ETV Bharat / bharat

Tripura: সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করতে গিয়ে ত্রিপুরায় আটক দুই মহিলা সাংবাদিক - Women Journalists

ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন সমৃদ্ধি এবং স্বর্ণা ৷ তাঁদের দাবি, শনিবার রাত সাড়ে 10টা নাগাদ আচমকা তাঁদের হোটেলের ঘরে এসে হাজির হয় পুলিশ ৷ সেখানে রাতভর ভয় দেখানো হয় তাঁদের ৷ হুমকিও দেওয়া হয় ৷ আটকে রাখা হয় ঘরের মধ্যে ৷ তারপর ভোর সাড়ে 5টা নাগাদ এফআইআর-এর কপি ধরানো হয় ৷

Women Journalists reporting on tripura communal violence detained
ত্রিপুরায় আটক দুই উঠতি মহিলা সাংবাদিক
author img

By

Published : Nov 14, 2021, 8:09 PM IST

আগরতলা, 14 নভেম্বর: খবর করতে যাওয়া দুই মহিলা সাংবাদিক আটক ত্রিপুরায় । বিগত কয়েক দিন ধরে রাজ্যে ঘটে চলা সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করছিলেন তাঁরা ৷ সেই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর এক সমর্থকের তরফে দু’জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতেই রবিবার দু’জনকে আটক করে আগরতলা পুলিশ ৷

ওই দুই তরুণী সাংবাদিকের নাম সমৃদ্ধি সাকুনিয়া এবং স্বর্ণা ঝা ৷ তাঁদের বিরুদ্ধে 153-এ ধারার আওতায় ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসায় উস্কানি জোগানো, 120-বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অপরাধমূলক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷ অভিযোগকারী ভিএইচপি-র সমর্থক কাঞ্চন দাস ৷

আরও পড়ুন: Rajnath Singh: সেনা ভুল সিদ্ধান্ত নিলেও পাশে থাকবে সরকার, বিরোধীদের বিঁধে মন্তব্য রাজনাথের

তবে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন সমৃদ্ধি এবং স্বর্ণা ৷ তাঁদের দাবি, শনিবার রাত সাড়ে 10টা নাগাদ আচমকা তাঁদের হোটেলের ঘরে এসে হাজির হয় পুলিশ ৷ সেখানে রাতভর ভয় দেখানো হয় তাঁদের ৷ হুমকিও দেওয়া হয় ৷ আটকে রাখা হয় ঘরের মধ্যে ৷ তার পর ভোর সাড়ে 5টা নাগাদ এফআইআর-এর কপি ধরানো হয় ৷

তাতেই প্রশ্ন উঠছে, এফআইআর-এর কপি না থাকা সত্ত্বেও, রাতভর দুই তরুণীকে কোন যুক্তিতে হোটেলের ঘরে আটকে রাখল পুলিশ । যদিও আগরতলা পুলিশের এক আধিকারিকের দাবি, তাঁরা শুধু 21 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য নোটিস ধরাতে গিয়েছিলেন । তার পর চলে আসেন তাঁরা । কিন্তু রাতভর হোটেলের ঘরে ১৬-১৭ জন পুলিশের ঘেরাটোপেই ছিলেন বলে অভিযোগ ওই দুই তরুণীর ।

আরও পড়ুন: Corona in India : করোনার দৈনিক সংক্রমণ 11 হাজারেই

বিগত কয়েক দিন ধরেই ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা সামনে আসছে । হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিভিন্ন এলাকায় গিয়ে এ যাবৎ এক ডজনের বেশি মসজিদে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ । মুসলিম ব্যবসায়ীদের দোকানগুলিতে বেছে বেছে আগুন ধরানোর ঘটনাও সামনে এসেছে । তা নিয়ে প্রতিবাদ করায় সাংবাদিক-সহ শতাধিক মানুষের বিরুদ্ধে সম্প্রতি ইউএপিএ ধারায় মামলা করে ত্রিপুরা পুলিশ, যার তীব্র সমালোচনা করে এডিটর্স গিল্ড ।

