতাংশ মহিলা
  • শারীরিক চাপ- 20 শতাংশ পুরুষ, 33 শতাংশ মহিলা

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা করুণজিৎ কুমার ধীর জানিয়েছেন, সব মিলিয়ে বাড়িতে থেকে কাজ করে মনের শান্তি হারিয়ে গিয়েছে ৷ ব্যক্তিগত জীবন আর অফিস দুটোর মধ্যে তাল মিলিয়ে চলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে ৷ সঙ্গে জুড়েছে অর্থনৈতিক দুরবস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.