ETV Bharat / bharat

Women Murdered Husband: স্বামীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, 2 মাস পর প্রেমিক-সহ ধৃত মহিলা - বেঙ্গালুরুতে স্ত্রীর হাতে স্বামী খুন

প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন ৷ 2 মাস পর অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 19, 2023, 11:00 PM IST

বেঙ্গালুরু, 19 মে: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা করেছিল এক মহিলা ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ তদন্তে নেমে দু'মাস পর আসল ঘটনা জানতে পেরে অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ ৷ কর্ণাটকের বেঙ্গালুরুর কাদুগোদি পুলিশ স্টেশন এলাকার ঘটনা ৷ ধৃত মহিলার নাম অনীতা ও তার প্রেমিকের নাম হরিশ ৷

ঘটনার সূত্রপাত প্রায় 2 মাস আগে ৷ কাদুগোদির বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় আনন্দ নামে ওই ব্যক্তির দেহ ৷ তাঁর হাতে ছুরির ক্ষত ছিল ৷ ঘটনার তদন্ত শুরু করে কাদুগোদি থানার পুলিশ ৷ আনন্দের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যক্তিকে ৷ পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে তাঁর হাতে ছুড়ি দিয়ে আঘাত করা হয় ৷ এরপরেই মৃতের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় আসল ঘটনা জানায় ওই মহিলা ৷

পুলিশি তদন্তে জানা গিয়েছে, আনন্দের সঙ্গে বিয়ে হলেও অনীতা নামে ওই মহিলা তার প্রেমিক হরিশের সঙ্গেই থাকার পরিকল্পনা করেন ৷ সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল আনন্দ ৷ তাই অনীতা ও তার প্রেমিক মিলে আনন্দকে খুনের ষড়যন্ত্র করে ৷ ঘটনার দিন আনন্দের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অনীতা ৷ এরফলে অচেতন হয়ে পড়ে আনন্দ ৷ তখন তাঁকে শ্বাসরোধ করে খুন করে অনীতা ও তার প্রেমিক ৷ পরিকল্পনা ছিল, রাতের অন্ধকারে আনন্দের দেহ রেললাইনে ফেলে আসা হবে ৷ কিন্তু আনন্দ স্বাস্থ্যবান হওয়ায় তাঁর ভারি শরীর টেনে নিয়ে দূরের রেললাইনে নিয়ে যেতে পারেনি ওই মহিলা ও তার প্রেমিক ৷ এরপর তারা এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে বাড়ির শৌচালয়ে দেহটি নিয়ে গিয়ে ছুরি দিয়ে তাঁর হাত কেটে দেয় ৷ পরে তদন্তে নেমে এই প্রকৃত ঘটনা জানতে পারে পুলিশ ৷ অনীতা ও তার প্রেমিককে গ্রেফতার করা হয় ৷ তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: মালাবদলের সময় আচমকা কনের সিঁথিতে সিঁদুর পরালেন প্রেমিক, বিয়ে ভাঙলেন বর

বেঙ্গালুরু, 19 মে: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা করেছিল এক মহিলা ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ তদন্তে নেমে দু'মাস পর আসল ঘটনা জানতে পেরে অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ ৷ কর্ণাটকের বেঙ্গালুরুর কাদুগোদি পুলিশ স্টেশন এলাকার ঘটনা ৷ ধৃত মহিলার নাম অনীতা ও তার প্রেমিকের নাম হরিশ ৷

ঘটনার সূত্রপাত প্রায় 2 মাস আগে ৷ কাদুগোদির বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় আনন্দ নামে ওই ব্যক্তির দেহ ৷ তাঁর হাতে ছুরির ক্ষত ছিল ৷ ঘটনার তদন্ত শুরু করে কাদুগোদি থানার পুলিশ ৷ আনন্দের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যক্তিকে ৷ পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে তাঁর হাতে ছুড়ি দিয়ে আঘাত করা হয় ৷ এরপরেই মৃতের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় আসল ঘটনা জানায় ওই মহিলা ৷

পুলিশি তদন্তে জানা গিয়েছে, আনন্দের সঙ্গে বিয়ে হলেও অনীতা নামে ওই মহিলা তার প্রেমিক হরিশের সঙ্গেই থাকার পরিকল্পনা করেন ৷ সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল আনন্দ ৷ তাই অনীতা ও তার প্রেমিক মিলে আনন্দকে খুনের ষড়যন্ত্র করে ৷ ঘটনার দিন আনন্দের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অনীতা ৷ এরফলে অচেতন হয়ে পড়ে আনন্দ ৷ তখন তাঁকে শ্বাসরোধ করে খুন করে অনীতা ও তার প্রেমিক ৷ পরিকল্পনা ছিল, রাতের অন্ধকারে আনন্দের দেহ রেললাইনে ফেলে আসা হবে ৷ কিন্তু আনন্দ স্বাস্থ্যবান হওয়ায় তাঁর ভারি শরীর টেনে নিয়ে দূরের রেললাইনে নিয়ে যেতে পারেনি ওই মহিলা ও তার প্রেমিক ৷ এরপর তারা এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে বাড়ির শৌচালয়ে দেহটি নিয়ে গিয়ে ছুরি দিয়ে তাঁর হাত কেটে দেয় ৷ পরে তদন্তে নেমে এই প্রকৃত ঘটনা জানতে পারে পুলিশ ৷ অনীতা ও তার প্রেমিককে গ্রেফতার করা হয় ৷ তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: মালাবদলের সময় আচমকা কনের সিঁথিতে সিঁদুর পরালেন প্রেমিক, বিয়ে ভাঙলেন বর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.