ETV Bharat / bharat

ছেঁড়া জিনস পরে সোশ্যাল পোস্টের হিড়িক, আপত্তিতে অনড় রাওয়াত - ছেঁড়া জিনস

সোশ্যাল মিডিয়া খুললেও চোখে পড়ছে ছেঁড়া জিনস পরা মেয়েদের ছবি ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এই ট্রেন্ড শুরু হয়েছে ৷ যদিও নিজের অবস্থানে অনড় রয়েছেন রাওয়াত ৷

Women flaunt pics in #RippedJeans slamming Uttarakhand CM, but Tirath Singh Rawat still bojects it
ছেঁড়া জিনস পরে সোশ্যাল পোস্টের হিড়িক, আপত্তি অব্যাহত রাওয়াতের
author img

By

Published : Mar 19, 2021, 10:57 AM IST

Updated : Mar 19, 2021, 11:15 AM IST

নয়াদিল্লি, 19 মার্চ: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের 'ছেঁড়া জিনস' মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷ রিপড জিনস হ্যাশট্যাগ সহযোগে ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করার ধূম পড়ে গিয়েছে ৷ তীব্র ভাষায় রাওয়াতের সমালোচনা করেছেন নেটিজেনরা ৷ যদিও এত কাণ্ডের পরও নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ এখনও তিনি মনে করেন, মেয়েদের ছেঁড়া জিনস পরাটা সামাজিক অবক্ষয়, বাবা মায়ের খারাপ দৃষ্টান্ত স্থাপনের উদাহরণ ৷

তাঁর মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হলেও তাতে কোনও ভ্রূক্ষেপ নেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের ৷ নিজের অবস্থানে অনড় থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেয়েদের জিনস পরায় তাঁর কোনও আপত্তি নেই, তাঁর আপত্তি শুধু ছেঁড়া জিনস পরায় ৷ তিনি বলেছেন, "ছেঁড়া জিনস পরে খালি হাঁটু দেখানোর অর্থ, ধনী শিশুদের পশ্চিমি সভ্যতাকে অনুসরণ করা, যেখানে পশ্চিমি দেশগুলি এখন আমাদের অনুসরণ করছে ৷ ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে এবং সন্তানদের উপর খারাপ দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের বাবা-মায়েরা ৷"

রাওয়াত নিজের দাবিতে অনড় থাকলেও তাতে সমালোচনা বন্ধ হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় একের পর ছেঁড়া জিনস পরা ছবি দিয়ে পোস্ট করছেন মহিলারা ৷

এমন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলে সমালোচনার ঝড় উঠেছে টুইটার, ফেসবুকে ৷

সেই তালিকায় যোগ দিয়েছেন সেলিব্রিটিরাও ৷ অভিনেত্রী গুল পনাগ ছেঁড়া জিনস পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন ৷

রাওয়াতের মন্তব্যকে কটাক্ষ করে নিজের ছবি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র ৷ তিনি রসিকতার সুরে লিখেছেন, "গরম ও আর্দ্রতার জন্য আমি জিনস পরি না ৷ তবে আমার সংস্কারী হাঁটু দেখানোর পাশাপাশি ছেঁড়া টি-শার্ট পরে খুব আনন্দ পাই ৷ ভারতে এ জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ৷ আমরা ঐতিহ্যবাহী কোনার্ক, খাজুরাহো, মোধেরা, থিরুমায়াম ও বীরুপাক্ষের ভূমিতে বাস করি ৷"

আরও পড়ুন: মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে ৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ থেমে নেই রাজনৈতিক নেতৃত্বও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জয় বচ্চন ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

নয়াদিল্লি, 19 মার্চ: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের 'ছেঁড়া জিনস' মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷ রিপড জিনস হ্যাশট্যাগ সহযোগে ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করার ধূম পড়ে গিয়েছে ৷ তীব্র ভাষায় রাওয়াতের সমালোচনা করেছেন নেটিজেনরা ৷ যদিও এত কাণ্ডের পরও নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ এখনও তিনি মনে করেন, মেয়েদের ছেঁড়া জিনস পরাটা সামাজিক অবক্ষয়, বাবা মায়ের খারাপ দৃষ্টান্ত স্থাপনের উদাহরণ ৷

তাঁর মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হলেও তাতে কোনও ভ্রূক্ষেপ নেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের ৷ নিজের অবস্থানে অনড় থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেয়েদের জিনস পরায় তাঁর কোনও আপত্তি নেই, তাঁর আপত্তি শুধু ছেঁড়া জিনস পরায় ৷ তিনি বলেছেন, "ছেঁড়া জিনস পরে খালি হাঁটু দেখানোর অর্থ, ধনী শিশুদের পশ্চিমি সভ্যতাকে অনুসরণ করা, যেখানে পশ্চিমি দেশগুলি এখন আমাদের অনুসরণ করছে ৷ ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে এবং সন্তানদের উপর খারাপ দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের বাবা-মায়েরা ৷"

রাওয়াত নিজের দাবিতে অনড় থাকলেও তাতে সমালোচনা বন্ধ হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় একের পর ছেঁড়া জিনস পরা ছবি দিয়ে পোস্ট করছেন মহিলারা ৷

এমন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলে সমালোচনার ঝড় উঠেছে টুইটার, ফেসবুকে ৷

সেই তালিকায় যোগ দিয়েছেন সেলিব্রিটিরাও ৷ অভিনেত্রী গুল পনাগ ছেঁড়া জিনস পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন ৷

রাওয়াতের মন্তব্যকে কটাক্ষ করে নিজের ছবি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র ৷ তিনি রসিকতার সুরে লিখেছেন, "গরম ও আর্দ্রতার জন্য আমি জিনস পরি না ৷ তবে আমার সংস্কারী হাঁটু দেখানোর পাশাপাশি ছেঁড়া টি-শার্ট পরে খুব আনন্দ পাই ৷ ভারতে এ জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ৷ আমরা ঐতিহ্যবাহী কোনার্ক, খাজুরাহো, মোধেরা, থিরুমায়াম ও বীরুপাক্ষের ভূমিতে বাস করি ৷"

আরও পড়ুন: মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে ৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ থেমে নেই রাজনৈতিক নেতৃত্বও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জয় বচ্চন ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷

Last Updated : Mar 19, 2021, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.