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে একাধিক রাজ্য থেকে প্রতিবাদ উঠতে শুরু করেছে । কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, বিজেপিশাসিত কোনও রাজ্যে মসজিদ ভাঙার ঘটনা ঘটেনি । ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও দাবি করে কেন্দ্র । তারপরই রবিবার সমৃদ্ধি এবং স্বর্ণাকে আটক করল আগরতলা পুলিশ ।

আগরতলা, 14 নভেম্বর: খবর করতে যাওয়া দুই মহিলা সাংবাদিক আটক ত্রিপুরায় । বিগত কয়েক দিন ধরে রাজ্যে ঘটে চলা সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করছিলেন তাঁরা ৷ সেই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর এক সমর্থকের তরফে দু’জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতেই রবিবার দু’জনকে আটক করে আগরতলা পুলিশ ৷

ওই দুই তরুণী সাংবাদিকের নাম সমৃদ্ধি সাকুনিয়া এবং স্বর্ণা ঝা ৷ তাঁদের বিরুদ্ধে 153-এ ধারার আওতায় ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসায় উস্কানি জোগানো, 120-বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অপরাধমূলক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷ অভিযোগকারী ভিএইচপি-র সমর্থক কাঞ্চন দাস ৷

আরও পড়ুন: Rajnath Singh: সেনা ভুল সিদ্ধান্ত নিলেও পাশে থাকবে সরকার, বিরোধীদের বিঁধে মন্তব্য রাজনাথের

তবে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন সমৃদ্ধি এবং স্বর্ণা ৷ তাঁদের দাবি, শনিবার রাত সাড়ে 10টা নাগাদ আচমকা তাঁদের হোটেলের ঘরে এসে হাজির হয় পুলিশ ৷ সেখানে রাতভর ভয় দেখানো হয় তাঁদের ৷ হুমকিও দেওয়া হয় ৷ আটকে রাখা হয় ঘরের মধ্যে ৷ তার পর ভোর সাড়ে 5টা নাগাদ এফআইআর-এর কপি ধরানো হয় ৷

তাতেই প্রশ্ন উঠছে, এফআইআর-এর কপি না থাকা সত্ত্বেও, রাতভর দুই তরুণীকে কোন যুক্তিতে হোটেলের ঘরে আটকে রাখল পুলিশ । যদিও আগরতলা পুলিশের এক আধিকারিকের দাবি, তাঁরা শুধু 21 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য নোটিস ধরাতে গিয়েছিলেন । তার পর চলে আসেন তাঁরা । কিন্তু রাতভর হোটেলের ঘরে ১৬-১৭ জন পুলিশের ঘেরাটোপেই ছিলেন বলে অভিযোগ ওই দুই তরুণীর ।

আরও পড়ুন: Corona in India : করোনার দৈনিক সংক্রমণ 11 হাজারেই

বিগত কয়েক দিন ধরেই ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা সামনে আসছে । হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিভিন্ন এলাকায় গিয়ে এ যাবৎ এক ডজনের বেশি মসজিদে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ । মুসলিম ব্যবসায়ীদের দোকানগুলিতে বেছে বেছে আগুন ধরানোর ঘটনাও সামনে এসেছে । তা নিয়ে প্রতিবাদ করায় সাংবাদিক-সহ শতাধিক মানুষের বিরুদ্ধে সম্প্রতি ইউএপিএ ধারায় মামলা করে ত্রিপুরা পুলিশ, যার তীব্র সমালোচনা করে এডিটর্স গিল্ড ।

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে একাধিক রাজ্য থেকে প্রতিবাদ উঠতে শুরু করেছে । কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, বিজেপিশাসিত কোনও রাজ্যে মসজিদ ভাঙার ঘটনা ঘটেনি । ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও দাবি করে কেন্দ্র । তারপরই রবিবার সমৃদ্ধি এবং স্বর্ণাকে আটক করল আগরতলা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.