ETV Bharat / bharat

Human Sacrifice in Odisha: 14 বছরের কিশোরের বলি ! গ্রেফতার অভিযুক্ত মহিলা পুরোহিত ও তাঁর 3 ছেলে - Woman Priest Allegedly Killed 14 year old boy

Woman Priest Allegedly Killed 14-year-old boy in Odisha: ওড়িশায় কিশোরের বলি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা পুরোহিত ৷ এই ঘটনায় তাঁর তিন ছেলেকেও গ্রেফতার করা হয়েছে ৷ ওড়িশার আঙ্গুল জেলার মঙ্গলা কোঠির ঘটনা ৷

Human Sacrifice in Odisha ETV BHARAT
Human Sacrifice in Odisha
author img

By

Published : Jul 31, 2023, 7:44 PM IST

ভুবনেশ্বর, 31 জুলাই: ওড়িশার আঙ্গুল জেলায় এক কিশোরকে হত্যার অভিযোগে মহিলা পুরোহিত এবং তাঁর তিন ছেলেকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান 14 বছরের ওই কিশোরের বলি দেওয়া হয়েছে ৷ গত 22 জুলাই রাতের ঘটনায় আজ অভিযুক্তদের গ্রেফতার করেছে কিয়াকাতা পুলিশ ৷ গত 28 জুলাই মৃত সঞ্চিত বিসওয়ালের দেহ বারুনি জঙ্গলের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে কিয়াকাতা এলাকা ৷ এমনকী 28 জুলাই কিশোরের দেহ উদ্ধারের পর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সঞ্চিত বিসওয়াল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ৷ তাঁর চিকিৎসা চলছিল ৷ এরই মধ্যে তার মা বাসন্তী বিসওয়াল তাকে মঙ্গলা কোঠিতে নিয়ে যান ৷ এটি ভগবান মঙ্গলার মন্দির ৷ যা রিতাঞ্জলী বাগ নামে এক মহিলা পুরোহিত চালান ৷ 22 জুলাই রাতে সঞ্চিত এবং তাঁর মা-কে আলাদা ঘরে ঘুমোতে দেওয়া হয় ৷ অভিযোগ পরেরদিন সকাল থেকে সঞ্চিতের কোনও খোঁজ পাচ্ছিলেন না তার মা ৷ তিনি মন্দিরের সর্বত্র ছেলেকে খোঁজেন ৷ মন্দিরের দায়িত্বে থাকা সকলকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, তাঁরা কিছু জানাতে চায়নি বলে অভিযোগ ৷

ছেলের খোঁজ না পেয়ে 24 জুলাই কিয়াকাতা থানায় একটি অভিযোগ দায়ের করান বাসন্তী বিসওয়াল এবং তাঁর পরিবার ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে গত 28 জুলাই বারুনি জঙ্গলের একটি গাছ থেকে সঞ্চিতের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কিয়াকাতা থানা এলাকা ৷ জঙ্গলের রাস্তায় পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ এমনকি কিয়াকাতা-আতহামল্লিক রাজ্যসড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি ছিল, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ পুলিশ সেই আশ্বাস দিলে অবরোধ ওঠে ৷ এর পর আজ সকালে মন্দিরের প্রধান পুরোহিত রিতাঞ্জলী বাগ এবং তাঁর তিন ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: তন্ত্রসাধনার কথা স্বীকার করলেও নাবালিকা খুনের প্রশ্নে নীরব ধৃত যুবক

জেলার পুলিশ সুপার জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ওই কিশোরকে খুনের কথা স্বীকার করেছেন ৷ তবে, ময়নাতদন্ত এবং ফরেন্সিকের অন্যান্য পরীক্ষার রিপোর্ট আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে ৷ প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে ওই কিশোরকে বলি দেওয়া হয়েছে ৷ তবে, এর জন্য ময়নাতদন্ত এবং কিশোরের শরীরে থাকা ক্ষতের ফরেন্সিক রিপোর্ট এলেই স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

ভুবনেশ্বর, 31 জুলাই: ওড়িশার আঙ্গুল জেলায় এক কিশোরকে হত্যার অভিযোগে মহিলা পুরোহিত এবং তাঁর তিন ছেলেকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান 14 বছরের ওই কিশোরের বলি দেওয়া হয়েছে ৷ গত 22 জুলাই রাতের ঘটনায় আজ অভিযুক্তদের গ্রেফতার করেছে কিয়াকাতা পুলিশ ৷ গত 28 জুলাই মৃত সঞ্চিত বিসওয়ালের দেহ বারুনি জঙ্গলের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে কিয়াকাতা এলাকা ৷ এমনকী 28 জুলাই কিশোরের দেহ উদ্ধারের পর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সঞ্চিত বিসওয়াল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ৷ তাঁর চিকিৎসা চলছিল ৷ এরই মধ্যে তার মা বাসন্তী বিসওয়াল তাকে মঙ্গলা কোঠিতে নিয়ে যান ৷ এটি ভগবান মঙ্গলার মন্দির ৷ যা রিতাঞ্জলী বাগ নামে এক মহিলা পুরোহিত চালান ৷ 22 জুলাই রাতে সঞ্চিত এবং তাঁর মা-কে আলাদা ঘরে ঘুমোতে দেওয়া হয় ৷ অভিযোগ পরেরদিন সকাল থেকে সঞ্চিতের কোনও খোঁজ পাচ্ছিলেন না তার মা ৷ তিনি মন্দিরের সর্বত্র ছেলেকে খোঁজেন ৷ মন্দিরের দায়িত্বে থাকা সকলকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, তাঁরা কিছু জানাতে চায়নি বলে অভিযোগ ৷

ছেলের খোঁজ না পেয়ে 24 জুলাই কিয়াকাতা থানায় একটি অভিযোগ দায়ের করান বাসন্তী বিসওয়াল এবং তাঁর পরিবার ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে গত 28 জুলাই বারুনি জঙ্গলের একটি গাছ থেকে সঞ্চিতের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কিয়াকাতা থানা এলাকা ৷ জঙ্গলের রাস্তায় পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ এমনকি কিয়াকাতা-আতহামল্লিক রাজ্যসড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি ছিল, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ পুলিশ সেই আশ্বাস দিলে অবরোধ ওঠে ৷ এর পর আজ সকালে মন্দিরের প্রধান পুরোহিত রিতাঞ্জলী বাগ এবং তাঁর তিন ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: তন্ত্রসাধনার কথা স্বীকার করলেও নাবালিকা খুনের প্রশ্নে নীরব ধৃত যুবক

জেলার পুলিশ সুপার জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ওই কিশোরকে খুনের কথা স্বীকার করেছেন ৷ তবে, ময়নাতদন্ত এবং ফরেন্সিকের অন্যান্য পরীক্ষার রিপোর্ট আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে ৷ প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে ওই কিশোরকে বলি দেওয়া হয়েছে ৷ তবে, এর জন্য ময়নাতদন্ত এবং কিশোরের শরীরে থাকা ক্ষতের ফরেন্সিক রিপোর্ট এলেই স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.