খাগাড়িয়া (বিহার), 17 নভেম্বর: বিহারে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে ফের প্রশ্ন উঠল ৷ চিকিৎসায় গাফিলতির বড় অভিযোগ উঠেছে খাগাড়িয়ায় এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ৷ অভিযোগ, আলাউলি স্বাস্থ্যকেন্দ্রে অজ্ঞান না-করেই 23 জন মহিলার বন্ধ্যাত্বকরণের অপারেশন করা হয়েছে (women were operated without anesthesia) ৷ ভুক্তভোগী মহিলারা নিজেরেই এই অভিযোগ করেছেন ৷ যদিও পুলিশে বিষয়টি নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে (Surgery Without Anesthesia in Bihar) ৷
জানা গিয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রে 30 জন মহিলার বন্ধ্যাত্বকরণের অপারেশন হওয়ার কথা ছিল ৷ কিন্তু অপারেশনের আগে একজনকেও অজ্ঞান করা হয়নি ৷ এই ভাবে 23 জন মহিলার অপারেশন করা হয় ৷ যন্ত্রণায় তাঁরা চিৎকার শুরু করলে, বাকি 7 জন মহিলা ভয়ে অপারেশন না-করিয়েই হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ৷
আরও পড়ুন: গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারে এইডস আক্রান্ত 140 বন্দি !
এই প্রসঙ্গে প্রতিমা নামে 30 বছরের এক ভুক্তভোগী মহিলা জানিয়েছেন, অপারেশনের পর যন্ত্রণা কমানোর জন্য তাঁকে ওষুধ দেওয়া হলেও, অপারেশনের আগে তাঁকে অজ্ঞান করা হয়নি ৷ তাঁর অভিযোগ, অপারেশনের সময় চারজন পুরুষ স্বাস্থ্যকর্মী তাঁকে ধরে রেখেছিলেন ৷ যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি, তার মধ্যেই হয় ওই অস্ত্রোপচার ৷ প্রতিমার দাবি, তিনি চিকিৎসকদের অনুরোধ করলেও অপারেশনের আগে তাঁকে অজ্ঞান করা হয়নি (Bihar Health service) ৷