থানে (মহারাষ্ট্র), 25 নভেম্বর: মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য (Controversial Statement About Women) করার অভিযোগ উঠল বাবা রামদেবের (Baba Ramdev) বিরুদ্ধে ৷ অভিযোগ, তিনি বলেছেন যে যখন নারীর শরীরে কোনও পোশাক থাকে না, তখনও তাঁদের সুন্দর লাগে ৷ মহারাষ্ট্রের থানে (Thane) এলাকায় একটি যোগ শিবিরে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷
তাঁর মতে, মহিলারা শাড়ি পড়লেও সুন্দরী ৷ সালওয়ার পড়লেও মহিলাদের সুন্দর লাগে ৷ এমনকী, কোনও পোশাক না পরলেও মহিলারা সুন্দরী ৷
জানা গিয়েছে, যে শিবিরে তিনি উপস্থিত হয়েছিলেন, সেই শিবিরে অনেক মহিলা ছিলেন ৷ প্রথমে তাঁদের যোগ প্রশিক্ষণ দেন ৷ তার পর সভা শুরু হয় ৷ ফলে তাড়াহুড়োয় মহিলারা যোগের পোশাক ছেড়ে শাড়ি পরার সুযোগ পাননি ৷ আর এই প্রসঙ্গেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন ৷
যে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃত ফড়নবীশ ৷ তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী ৷ রামদেব যখন এই মন্তব্য করেছেন, তখন তিনি রামদেবের পাশের আসনেই বসেছিলেন ৷ রামদেব অবশ্য অমৃতার ভূয়সী প্রশংসা করেন ৷
আরও পড়ুন : আমার মতো পরামর্শদাতা চাই দীপিকার : বাবা রামদেব