বিকানের, 2 নভেম্বর: যুবতীকে গণধর্ষণের পর অশ্লীল ভিডিয়ো করে ব্ল্যাকমেলের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ সন্মান বাঁচাতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন নির্যাতিতা যুবতী ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে ৷ মঙ্গলবার বিকানের এলাকার ঘটনা ৷ সুইসাইড নোটে অভিযুক্তদের কথা উল্লেখ আছে ৷ ওই যুবতীর মৃত্যুর পরেই থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর আত্মীয়রা ৷ এখনও অধরা অভিযুক্তরা ৷
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্তে নেমেই পুলিশ জানতে পারে, জয়নারায়ণ ব্যাস কলোনি থানার পবনপুরীতে একটি রিয়েল এস্টেট সংস্থার অফিসে চাকরি করতেন ৷ সেখানেই দুই যুবক ও এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় ৷ তাদের হাতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী ৷ ধর্ষণের পর সেই ভিডিয়ো করে ভাইরাল করে হুমকিও দেওয়া হয়েছিল ৷ এরপরই ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ঘর থেকে ৷ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র বেচার জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণ ও এক তরুণীর জড়িত থাকার অভিযোগ দায়ের হয়েছে থানায় ৷
আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর
ইতিম্যধেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বিকানের থানার পুলিশ ৷ ক্রাইম সেলের সিও ভিকি নাগরপাল তদন্তের দায়িত্বে আছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজ শুরু করছে পুলিশ ৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ পাচার জানান, আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পরই মামলার বিস্তারিত তথ্য জানা যাবে। যুবতীর মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলে তদন্ত আরও গতি পাবে বলে মনে করছে পুলিশ ৷